ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
২১ আগস্ট মামলায় খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি শুরু শ্রীমঙ্গলে করলা চাষে বিপ্লব, বদলে যাচ্ছে গ্রামীণ জীবন গণতন্ত্রের পথে ঐকমত্য প্রয়োজন, মতপার্থক্য নয়: আলী রীয়াজ মেয়র পদে ইশরাক হোসেনকে বসানো নিয়ে উত্তপ্ত গুলিস্তান, চলছেই লাগাতার অবস্থান কর্মসূচি শিক্ষার্থীদের হামলার নিন্দা সারজিস আলমের, ‘ধিক্কার জানাই এমন আচরণে’ সিন্ধু চুক্তি ভাঙার চিন্তা করবেন না, নয়াদিল্লিকে হুঁশিয়ারি পাক প্রধানমন্ত্রীর বাল্যবিবাহ বিরোধী পোস্টের জেরে প্রাণ গেল তরুণের: গ্রেফতার ৬ জন বাজেটে মৎস্য-প্রাণিসম্পদে বাড়তি ভর্তুকি ও ঋণ সুবিধা চান খাতসংশ্লিষ্টরা কুড়িগ্রাম সীমান্তে বজ্রপাতে ১ বিজিবি সদস্য নিহত, আহত আরো ৪ কোটচাঁদপুরে ট্রেনে অভিযান, ৩ কোটির হেরোইন উদ্ধার

রাজধানীর কোথায় কোথায় বসছে কোরবানির বিশাল পশুর হাট?

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০৬:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
  • / 4

ছবি সংগৃহীত

 

বছর ঘুরে আবারও মুসলিম উম্মাহর ত্যাগের মহোৎসব ঈদ-উল-আজহা সামনে। কোরবানির ঈদ উপলক্ষে রাজধানী ঢাকায় এবার বসবে ১৯টি কুরবানির পশুর হাট। এরমধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ১০টি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ৯টি হাটের অনুমতি দেওয়া হয়েছে।

দুই সিটি করপোরেশনের আওতায় নির্ধারিত স্থানে ঈদের আগের চার দিন এবং ঈদের দিন পর্যন্ত চলবে এসব অস্থায়ী পশুর হাট। এ লক্ষ্যে ইতোমধ্যে দরপত্র আহ্বান কার্যক্রম শুরু হয়েছে। তবে আদালতের নিষেধাজ্ঞার কারণে এবার হাটের তালিকা থেকে বাদ পড়েছে আলোচিত আফতাবনগর ও মেরাদিয়া পশুর হাট।

ডিএনসিসি এলাকায় গাবতলীর স্থায়ী হাটের পাশাপাশি বসিলা, মিরপুর, খিলক্ষেত, ও বাড্ডাসহ আরও ৯টি অস্থায়ী হাট বসবে। হাটের অন্যান্য নির্ধারিত স্থানগুলোর মধ্যে রয়েছে খিলক্ষেত থানাধীন ৪৩ নম্বর ওয়ার্ডে মস্কুল চেকপোস্ট সংলগ্ন পশ্চিম পাড়ার খালি জায়গা, কালশী বালুর মাঠ, এবং উত্তর সিটির অন্তর্ভুক্ত বিভিন্ন খালি জায়গা।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ জানিয়েছেন, হাট ইজারা কার্যক্রমে সিটি করপোরেশন নিরপেক্ষ থাকবে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কঠোর অবস্থান নেবে।

অন্যদিকে, ডিএসসিসির আওতায় ৯টি হাট বসানো হবে। এর মধ্যে রয়েছে উত্তর শাহজাহানপুর মৈত্রী সংঘ ক্লাবের খালি জায়গা, সাদেক হোসেন খোকা মাঠ, পোস্তগোলা শশ্মানঘাটের পশ্চিম পার্শ্বে নদীর পাড়, দনিয়া কলেজের পূর্ব পার্শ্ব, সনটেক মহিলা মাদরাসার দুই পার্শ্ব, শ্যামপুর কদমতলী ট্রাক স্ট্যান্ড, এবং ইনস্টিটিউট অব লেদার টেকনোলজির পাশে খালি জায়গা।

ডিএসসিসির প্রশাসক ড. মো. জিল্লুর রহমান জানিয়েছেন, হাট পরিচালনায় নিয়ম-শৃঙ্খলা বজায় রাখতে কঠোর হবে সিটি করপোরেশন। ইতোমধ্যে প্রথম পর্যায়ের দরপত্র কার্যক্রম সম্পন্ন হয়েছে। দ্বিতীয় পর্যায়ের দরপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ২৭ মে। এরপর সর্বোচ্চ দরদাতাদের নির্বাচন করে হাট ইজারা দেওয়া হবে।

এবারের হাটগুলোতে স্বচ্ছতা, নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনার আশ্বাস দিয়েছে দুই সিটি করপোরেশনই।

নিউজটি শেয়ার করুন

রাজধানীর কোথায় কোথায় বসছে কোরবানির বিশাল পশুর হাট?

আপডেট সময় ১১:০৬:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

 

বছর ঘুরে আবারও মুসলিম উম্মাহর ত্যাগের মহোৎসব ঈদ-উল-আজহা সামনে। কোরবানির ঈদ উপলক্ষে রাজধানী ঢাকায় এবার বসবে ১৯টি কুরবানির পশুর হাট। এরমধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ১০টি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ৯টি হাটের অনুমতি দেওয়া হয়েছে।

দুই সিটি করপোরেশনের আওতায় নির্ধারিত স্থানে ঈদের আগের চার দিন এবং ঈদের দিন পর্যন্ত চলবে এসব অস্থায়ী পশুর হাট। এ লক্ষ্যে ইতোমধ্যে দরপত্র আহ্বান কার্যক্রম শুরু হয়েছে। তবে আদালতের নিষেধাজ্ঞার কারণে এবার হাটের তালিকা থেকে বাদ পড়েছে আলোচিত আফতাবনগর ও মেরাদিয়া পশুর হাট।

ডিএনসিসি এলাকায় গাবতলীর স্থায়ী হাটের পাশাপাশি বসিলা, মিরপুর, খিলক্ষেত, ও বাড্ডাসহ আরও ৯টি অস্থায়ী হাট বসবে। হাটের অন্যান্য নির্ধারিত স্থানগুলোর মধ্যে রয়েছে খিলক্ষেত থানাধীন ৪৩ নম্বর ওয়ার্ডে মস্কুল চেকপোস্ট সংলগ্ন পশ্চিম পাড়ার খালি জায়গা, কালশী বালুর মাঠ, এবং উত্তর সিটির অন্তর্ভুক্ত বিভিন্ন খালি জায়গা।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ জানিয়েছেন, হাট ইজারা কার্যক্রমে সিটি করপোরেশন নিরপেক্ষ থাকবে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কঠোর অবস্থান নেবে।

অন্যদিকে, ডিএসসিসির আওতায় ৯টি হাট বসানো হবে। এর মধ্যে রয়েছে উত্তর শাহজাহানপুর মৈত্রী সংঘ ক্লাবের খালি জায়গা, সাদেক হোসেন খোকা মাঠ, পোস্তগোলা শশ্মানঘাটের পশ্চিম পার্শ্বে নদীর পাড়, দনিয়া কলেজের পূর্ব পার্শ্ব, সনটেক মহিলা মাদরাসার দুই পার্শ্ব, শ্যামপুর কদমতলী ট্রাক স্ট্যান্ড, এবং ইনস্টিটিউট অব লেদার টেকনোলজির পাশে খালি জায়গা।

ডিএসসিসির প্রশাসক ড. মো. জিল্লুর রহমান জানিয়েছেন, হাট পরিচালনায় নিয়ম-শৃঙ্খলা বজায় রাখতে কঠোর হবে সিটি করপোরেশন। ইতোমধ্যে প্রথম পর্যায়ের দরপত্র কার্যক্রম সম্পন্ন হয়েছে। দ্বিতীয় পর্যায়ের দরপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ২৭ মে। এরপর সর্বোচ্চ দরদাতাদের নির্বাচন করে হাট ইজারা দেওয়া হবে।

এবারের হাটগুলোতে স্বচ্ছতা, নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনার আশ্বাস দিয়েছে দুই সিটি করপোরেশনই।