ঢাকা ০৮:১০ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতিসংঘের জুলাই অভ্যুত্থান রিপোর্টকে ঐতিহাসিক দলিল হিসেবে সংরক্ষণে রুল জারি রাশিয়ার বিরুদ্ধে ইইউ-এর ১৭তম প্যাকেজের নিষেধাজ্ঞা: তুরস্ক সহ একাধিক দেশও এর অন্তর্ভুক্ত সুন্দরবন সুরক্ষায় নতুন কৌশলে বন বিভাগ, ফাঁদ জমা দিলে মিলছে পুরস্কার ভারতের অরুণাচলের ২৭ জায়গার নতুন নামকরণ করল চীন ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা নিয়ে সৌদির পূর্ণ সমর্থন আছে: সৌদি পররাষ্ট্রমন্ত্রী শান্তি প্রতিষ্ঠায় বিশ্বনেতাদের সংলাপে আহ্বান নতুন পোপ লিও চতুর্দশের ভিসা সংকটে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে যাত্রী কমেছে, কমেছে রাজস্ব আয় মৌলভীবাজার সীমান্ত দিয়ে ৪৪ জন বাংলাদেশিকে পুশ-ইন করলো বিএসএফ ডিপ্লোমা নার্সিংকে ডিগ্রির মর্যাদা দেওয়ার দাবিতে শাহবাগ নার্সিং শিক্ষার্থীদের অবরোধ আইপিএলে ৬ কোটি রুপিতে মোস্তাফিজকে দলে নিল দিল্লি ক্যাপিটালস

রামগঞ্জে বৃদ্ধাকে গলা কেটে হত্যা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৪৮:৫২ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • / 6

ছবি সংগৃহীত

 

লক্ষ্মীপুরের রামগঞ্জে উপজেলার চন্ডীপুর ইউনিয়নের কালুপুর গ্রামে ক্বারী সাহেবের বাড়ির নিজ ঘর থেকে গতকাল মঙ্গলবার (১৩ মে) রাত ১১টার দিকে তাজিয়া বেগম নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করা হয়েছে। কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে তা কেউ বলতে পারেনি। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিহত তাজিয়া বেগম স্থানীয় বাড়ির আব্দুল মান্নানের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহতের স্বামী আবদুল মান্নান এশার নামাজের আজান দিলে মসজিদে নামাজ পড়তে যান। সেখান থেকে তিনি এসে দেখেন রান্না ঘরে তার স্ত্রী তাজিয়া বেগম রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। আবদুল মান্নানের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে পুলিশকে খবর দেয়। পরে খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। তবে কে বা কারা কী কারণে তাজিয়ে বেগমকে হত্যা করেছেন তা এখনও জানা যায়নি। জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে করা হবে।

তিনি আরও বলেন, তবে প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড মনে হচ্ছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

রামগঞ্জে বৃদ্ধাকে গলা কেটে হত্যা

আপডেট সময় ০৫:৪৮:৫২ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

 

লক্ষ্মীপুরের রামগঞ্জে উপজেলার চন্ডীপুর ইউনিয়নের কালুপুর গ্রামে ক্বারী সাহেবের বাড়ির নিজ ঘর থেকে গতকাল মঙ্গলবার (১৩ মে) রাত ১১টার দিকে তাজিয়া বেগম নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করা হয়েছে। কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে তা কেউ বলতে পারেনি। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিহত তাজিয়া বেগম স্থানীয় বাড়ির আব্দুল মান্নানের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহতের স্বামী আবদুল মান্নান এশার নামাজের আজান দিলে মসজিদে নামাজ পড়তে যান। সেখান থেকে তিনি এসে দেখেন রান্না ঘরে তার স্ত্রী তাজিয়া বেগম রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। আবদুল মান্নানের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে পুলিশকে খবর দেয়। পরে খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। তবে কে বা কারা কী কারণে তাজিয়ে বেগমকে হত্যা করেছেন তা এখনও জানা যায়নি। জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে করা হবে।

তিনি আরও বলেন, তবে প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড মনে হচ্ছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।