ঢাকা ১০:০৩ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতিসংঘের জুলাই অভ্যুত্থান রিপোর্টকে ঐতিহাসিক দলিল হিসেবে সংরক্ষণে রুল জারি রাশিয়ার বিরুদ্ধে ইইউ-এর ১৭তম প্যাকেজের নিষেধাজ্ঞা: তুরস্ক সহ একাধিক দেশও এর অন্তর্ভুক্ত সুন্দরবন সুরক্ষায় নতুন কৌশলে বন বিভাগ, ফাঁদ জমা দিলে মিলছে পুরস্কার ভারতের অরুণাচলের ২৭ জায়গার নতুন নামকরণ করল চীন ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা নিয়ে সৌদির পূর্ণ সমর্থন আছে: সৌদি পররাষ্ট্রমন্ত্রী শান্তি প্রতিষ্ঠায় বিশ্বনেতাদের সংলাপে আহ্বান নতুন পোপ লিও চতুর্দশের ভিসা সংকটে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে যাত্রী কমেছে, কমেছে রাজস্ব আয় মৌলভীবাজার সীমান্ত দিয়ে ৪৪ জন বাংলাদেশিকে পুশ-ইন করলো বিএসএফ ডিপ্লোমা নার্সিংকে ডিগ্রির মর্যাদা দেওয়ার দাবিতে শাহবাগ নার্সিং শিক্ষার্থীদের অবরোধ আইপিএলে ৬ কোটি রুপিতে মোস্তাফিজকে দলে নিল দিল্লি ক্যাপিটালস

চাঁপাইনবাবগঞ্জে ৮ দফা দাবিতে রেলপথ অবরোধ ও মানববন্ধন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৩৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • / 6

ছবি সংগৃহীত

 

চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত চারটি আন্তঃনগর ট্রেনের রুট বর্ধিত করাসহ ৮ দফা দাবিতে রেলপথ অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে সুশাসনের জন্য নাগরিক সুজন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।

আজ বুধবার (১৪ মে) সকাল ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন সামাজিক সংগঠন, পেশাজীবী ও সাধারণ মানুষ অংশ নেন।

বক্তারা বলেন, বর্তমানে ঢাকা থেকে রাজশাহী পর্যন্ত চলাচলকারী পাঁচটি আন্তঃনগর ট্রেনের মধ্যে একমাত্র বনলতা এক্সপ্রেস চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত যায়। সিল্কসিটি, পদ্মা, ধুমকেতু ও মধুমতি ট্রেনগুলো এখনও চাঁপাইনবাবগঞ্জে সম্প্রসারিত হয়নি, যা জেলার প্রায় ২৫ লক্ষাধিক মানুষের জন্য চরম ভোগান্তির কারণ।

তারা বলেন, আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ ও সোনামসজিদ স্থলবন্দরকে ঘিরে এই জেলার রয়েছে বিপুল সম্ভাবনা। অথচ আধুনিক ও নিরাপদ রেল যোগাযোগ থেকে এখানকার মানুষ বঞ্চিত থাকছে।

সমাবেশে বক্তব্য দেন সুজন জেলা শাখার সম্পাদক মনোয়ার হোসেন, জেলা চেম্বারের সিনিয়র সহ-সভাপতি খাইরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান মোখলেসুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আব্দুর রাহিম, সাবেক কাউন্সিলর শাহনেওয়াজ খান সিনা ও রবিউল ইসলাম, জামায়াত নেতা আব্দুল আলীম ও গোলাম রাব্বানী।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নাগরিক সমাজ এ দাবিতে আন্দোলন করে আসছে। এবার আট দফা দাবির আলোকে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুত কার্যকর সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানানো হয়।

দাবিগুলোর মধ্যে রয়েছে— চারটি আন্তঃনগর ট্রেনের রুট চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত সম্প্রসারণ, নতুন ডাবল লাইন নির্মাণ, চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন আধুনিকীকরণ, রহনপুরকে পূর্ণাঙ্গ রেলবন্দর ঘোষণা, রহনপুর পর্যন্ত কানেকটিং ট্রেন চালু, আমনুরা বাইপাসে যাত্রাবিরতি, আমনুরাকে আধুনিক জংশনে রূপান্তর এবং ঢাকা-নাটোর-রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ হয়ে সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত সড়ক ৬ লেনে উন্নীত করা।

এদিকে কর্মসূচির কারণে ১২৮ ডাউন মল্লিকা কমিউটার ট্রেনটি নির্ধারিত সময় সোয়া ১০টার পরিবর্তে প্রায় আধা ঘণ্টা বিলম্বে সকাল পৌনে ১১টায় স্টেশন ছাড়ে।

সুজনের নেতারা জানান, আগামীকাল বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি, ঢাকা’র ব্যানারে একই দাবিতে রেলস্টেশনে অবস্থান ও শান্তিপূর্ণ অবরোধ এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হবে।

নিউজটি শেয়ার করুন

চাঁপাইনবাবগঞ্জে ৮ দফা দাবিতে রেলপথ অবরোধ ও মানববন্ধন

আপডেট সময় ০২:৩৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

 

চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত চারটি আন্তঃনগর ট্রেনের রুট বর্ধিত করাসহ ৮ দফা দাবিতে রেলপথ অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে সুশাসনের জন্য নাগরিক সুজন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।

আজ বুধবার (১৪ মে) সকাল ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন সামাজিক সংগঠন, পেশাজীবী ও সাধারণ মানুষ অংশ নেন।

বক্তারা বলেন, বর্তমানে ঢাকা থেকে রাজশাহী পর্যন্ত চলাচলকারী পাঁচটি আন্তঃনগর ট্রেনের মধ্যে একমাত্র বনলতা এক্সপ্রেস চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত যায়। সিল্কসিটি, পদ্মা, ধুমকেতু ও মধুমতি ট্রেনগুলো এখনও চাঁপাইনবাবগঞ্জে সম্প্রসারিত হয়নি, যা জেলার প্রায় ২৫ লক্ষাধিক মানুষের জন্য চরম ভোগান্তির কারণ।

তারা বলেন, আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ ও সোনামসজিদ স্থলবন্দরকে ঘিরে এই জেলার রয়েছে বিপুল সম্ভাবনা। অথচ আধুনিক ও নিরাপদ রেল যোগাযোগ থেকে এখানকার মানুষ বঞ্চিত থাকছে।

সমাবেশে বক্তব্য দেন সুজন জেলা শাখার সম্পাদক মনোয়ার হোসেন, জেলা চেম্বারের সিনিয়র সহ-সভাপতি খাইরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান মোখলেসুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আব্দুর রাহিম, সাবেক কাউন্সিলর শাহনেওয়াজ খান সিনা ও রবিউল ইসলাম, জামায়াত নেতা আব্দুল আলীম ও গোলাম রাব্বানী।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নাগরিক সমাজ এ দাবিতে আন্দোলন করে আসছে। এবার আট দফা দাবির আলোকে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুত কার্যকর সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানানো হয়।

দাবিগুলোর মধ্যে রয়েছে— চারটি আন্তঃনগর ট্রেনের রুট চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত সম্প্রসারণ, নতুন ডাবল লাইন নির্মাণ, চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন আধুনিকীকরণ, রহনপুরকে পূর্ণাঙ্গ রেলবন্দর ঘোষণা, রহনপুর পর্যন্ত কানেকটিং ট্রেন চালু, আমনুরা বাইপাসে যাত্রাবিরতি, আমনুরাকে আধুনিক জংশনে রূপান্তর এবং ঢাকা-নাটোর-রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ হয়ে সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত সড়ক ৬ লেনে উন্নীত করা।

এদিকে কর্মসূচির কারণে ১২৮ ডাউন মল্লিকা কমিউটার ট্রেনটি নির্ধারিত সময় সোয়া ১০টার পরিবর্তে প্রায় আধা ঘণ্টা বিলম্বে সকাল পৌনে ১১টায় স্টেশন ছাড়ে।

সুজনের নেতারা জানান, আগামীকাল বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি, ঢাকা’র ব্যানারে একই দাবিতে রেলস্টেশনে অবস্থান ও শান্তিপূর্ণ অবরোধ এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হবে।