ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আইপিএলে ৬ কোটি রুপিতে মোস্তাফিজকে দলে নিল দিল্লি ক্যাপিটালস রামগঞ্জে বৃদ্ধাকে গলা কেটে হত্যা আইসিসির মাসসেরা ক্রিকেটার নির্বাচিত হলেন মেহেদী হাসান মিরাজ ঢাবি ভিসি ও প্রক্টরের পদত্যাগের দাবী ছাত্রদলের ব্যাংকে সুশাসন নিশ্চিত হবে, আমানতকারীদের স্বার্থেই কাজ করছি: গভর্নর যুক্তরাষ্ট্র-সিরিয়া সম্পর্কের নব অধ্যায়: রিয়াদে ট্রাম্প-আল-শারার ঐতিহাসিক বৈঠক সিলেট সীমান্ত দিয়ে ১৬ জনকে পুশইন করল বিএসএফ, আটক বিজিবির ট্রাম্পের নিষেধাজ্ঞা প্রত্যাহারে উল্লাসে মেতে উঠলো সিরিয়ার জনতা আটারি সীমান্তে ভারত–পাকিস্তানের মধ্যে একজন করে সেনা বন্দিবিনিময় দুই পক্ষের সংঘর্ষের জেরে রাজশাহী নার্সিং কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

যুদ্ধবিরতির মধ্যেও ভারত-পাকিস্তানের কূটনৈতিক উত্তেজনা, পাল্টাপাল্টি কর্মকর্তা বহিষ্কার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫৯:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • / 7

ছবি সংগৃহীত

 

যুদ্ধবিরতির মাঝেই নতুন করে কূটনৈতিক উত্তেজনায় জড়ালো ভারত ও পাকিস্তান। পরস্পরের হাইকমিশনের কর্মকর্তাকে ‘অবাঞ্ছিত ব্যক্তি’ ঘোষণা করে ২৪ ঘণ্টার মধ্যে দেশত্যাগের নির্দেশ দিয়েছে দুই দেশই।

মঙ্গলবার (১৩ মে) ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তাকে ‘পারসোনা নন গ্রাটা’ ঘোষণা করে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ওই কর্মকর্তা এমন কিছু কার্যকলাপে জড়িত ছিলেন যা কূটনৈতিক নীতিমালার পরিপন্থী।

বিবৃতিতে আরও বলা হয়, “পাকিস্তান সরকার ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের একজন কর্মকর্তাকে তার কর্মকাণ্ডের কারণে অবাঞ্ছিত ঘোষণা করেছে এবং তাকে ২৪ ঘণ্টার মধ্যে দেশত্যাগের নির্দেশ দিয়েছে।”

এর আগে, ভারতও একই ধরনের পদক্ষেপ নেয়। নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের এক কর্মকর্তাকে গুপ্তচরবৃত্তির অভিযোগে বহিষ্কার করে ভারত সরকার। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, “ওই কর্মকর্তা ভারতে তার কূটনৈতিক অবস্থানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এমন কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এজন্য তাকে ২৪ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে বলা হয়েছে।”

এমন অবস্থায় দুই দেশের মধ্যে আবারও উত্তেজনা ছড়াচ্ছে। বিশেষ করে সম্প্রতি জম্মু ও কাশ্মীরের পহেলগামে হামলার প্রেক্ষাপটে ভারত-পাকিস্তান সম্পর্ক আরও টানাপোড়েনে পড়েছে। ২২ এপ্রিলের সেই হামলার পর টানা কয়েকদিন সীমান্তে সংঘর্ষ চলে। পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয় দুই দেশ।

তবে যুদ্ধবিরতির আবহেই এবার পাল্টাপাল্টি কূটনৈতিক বহিষ্কারের ঘটনায় স্পষ্ট হলো, দুই দেশের মধ্যকার উত্তেজনা এখনও পুরোপুরি প্রশমিত হয়নি। আন্তর্জাতিক অঙ্গনেও বিষয়টি নতুন করে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

বিশ্লেষকদের মতে, এমন পদক্ষেপ সম্পর্ক স্বাভাবিক করার পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। যদিও দুই দেশই প্রকাশ্যে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখার কথা বলছে, বাস্তবে তার বিপরীত চিত্রই ফুটে উঠছে সাম্প্রতিক ঘটনাপ্রবাহে।

সূত্র: ইন্ডিয়া টুডে

নিউজটি শেয়ার করুন

যুদ্ধবিরতির মধ্যেও ভারত-পাকিস্তানের কূটনৈতিক উত্তেজনা, পাল্টাপাল্টি কর্মকর্তা বহিষ্কার

আপডেট সময় ০৯:৫৯:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

 

যুদ্ধবিরতির মাঝেই নতুন করে কূটনৈতিক উত্তেজনায় জড়ালো ভারত ও পাকিস্তান। পরস্পরের হাইকমিশনের কর্মকর্তাকে ‘অবাঞ্ছিত ব্যক্তি’ ঘোষণা করে ২৪ ঘণ্টার মধ্যে দেশত্যাগের নির্দেশ দিয়েছে দুই দেশই।

মঙ্গলবার (১৩ মে) ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তাকে ‘পারসোনা নন গ্রাটা’ ঘোষণা করে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ওই কর্মকর্তা এমন কিছু কার্যকলাপে জড়িত ছিলেন যা কূটনৈতিক নীতিমালার পরিপন্থী।

বিবৃতিতে আরও বলা হয়, “পাকিস্তান সরকার ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের একজন কর্মকর্তাকে তার কর্মকাণ্ডের কারণে অবাঞ্ছিত ঘোষণা করেছে এবং তাকে ২৪ ঘণ্টার মধ্যে দেশত্যাগের নির্দেশ দিয়েছে।”

এর আগে, ভারতও একই ধরনের পদক্ষেপ নেয়। নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের এক কর্মকর্তাকে গুপ্তচরবৃত্তির অভিযোগে বহিষ্কার করে ভারত সরকার। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, “ওই কর্মকর্তা ভারতে তার কূটনৈতিক অবস্থানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এমন কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এজন্য তাকে ২৪ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে বলা হয়েছে।”

এমন অবস্থায় দুই দেশের মধ্যে আবারও উত্তেজনা ছড়াচ্ছে। বিশেষ করে সম্প্রতি জম্মু ও কাশ্মীরের পহেলগামে হামলার প্রেক্ষাপটে ভারত-পাকিস্তান সম্পর্ক আরও টানাপোড়েনে পড়েছে। ২২ এপ্রিলের সেই হামলার পর টানা কয়েকদিন সীমান্তে সংঘর্ষ চলে। পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয় দুই দেশ।

তবে যুদ্ধবিরতির আবহেই এবার পাল্টাপাল্টি কূটনৈতিক বহিষ্কারের ঘটনায় স্পষ্ট হলো, দুই দেশের মধ্যকার উত্তেজনা এখনও পুরোপুরি প্রশমিত হয়নি। আন্তর্জাতিক অঙ্গনেও বিষয়টি নতুন করে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

বিশ্লেষকদের মতে, এমন পদক্ষেপ সম্পর্ক স্বাভাবিক করার পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। যদিও দুই দেশই প্রকাশ্যে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখার কথা বলছে, বাস্তবে তার বিপরীত চিত্রই ফুটে উঠছে সাম্প্রতিক ঘটনাপ্রবাহে।

সূত্র: ইন্ডিয়া টুডে