ব্যাটিং ব্যর্থতায় নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশের স্বপ্ন ভেঙে গেল টাইগারদের

- আপডেট সময় ০৬:৫৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
- / 24
প্রথম দুই ম্যাচে হারলেও তৃতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড ‘এ’ দল। মিরপুরে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের দেওয়া ২২৮ রানের লক্ষ্য ৪ উইকেট হাতে রেখেই টপকে যায় কিউই তরুণরা। ফলে তিন ম্যাচ সিরিজে বাংলাদেশের অ্যাডভান্টেজটা আর ধরে রাখা গেল না।
টস হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ ‘এ’ দল। শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা। ইনিংসের চতুর্থ ওভারের মধ্যেই দুই ওপেনার নাঈম শেখ (৪) ও এনামুল হক বিজয় (২) ফিরে যান প্যাভিলিয়নে। এরপর মিডল অর্ডারে ধারাবাহিক ব্যর্থতায় আরও বিপাকে পড়ে দলটি। সাইফ হাসান ৩১, আফিফ হোসেন ১, নুরুল হাসান সোহান ১২ এবং মোসাদ্দেক হোসেন সৈকত ৪ রান করে সাজঘরে ফেরেন।
৯০ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। তবে একপ্রান্ত আগলে দলকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা চালান ইয়াসির আলী রাব্বি। ৬৫ বল মোকাবেলায় ৬৩ রানের দায়িত্বশীল ইনিংসে কিছুটা ভরসা এনে দেন তিনি। শেষ দিকে নাসুম আহমেদের ঝলমলে ব্যাটিংয়ে দুইশ রানের ঘর পেরোয় টাইগাররা। আট নম্বরে ব্যাট করতে নামা নাসুম করেন কার্যকরী ৪৪ রান।
সব মিলিয়ে ৪৭.৩ ওভারে ২২৭ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।
জবাবে ব্যাট করতে নেমে সাবলীল শুরু পায় নিউজিল্যান্ড ‘এ’। ওপেনার মারিয়ু ও ফিলিপস মিলে গড়েন ৭৭ রানের জুটি। তবে এই জুটি ভাঙেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। তার বলে রিভার্স সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ হন মারিয়ু (৩৩)। এরপর ফিলিপস (৩৪) ফিরেন নাঈমের বলে।
নিউজিল্যান্ডের অধিনায়ক নিক কেলি (১৯) বোল্ড হন মোসাদ্দেক হোসেনের বলে। নাসুম ফেরান জো কার্টারকে, আর নাঈম-মোসাদ্দেক জুটিতে ফিরে যান মোহাম্মদ আব্বাস ও কার্টিস হিফি। একপর্যায়ে ১৬৬ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে কিউইরা।
তবে এরপর আর সুযোগ দেয়নি ফক্সক্রফ্ট ও জ্যাক ফক্স। ঠান্ডা মাথার ব্যাটিংয়ে বাকি কাজটুকু সেরেছেন এই দুই ব্যাটার। ফক্সক্রফ্ট অপরাজিত থাকেন ৩৬ রান নিয়ে, আর ফক্স খেলেন ২৮ রানের ইনিংস।
শেষ পর্যন্ত ৪ উইকেট হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড ‘এ’।