০৭:২৭ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।

মুন্সীগঞ্জে সালিসে ত্রৈমূর্ত হত্যাকাণ্ড: তিনজনের মৃত্যুদণ্ড, পাঁচজনের যাবজ্জীবন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:০৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
  • / 141

ছবি সংগৃহীত

 

চার বছর আগে মুন্সীগঞ্জে সালিস বৈঠকে তিনজনকে হত্যা করার ঘটনায় তিনজনের মৃত্যুদণ্ড এবং পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এর বিচারক মো. মাসুদ করিম আজ বৃহস্পতিবার আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সৌরভ প্রধান, রনি বেপারী ও শিহাব প্রধান। এছাড়া যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন শাকিব প্রধান, শামীম প্রধান, অনিক বেপারী, রায়হান ও ছোট জাহাঙ্গীর।

বিজ্ঞাপন

এ মামলায় রাষ্ট্রপক্ষে দায়িত্ব পালন করা স্পেশাল পাবলিক প্রসিকিউটর (এসপিপি) মো. বিল্লাল হোসেন জানান, দণ্ডিত শিহাব, শাকিব ও শামীম প্রধান আপন ভাই।

মামলার অভিযোগপত্র অনুযায়ী, ২০২১ সালের ২৪ মার্চ বিকেলে মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকায় দুই দল কিশোর-তরুণের মধ্যে ঝগড়া ও হাতাহাতির ঘটনা ঘটে। সেই ঘটনার মীমাংসা করতে সেদিন রাতেই স্থানীয়ভাবে সালিস বৈঠকের আয়োজন করা হয়।

কিন্তু সেই সালিসই রূপ নেয় ভয়াবহ রক্তাক্ত সংঘর্ষে। সালিস চলাকালীন সময়ে আসামি সৌরভ, শিহাব ও শামীম প্রধান ছুরিকাঘাত করে তিনজনকে হত্যা করে। নিহতরা হলেন—ইমন হোসেন (২২), সাকিব হোসেন (১৯) ও মিন্টু প্রধান (৪০)।

পরদিন নিহত মিন্টু প্রধানের স্ত্রী খালেদা আক্তার বাদী হয়ে মুন্সীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়।

মামলাটি তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। বিচারকাজ শেষে বৃহস্পতিবার রায় ঘোষণার দিন ট্রাইব্যুনাল আদালত আটজনকে দোষী সাব্যস্ত করেন এবং বাকিদের খালাস দেন।

রায়ের পর বিচার সংশ্লিষ্টরা জানান, সমাজে বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে এ ধরনের দৃষ্টান্তমূলক সাজা অত্যন্ত জরুরি। হত্যার মতো নৃশংস অপরাধে কঠোর শাস্তি অপরাধপ্রবণতা কমাতে সহায়ক হবে বলে আশা করছেন আইনজীবীরা।

মুন্সীগঞ্জের আলোচিত এই হত্যাকাণ্ড দীর্ঘ সময় ধরে আলোচনায় ছিল। শেষ পর্যন্ত ন্যায়বিচার পাওয়া নিহতদের পরিবারের কাছে কিছুটা হলেও স্বস্তির বার্তা নিয়ে এলো আজকের রায়।

নিউজটি শেয়ার করুন

মুন্সীগঞ্জে সালিসে ত্রৈমূর্ত হত্যাকাণ্ড: তিনজনের মৃত্যুদণ্ড, পাঁচজনের যাবজ্জীবন

আপডেট সময় ০৫:০৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫

 

চার বছর আগে মুন্সীগঞ্জে সালিস বৈঠকে তিনজনকে হত্যা করার ঘটনায় তিনজনের মৃত্যুদণ্ড এবং পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এর বিচারক মো. মাসুদ করিম আজ বৃহস্পতিবার আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সৌরভ প্রধান, রনি বেপারী ও শিহাব প্রধান। এছাড়া যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন শাকিব প্রধান, শামীম প্রধান, অনিক বেপারী, রায়হান ও ছোট জাহাঙ্গীর।

বিজ্ঞাপন

এ মামলায় রাষ্ট্রপক্ষে দায়িত্ব পালন করা স্পেশাল পাবলিক প্রসিকিউটর (এসপিপি) মো. বিল্লাল হোসেন জানান, দণ্ডিত শিহাব, শাকিব ও শামীম প্রধান আপন ভাই।

মামলার অভিযোগপত্র অনুযায়ী, ২০২১ সালের ২৪ মার্চ বিকেলে মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকায় দুই দল কিশোর-তরুণের মধ্যে ঝগড়া ও হাতাহাতির ঘটনা ঘটে। সেই ঘটনার মীমাংসা করতে সেদিন রাতেই স্থানীয়ভাবে সালিস বৈঠকের আয়োজন করা হয়।

কিন্তু সেই সালিসই রূপ নেয় ভয়াবহ রক্তাক্ত সংঘর্ষে। সালিস চলাকালীন সময়ে আসামি সৌরভ, শিহাব ও শামীম প্রধান ছুরিকাঘাত করে তিনজনকে হত্যা করে। নিহতরা হলেন—ইমন হোসেন (২২), সাকিব হোসেন (১৯) ও মিন্টু প্রধান (৪০)।

পরদিন নিহত মিন্টু প্রধানের স্ত্রী খালেদা আক্তার বাদী হয়ে মুন্সীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়।

মামলাটি তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। বিচারকাজ শেষে বৃহস্পতিবার রায় ঘোষণার দিন ট্রাইব্যুনাল আদালত আটজনকে দোষী সাব্যস্ত করেন এবং বাকিদের খালাস দেন।

রায়ের পর বিচার সংশ্লিষ্টরা জানান, সমাজে বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে এ ধরনের দৃষ্টান্তমূলক সাজা অত্যন্ত জরুরি। হত্যার মতো নৃশংস অপরাধে কঠোর শাস্তি অপরাধপ্রবণতা কমাতে সহায়ক হবে বলে আশা করছেন আইনজীবীরা।

মুন্সীগঞ্জের আলোচিত এই হত্যাকাণ্ড দীর্ঘ সময় ধরে আলোচনায় ছিল। শেষ পর্যন্ত ন্যায়বিচার পাওয়া নিহতদের পরিবারের কাছে কিছুটা হলেও স্বস্তির বার্তা নিয়ে এলো আজকের রায়।