বাংলাদেশে বিনিয়োগ ও ভিসা সহজীকরণে আগ্রহী সংযুক্ত আরব আমিরাত

- আপডেট সময় ০৮:০৬:০০ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
- / 4
বাংলাদেশে বাণিজ্যিক বিনিয়োগ এবং ভিসা প্রক্রিয়া সহজ করার মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।
বুধবার (৭ মে) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই আগ্রহের কথা জানান সংযুক্ত আরব আমিরাতের সহাবস্থান ও সহনশীলতা বিষয়ক মন্ত্রী শেখ নাহায়ান বিন মোবারক আল নাহায়ান।
তিনি বলেন, “আমাদের রাষ্ট্রপতির নির্দেশে আমি এখানে এসেছি বাংলাদেশের প্রতি সংহতি জানাতে এবং আমাদের দুই দেশের বন্ধুত্বকে আরও জোরদার করতে। সম্প্রতি দুই দেশের মধ্যে যেসব গঠনমূলক সংলাপ হয়েছে, তা আমাদের কৃতজ্ঞতায় পূর্ণ করেছে। আমরা বিনিয়োগ, ভিসা এবং অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করতে চাই।”
প্রধান উপদেষ্টা ড. ইউনূস ইউএই প্রতিনিধি দলের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “আমরা সবসময়ই সম্পৃক্ততা এবং সহযোগিতাকে স্বাগত জানাই। বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা উন্মুক্ত রয়েছে এবং আমরা তা গ্রহণে প্রস্তুত।”
ভিসা প্রক্রিয়া সহজীকরণের বিষয়টি উল্লেখ করে ড. ইউনূস বলেন, “আপনারা দরজা খোলার জন্য যে ইতিবাচক পদক্ষেপ নিয়েছেন, তার জন্য ধন্যবাদ। তবে এখনও কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে, যা সমাধানের মাধ্যমে সম্পর্ক আরও মজবুত হবে বলে আশা করি।”
এর আগে বুধবার দুপুরে সংযুক্ত আরব আমিরাতের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ঢাকায় পৌঁছায়। প্রতিনিধি দলে ছিলেন ইউএই পররাষ্ট্র প্রতিমন্ত্রী আহমেদ বিন আলী আল সায়েগ, বিনিয়োগ মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি মোহাম্মদ আব্দুল রহমান আল হাওয়ি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তারা।
ঢাকায় অবতরণের পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী প্রতিনিধি দলকে স্বাগত জানান।
উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, মানবসম্পদ রপ্তানি এবং বিনিয়োগ সহযোগিতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। বর্তমান আলোচনা সেই সম্পর্ককে আরও বিস্তৃত ও কার্যকর করার পথে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে বলে আশা করা হচ্ছে।