০৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫
শিরোনাম :
মিশরের সাথে ৩৫ বিলিয়ন ডলারের গ্যাস চুক্তি স্থগিত করল ইসরায়েল সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে জামিন দিয়েছেন হাইকোর্ট জামায়াতসহ ৮ দলের হুঁশিয়ারি,দাবি না মানলে আন্দোলন তীব্র হবে রাউজানে সন্ত্রাসী হামলায় বিএনপির ৫ নেতা-কর্মী গুলিবিদ্ধ চলমান যুদ্ধবিরতিতে হামাসের আরও এক বন্দির মরদেহ হস্তান্তর সেনাবাহিনীর ৫০ শতাংশ সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হবে ২০২৬ সালের শুরুতে ইরানে গুরুত্বপূর্ণ রেলপথ নির্মাণ শুরু করবে রাশিয়া ফিলিপাইনে টাইফুন কালমেগির আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রে কার্গো বিমান দুর্ঘটনায় নিহত কমপক্ষে সাতজন আগামী নির্বাচনে আওয়ামী লীগের থাকার সুযোগ নেই: জামায়াত আমির

ঈদের ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি, অফিস চলবে আগের দুই শনিবার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:১৭:০৯ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • / 91

ছবি সংগৃহীত

 

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ১১ ও ১২ জুন নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন বুধবার (৭ মে) জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উপসচিব মো. কামরুজ্জামান স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে ছুটির পাশাপাশি অফিস খোলা রাখার দিনও নির্ধারণ করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ঈদুল আজহা উপলক্ষে ১১ ও ১২ জুন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ছুটিকালীন সময়ে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি সকল অফিস বন্ধ থাকবে।

বিজ্ঞাপন

তবে দাপ্তরিক কাজের সুবিধার্থে ঈদের আগের দুটি শনিবার—১৭ ও ২৪ মে—সাপ্তাহিক ছুটির দিনেও অফিস খোলা থাকবে। এসব দিনেও সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহে কর্মদিবস হিসেবে কার্যক্রম চলবে।

এছাড়া প্রজ্ঞাপনে স্পষ্টভাবে উল্লেখ করা হয় যে, জরুরি পরিষেবাসমূহ এই ছুটির আওতায় থাকবে না। এর মধ্যে রয়েছে বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানিবিষয়ক সেবা, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট সেবা, ডাক বিভাগ এবং সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা।

হাসপাতাল, জরুরি চিকিৎসা সেবা এবং সংশ্লিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা ছুটির আওতাভুক্ত হবেন না। ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনকারী যানবাহন এবং কর্মীরাও যথারীতি দায়িত্ব পালন করবেন।

এদিকে, ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা বাংলাদেশ ব্যাংক থেকে দেয়া হবে। একইভাবে আদালতের কার্যক্রম চলমান রাখার বিষয়ে সুপ্রিম কোর্ট থেকে নির্দেশনা দেয়া হবে।

পবিত্র ঈদুল আজহাকে ঘিরে জনগণের যাত্রা ও কাজের সুবিধার্থে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে ঈদের প্রস্তুতি ও পরবর্তী কর্মদিবসের মধ্যে ভারসাম্য রক্ষা সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এছাড়া সরকারি নির্দেশনার আলোকে সকল প্রতিষ্ঠানকে যথাসময়ে অফিস কার্যক্রম পরিচালনার আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ঈদের ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি, অফিস চলবে আগের দুই শনিবার

আপডেট সময় ০৬:১৭:০৯ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫

 

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ১১ ও ১২ জুন নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন বুধবার (৭ মে) জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উপসচিব মো. কামরুজ্জামান স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে ছুটির পাশাপাশি অফিস খোলা রাখার দিনও নির্ধারণ করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ঈদুল আজহা উপলক্ষে ১১ ও ১২ জুন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ছুটিকালীন সময়ে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি সকল অফিস বন্ধ থাকবে।

বিজ্ঞাপন

তবে দাপ্তরিক কাজের সুবিধার্থে ঈদের আগের দুটি শনিবার—১৭ ও ২৪ মে—সাপ্তাহিক ছুটির দিনেও অফিস খোলা থাকবে। এসব দিনেও সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহে কর্মদিবস হিসেবে কার্যক্রম চলবে।

এছাড়া প্রজ্ঞাপনে স্পষ্টভাবে উল্লেখ করা হয় যে, জরুরি পরিষেবাসমূহ এই ছুটির আওতায় থাকবে না। এর মধ্যে রয়েছে বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানিবিষয়ক সেবা, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট সেবা, ডাক বিভাগ এবং সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা।

হাসপাতাল, জরুরি চিকিৎসা সেবা এবং সংশ্লিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা ছুটির আওতাভুক্ত হবেন না। ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনকারী যানবাহন এবং কর্মীরাও যথারীতি দায়িত্ব পালন করবেন।

এদিকে, ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা বাংলাদেশ ব্যাংক থেকে দেয়া হবে। একইভাবে আদালতের কার্যক্রম চলমান রাখার বিষয়ে সুপ্রিম কোর্ট থেকে নির্দেশনা দেয়া হবে।

পবিত্র ঈদুল আজহাকে ঘিরে জনগণের যাত্রা ও কাজের সুবিধার্থে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে ঈদের প্রস্তুতি ও পরবর্তী কর্মদিবসের মধ্যে ভারসাম্য রক্ষা সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এছাড়া সরকারি নির্দেশনার আলোকে সকল প্রতিষ্ঠানকে যথাসময়ে অফিস কার্যক্রম পরিচালনার আহ্বান জানানো হয়েছে।