গাজায় ফের ইসরায়েলি হামলায় ৩ শিশুসহ নিহত ১৬

- আপডেট সময় ১১:১৪:০১ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
- / 71
গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় তিন শিশুসহ ১৬ জন নিহত হয়েছেন। রবিবার (৪ মে) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর প্রকাশ করেছে সৌদি ভিত্তিক সংবাদমাধ্যম আরর নিউজ।
গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, উপত্যকার দক্ষিণাঞ্চলের খান ইউনিস গভর্নরেটে একটানা বিমান হামলায় ছয়জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে আল-মাওয়াসির এলাকায় একটি অ্যাপার্টমেন্টে পাঁচজন নিহত হন। নিহতদের মধ্যে দুই বছর বয়সী দুটি শিশুও রয়েছে।
তিনি আরও জানান, একই এলাকার একটি তাঁবুতে চালানো আরেকটি হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সাতজন নারী ও একজন শিশু রয়েছে।
ঘটনার বিষয়ে বার্তা সংস্থা এএফপি ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করে মন্তব্য চাইলে তারা তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া দেয়নি। একজন মুখপাত্র জানিয়েছেন, তারা বিস্তারিত তথ্য সংগ্রহ করছেন।
রবিবার সকালে ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, গত দুই দিনে গাজা উপত্যকার ১০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। তাদের দাবি, সেনারা দক্ষিণাঞ্চলে কয়েকজন ‘সন্ত্রাসী’কে হত্যা করেছে এবং অস্ত্রের গুদাম শনাক্ত করেছে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের সশস্ত্র অভিযানের পর থেকে গাজায় ইসরায়েলের টানা সামরিক অভিযান শুরু হয়। পরবর্তীতে চলতি বছরের শুরুতে উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হলেও তা বেশিদিন স্থায়ী হয়নি। গত ১৮ মার্চ যুদ্ধবিরতি ভেঙে পুনরায় গাজায় অভিযান শুরু করে ইসরায়েল।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৮ মার্চ থেকে আবার শুরু হওয়া অভিযানে এ পর্যন্ত ২ হাজার ৪৩৬ জন নিহত হয়েছেন। এতে করে চলমান যুদ্ধে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ হাজার ৫৩৫ জনে।
এই সহিংসতা ও মৃত্যু মিছিলের মধ্যে দিয়ে গাজাবাসীর মানবিক পরিস্থিতি আরও সংকটময় হয়ে উঠছে। আন্তর্জাতিক মহলে শান্তির আহ্বান থাকলেও এখন পর্যন্ত সংঘাতের কোনো স্থায়ী সমাধান দেখা যাচ্ছে না।