ঢাকা ১১:১৮ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গাজীপুরে নাসির হত্যার ঘটনায় কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেপ্তার চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ: একদিনে ৩২ জন আক্রান্ত ভিয়েতনামে পর্যটকবাহী নৌকা ডুবে ৩৪ জনের মৃত্যু গাজায় অনাহারে ৩৫ দিনের শিশুর মৃত্যু, ইসরায়েলি হামলায় নিহত আরও ১১৬ ২০ বছর কোমায় থাকার পর সৌদির ‘ঘুমন্ত রাজপুত্র’ মারা গেলেন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) নির্বাহী সভা অনুষ্ঠিত ইরানে ধ/র্ষ/ণে/র দায়ে ৩ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর শ্রমিকদের কঠোর পরিশ্রম ও অবদানে দেশ এগিয়ে যাচ্ছে: প্রাণিসম্পদ উপদেষ্টা দুর্নীতির বিরুদ্ধে লড়াই হবে আগামী দিনের লক্ষ্য: জামায়াত আমির মানবাধিকারের পক্ষে থাকুন, ঘেটো বানাবেন না: তথ্য উপদেষ্টা

গাজীপুরের ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:০৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
  • / 36

ছবি সংগৃহীত

 

গাজীপুরের কোনাবাড়ী এলাকায় দেওয়ালিয়াবাড়ী এলাকায় একটি ঝুট গুদামে হঠাৎ করে আগুন লেগে যায়। শনিবার (৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গুদামে আগুন লাগার পর প্রথমে স্থানীয় বাসিন্দারা নিজেরা আগুন নেভানোর চেষ্টা চালান। পরে তারা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেন।

ঘটনাস্থলে উপস্থিত কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম বলেন, “আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ছয়টি ইউনিট নিয়ে ঘটনাস্থলে ছুটে আসি। আমাদের টিম আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখনো আগুন পুরোপুরি নেভেনি, তবে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে।”

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। আগুনে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তাও এখনও নির্ধারণ করা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গুদামে থাকা বিপুল পরিমাণ ঝুট পুড়ে গেছে। ঘটনাস্থলে প্রচুর ধোঁয়া ও উত্তাপ থাকায় দমকলকর্মীদের কাজ করতে বেগ পেতে হচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, স্থানীয়ভাবে এসব ঝুট গুদাম অনেকটাই অনিরাপদ অবস্থায় পরিচালিত হচ্ছে। আগুন লাগার পর দ্রুত ছড়িয়ে পড়ার পেছনে ঝুটের দাহ্যতা বড় ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে।

ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, আগুন যাতে আশপাশের কোনো স্থাপনায় ছড়িয়ে না পড়ে, সেজন্য তারা নিরলসভাবে কাজ করছেন। আগুন নিয়ন্ত্রণে আনতে আরও সময় লাগতে পারে।

ঘটনার পর থেকে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। অনেক স্থানীয় বাসিন্দা তাদের বাসা থেকে বেরিয়ে নিরাপদ স্থানে সরে যান। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে সতর্ক অবস্থানে থাকবে বলে জানিয়েছে প্রশাসন। এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

গাজীপুরের ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

আপডেট সময় ০৩:০৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫

 

গাজীপুরের কোনাবাড়ী এলাকায় দেওয়ালিয়াবাড়ী এলাকায় একটি ঝুট গুদামে হঠাৎ করে আগুন লেগে যায়। শনিবার (৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গুদামে আগুন লাগার পর প্রথমে স্থানীয় বাসিন্দারা নিজেরা আগুন নেভানোর চেষ্টা চালান। পরে তারা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেন।

ঘটনাস্থলে উপস্থিত কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম বলেন, “আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ছয়টি ইউনিট নিয়ে ঘটনাস্থলে ছুটে আসি। আমাদের টিম আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখনো আগুন পুরোপুরি নেভেনি, তবে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে।”

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। আগুনে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তাও এখনও নির্ধারণ করা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গুদামে থাকা বিপুল পরিমাণ ঝুট পুড়ে গেছে। ঘটনাস্থলে প্রচুর ধোঁয়া ও উত্তাপ থাকায় দমকলকর্মীদের কাজ করতে বেগ পেতে হচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, স্থানীয়ভাবে এসব ঝুট গুদাম অনেকটাই অনিরাপদ অবস্থায় পরিচালিত হচ্ছে। আগুন লাগার পর দ্রুত ছড়িয়ে পড়ার পেছনে ঝুটের দাহ্যতা বড় ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে।

ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, আগুন যাতে আশপাশের কোনো স্থাপনায় ছড়িয়ে না পড়ে, সেজন্য তারা নিরলসভাবে কাজ করছেন। আগুন নিয়ন্ত্রণে আনতে আরও সময় লাগতে পারে।

ঘটনার পর থেকে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। অনেক স্থানীয় বাসিন্দা তাদের বাসা থেকে বেরিয়ে নিরাপদ স্থানে সরে যান। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে সতর্ক অবস্থানে থাকবে বলে জানিয়েছে প্রশাসন। এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।