ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গাজীপুরে নাসির হত্যার ঘটনায় কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেপ্তার চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ: একদিনে ৩২ জন আক্রান্ত ভিয়েতনামে পর্যটকবাহী নৌকা ডুবে ৩৪ জনের মৃত্যু গাজায় অনাহারে ৩৫ দিনের শিশুর মৃত্যু, ইসরায়েলি হামলায় নিহত আরও ১১৬ ২০ বছর কোমায় থাকার পর সৌদির ‘ঘুমন্ত রাজপুত্র’ মারা গেলেন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) নির্বাহী সভা অনুষ্ঠিত ইরানে ধ/র্ষ/ণে/র দায়ে ৩ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর শ্রমিকদের কঠোর পরিশ্রম ও অবদানে দেশ এগিয়ে যাচ্ছে: প্রাণিসম্পদ উপদেষ্টা দুর্নীতির বিরুদ্ধে লড়াই হবে আগামী দিনের লক্ষ্য: জামায়াত আমির মানবাধিকারের পক্ষে থাকুন, ঘেটো বানাবেন না: তথ্য উপদেষ্টা

সুন্দরবনে ট্রলারভর্তি হরিণ ধরার ফাঁদ জব্দ, পালিয়েছে শিকারিরা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৩৪:০০ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
  • / 32

ছবি সংগৃহীত

 

সুন্দরবনের জ্ঞানপাড়া এলাকা থেকে হরিণ ধরার ফাঁদ ও একটি ইঞ্জিনচালিত ট্রলার জব্দ করেছে বন বিভাগ। তবে অভিযানের সময় চোরা শিকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

গত শুক্রবার (২ মে) রাত ১২টার দিকে পূর্ব সুন্দরবন বিভাগের জ্ঞানপাড়া টহল ফাঁড়ির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী জানান, দায়িত্ব নেওয়ার পর থেকেই সুন্দরবনে চোরা শিকারিদের দমন করতে ধারাবাহিক বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে জ্ঞানপাড়া মাঝেরচরের পশ্চিম পাড়ে ফরেস্টার আসাদুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানের সময় বন বিভাগের উপস্থিতি টের পেয়ে শিকারিরা ট্রলার ও হরিণ ধরার ফাঁদ ফেলে রেখে বনের গভীরে পালিয়ে যায়। পরে তল্লাশির মাধ্যমে ট্রলার ও আশপাশের এলাকা থেকে ছয় বস্তা হরিণ ধরার ফাঁস, ১০ মণ বরফ এবং একটি ইঞ্জিনচালিত ট্রলার জব্দ করা হয়।

চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা রানা দেব বলেন, “চোরা শিকারিরা পেশাদার চক্রের সদস্য। এদের ধরতে আমরা ধারাবাহিক অভিযান চালিয়ে যাচ্ছি।” তিনি আরও জানান, জব্দকৃত ফাঁদ ও ট্রলার সংক্রান্ত বিষয়ে বন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

তিনি বলেন, “সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা এবং বনজ সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে বন বিভাগ সর্বদা সচেষ্ট। বন্যপ্রাণী নিধনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”

উল্লেখ্য, সুন্দরবন দেশের প্রাকৃতিক ঐতিহ্যের অন্যতম প্রধান অংশ। এখানে নিয়মিত চোরা শিকারিদের দৌরাত্ম্য বন বিভাগের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে সাম্প্রতিক অভিযানে বন বিভাগের তৎপরতা এই সমস্যার মোকাবেলায় আশার আলো দেখাচ্ছে।

 

নিউজটি শেয়ার করুন

সুন্দরবনে ট্রলারভর্তি হরিণ ধরার ফাঁদ জব্দ, পালিয়েছে শিকারিরা

আপডেট সময় ০১:৩৪:০০ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫

 

সুন্দরবনের জ্ঞানপাড়া এলাকা থেকে হরিণ ধরার ফাঁদ ও একটি ইঞ্জিনচালিত ট্রলার জব্দ করেছে বন বিভাগ। তবে অভিযানের সময় চোরা শিকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

গত শুক্রবার (২ মে) রাত ১২টার দিকে পূর্ব সুন্দরবন বিভাগের জ্ঞানপাড়া টহল ফাঁড়ির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী জানান, দায়িত্ব নেওয়ার পর থেকেই সুন্দরবনে চোরা শিকারিদের দমন করতে ধারাবাহিক বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে জ্ঞানপাড়া মাঝেরচরের পশ্চিম পাড়ে ফরেস্টার আসাদুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানের সময় বন বিভাগের উপস্থিতি টের পেয়ে শিকারিরা ট্রলার ও হরিণ ধরার ফাঁদ ফেলে রেখে বনের গভীরে পালিয়ে যায়। পরে তল্লাশির মাধ্যমে ট্রলার ও আশপাশের এলাকা থেকে ছয় বস্তা হরিণ ধরার ফাঁস, ১০ মণ বরফ এবং একটি ইঞ্জিনচালিত ট্রলার জব্দ করা হয়।

চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা রানা দেব বলেন, “চোরা শিকারিরা পেশাদার চক্রের সদস্য। এদের ধরতে আমরা ধারাবাহিক অভিযান চালিয়ে যাচ্ছি।” তিনি আরও জানান, জব্দকৃত ফাঁদ ও ট্রলার সংক্রান্ত বিষয়ে বন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

তিনি বলেন, “সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা এবং বনজ সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে বন বিভাগ সর্বদা সচেষ্ট। বন্যপ্রাণী নিধনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”

উল্লেখ্য, সুন্দরবন দেশের প্রাকৃতিক ঐতিহ্যের অন্যতম প্রধান অংশ। এখানে নিয়মিত চোরা শিকারিদের দৌরাত্ম্য বন বিভাগের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে সাম্প্রতিক অভিযানে বন বিভাগের তৎপরতা এই সমস্যার মোকাবেলায় আশার আলো দেখাচ্ছে।