ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, বুধবার, ০৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
তরুণদের অংশগ্রহণে সংকট কাটিয়ে উঠবে বাংলাদেশ: অধ্যাপক ইউনূস সাইবার নিরাপত্তা আইন পুনর্গঠন: বাতিল ৯টি ধারা, গেজেট আসছে শিগগিরই সমতা ভিত্তিক বাংলাদেশ গঠনে নারীর পাশে দাঁড়ানোর বিকল্প নেই: মহিলা ও শিশু উপদেষ্টা স্কুলশিক্ষার্থীকে চাঁদপুরে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩ ইটভাটার বিষে ঝরছে সোনালি ধান, বিপাকে পাবনার কৃষক পার্লামেন্টে প্রথম ধাপেই ব্যর্থ ফ্রেডরিখ মেৎস, জার্মান রাজনীতিতে অনিশ্চয়তা তরুণদের এআই ও প্রযুক্তিতে দক্ষ করে গড়বে অন্তর্বর্তী সরকার: আসিফ মাহমুদ কুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো উপকূলে নৌকা ডুবে ৩ জনের মৃত্যু, নিখোঁজ আরো ৭ জন ভবন নির্মাণে নিরাপত্তা ও পরিবেশবান্ধবতার ওপর জোর বাড়াতে হবে: গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা

সৌদি উৎসবে আজ মঞ্চ মাতাবেন নগরবাউল জেমস ও বাংলাদেশের শিল্পীরা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৩৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
  • / 8

ছবি সংগৃহীত

 

সৌদি আরবের দাম্মামে অনুষ্ঠিত আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব ‘পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড’-এর তৃতীয় দিনে বাংলাদেশের প্রখ্যাত রক সংগীতশিল্পী নগরবাউল জেমস সঙ্গীত পরিবেশন করবেন আজ শনিবার (২ মে) রাত ৯টায়। সৌদি সরকারের ‘ভিশন ২০৩০’ এর অংশ হিসেবে চার দিনব্যাপী এই উৎসব আয়োজন করা হয়েছে, যেখানে বিভিন্ন দেশের সংস্কৃতি, সংগীত ও ঐতিহ্য তুলে ধরা হচ্ছে।

বাংলাদেশের প্রতিনিধি হিসেবে আজকের আয়োজনে জেমস ছাড়াও পারফর্ম করবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বিউটি খান, আক্তার রিয়া, আকাশ মাহমুদ এবং ডিজে সাফা। এরই মধ্যে উৎসবের প্রথম দিনে মঞ্চ মাতিয়েছেন কনা ও আকাশ মাহমুদ। দ্বিতীয় দিন সংগীত পরিবেশন করেন ইমরান মাহমুদুল, মুহাম্মদ মিলন ও আয়শা জেবিন দিপা। চতুর্থ ও শেষ দিনে পরিবেশন করবেন মিলা, আরমান আলিফ ও বিউটি খান।

এর আগে এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় নগরবাউল জেমস বলেন, “সৌদি সরকারের আমন্ত্রণে দ্বিতীয়বার গান গাইতে যাচ্ছি। এটি আমার জন্য একদিকে গর্বের, অন্যদিকে সম্মানেরও। দেশের গান ও সংস্কৃতিকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরতে পারা সব সময়ই বিশেষ অনুভূতি জাগায়।”

উৎসবটিতে অংশ নিচ্ছে বাংলাদেশ ছাড়াও ভারত, সুদান ও ফিলিপাইনসহ আরও কয়েকটি দেশ। তারা প্রতিটি নিজেদের সংগীত, নৃত্য এবং ঐতিহ্যবাহী উপস্থাপনার মাধ্যমে বিশ্ব সংস্কৃতিকে তুলে ধরছে। আয়োজকরা জানিয়েছেন, জেমস আগামী ৯ মে জেদ্দায় আরও একটি কনসার্টে অংশ নেবেন।

সৌদি আরবের সংস্কৃতি মন্ত্রণালয়ের সরাসরি তত্ত্বাবধানে আয়োজিত এ উৎসব বিশ্ব সংস্কৃতিকে এক প্ল্যাটফর্মে একত্রিত করার প্রয়াসে পরিচালিত হচ্ছে। এতে অংশগ্রহণকারী প্রতিটি দেশের শিল্পীরা নিজ নিজ সংস্কৃতিকে গর্বের সাথে উপস্থাপন করছেন। বাংলাদেশের শিল্পীদের এই অংশগ্রহণ আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলা সংগীতের গ্রহণযোগ্যতা ও অবস্থানকে আরও শক্তিশালী করছে।

এই আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মাঝেও আনন্দ ও গর্বের আবহ তৈরি করেছে। তারা দেশের শিল্পীদের আন্তর্জাতিক মঞ্চে পারফর্ম করতে দেখে উচ্ছ্বসিত ও অনুপ্রাণিত।

নিউজটি শেয়ার করুন

সৌদি উৎসবে আজ মঞ্চ মাতাবেন নগরবাউল জেমস ও বাংলাদেশের শিল্পীরা

আপডেট সময় ১২:৩৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫

 

সৌদি আরবের দাম্মামে অনুষ্ঠিত আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব ‘পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড’-এর তৃতীয় দিনে বাংলাদেশের প্রখ্যাত রক সংগীতশিল্পী নগরবাউল জেমস সঙ্গীত পরিবেশন করবেন আজ শনিবার (২ মে) রাত ৯টায়। সৌদি সরকারের ‘ভিশন ২০৩০’ এর অংশ হিসেবে চার দিনব্যাপী এই উৎসব আয়োজন করা হয়েছে, যেখানে বিভিন্ন দেশের সংস্কৃতি, সংগীত ও ঐতিহ্য তুলে ধরা হচ্ছে।

বাংলাদেশের প্রতিনিধি হিসেবে আজকের আয়োজনে জেমস ছাড়াও পারফর্ম করবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বিউটি খান, আক্তার রিয়া, আকাশ মাহমুদ এবং ডিজে সাফা। এরই মধ্যে উৎসবের প্রথম দিনে মঞ্চ মাতিয়েছেন কনা ও আকাশ মাহমুদ। দ্বিতীয় দিন সংগীত পরিবেশন করেন ইমরান মাহমুদুল, মুহাম্মদ মিলন ও আয়শা জেবিন দিপা। চতুর্থ ও শেষ দিনে পরিবেশন করবেন মিলা, আরমান আলিফ ও বিউটি খান।

এর আগে এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় নগরবাউল জেমস বলেন, “সৌদি সরকারের আমন্ত্রণে দ্বিতীয়বার গান গাইতে যাচ্ছি। এটি আমার জন্য একদিকে গর্বের, অন্যদিকে সম্মানেরও। দেশের গান ও সংস্কৃতিকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরতে পারা সব সময়ই বিশেষ অনুভূতি জাগায়।”

উৎসবটিতে অংশ নিচ্ছে বাংলাদেশ ছাড়াও ভারত, সুদান ও ফিলিপাইনসহ আরও কয়েকটি দেশ। তারা প্রতিটি নিজেদের সংগীত, নৃত্য এবং ঐতিহ্যবাহী উপস্থাপনার মাধ্যমে বিশ্ব সংস্কৃতিকে তুলে ধরছে। আয়োজকরা জানিয়েছেন, জেমস আগামী ৯ মে জেদ্দায় আরও একটি কনসার্টে অংশ নেবেন।

সৌদি আরবের সংস্কৃতি মন্ত্রণালয়ের সরাসরি তত্ত্বাবধানে আয়োজিত এ উৎসব বিশ্ব সংস্কৃতিকে এক প্ল্যাটফর্মে একত্রিত করার প্রয়াসে পরিচালিত হচ্ছে। এতে অংশগ্রহণকারী প্রতিটি দেশের শিল্পীরা নিজ নিজ সংস্কৃতিকে গর্বের সাথে উপস্থাপন করছেন। বাংলাদেশের শিল্পীদের এই অংশগ্রহণ আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলা সংগীতের গ্রহণযোগ্যতা ও অবস্থানকে আরও শক্তিশালী করছে।

এই আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মাঝেও আনন্দ ও গর্বের আবহ তৈরি করেছে। তারা দেশের শিল্পীদের আন্তর্জাতিক মঞ্চে পারফর্ম করতে দেখে উচ্ছ্বসিত ও অনুপ্রাণিত।