০৮:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।

জুনেই রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিল দলের দায়িত্ব নিবেন আনচেলত্তি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৫৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
  • / 68

ছবি সংগৃহীত

 

কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল কোপা দেল রের ফাইনালই নাকি নির্ধারণ করবে কার্লো আনচেলত্তির রিয়াল মাদ্রিদ ভবিষ্যৎ। স্পেনসহ ইউরোপের একাধিক গণমাধ্যম দাবি করেছিল, ফাইনালে পরাজিত হলে চাকরি হারাতে পারেন এই ইতালিয়ান কোচ। আর সেই সুযোগ কাজে লাগাতে মুখিয়ে ছিল ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ফলে সবার নজর ছিল কোপা দেল রের ফাইনালে।

এবার নিউইয়র্কভিত্তিক ক্রীড়া ওয়েবসাইট ‘দ্য অ্যাথলেটিক’ এক বিস্ফোরক তথ্য প্রকাশ করেছে। তাদের প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি জুনেই রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছেড়ে ব্রাজিল জাতীয় দলের কোচ হচ্ছেন কার্লো আনচেলত্তি। সূত্রের বরাতে বলা হচ্ছে, আনচেলত্তি ড্রেসিং রুমে খেলোয়াড়দের ইতিমধ্যেই নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, আনচেলত্তি ডিসেম্বর ২০২৩-এ রিয়ালের সাথে ২০২৬ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছিলেন। তবে দ্য অ্যাথলেটিকের দাবি, তিনি আগেই সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেছেন। নতুন দায়িত্বে আনচেলত্তি সিবিএফের সাথে এক বছরের জন্য চুক্তিবদ্ধ হবেন, যার মেয়াদ থাকবে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত।

এদিকে, বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফাব্রিজিও রোমানোও নিশ্চিত করেছেন, জুনের শুরুতেই ব্রাজিল জাতীয় দলের ডাগআউটে দেখা যাবে আনচেলত্তিকে। আগামী ৪ জুন কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়েই সেলেসাও অধ্যায়ে আনচেলত্তির অভিষেক হতে পারে।

জানা গেছে, আনচেলত্তিকে আনতে কোচিং ইতিহাসের রেকর্ড ভেঙে বিশাল অঙ্কের পারিশ্রমিক দিতে চলেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। যদিও ঠিক কত টাকার চুক্তি হয়েছে, তা এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

সব কিছু এখন নির্ভর করছে রিয়াল মাদ্রিদ কবে আনচেলত্তির বিদায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে। তবে ফুটবল বিশ্ব ইতোমধ্যেই প্রস্তুত আরেকটি যুগান্তকারী অধ্যায়ের সাক্ষী হতে।

নিউজটি শেয়ার করুন

জুনেই রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিল দলের দায়িত্ব নিবেন আনচেলত্তি

আপডেট সময় ১২:৫৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

 

কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল কোপা দেল রের ফাইনালই নাকি নির্ধারণ করবে কার্লো আনচেলত্তির রিয়াল মাদ্রিদ ভবিষ্যৎ। স্পেনসহ ইউরোপের একাধিক গণমাধ্যম দাবি করেছিল, ফাইনালে পরাজিত হলে চাকরি হারাতে পারেন এই ইতালিয়ান কোচ। আর সেই সুযোগ কাজে লাগাতে মুখিয়ে ছিল ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ফলে সবার নজর ছিল কোপা দেল রের ফাইনালে।

এবার নিউইয়র্কভিত্তিক ক্রীড়া ওয়েবসাইট ‘দ্য অ্যাথলেটিক’ এক বিস্ফোরক তথ্য প্রকাশ করেছে। তাদের প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি জুনেই রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছেড়ে ব্রাজিল জাতীয় দলের কোচ হচ্ছেন কার্লো আনচেলত্তি। সূত্রের বরাতে বলা হচ্ছে, আনচেলত্তি ড্রেসিং রুমে খেলোয়াড়দের ইতিমধ্যেই নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, আনচেলত্তি ডিসেম্বর ২০২৩-এ রিয়ালের সাথে ২০২৬ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছিলেন। তবে দ্য অ্যাথলেটিকের দাবি, তিনি আগেই সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেছেন। নতুন দায়িত্বে আনচেলত্তি সিবিএফের সাথে এক বছরের জন্য চুক্তিবদ্ধ হবেন, যার মেয়াদ থাকবে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত।

এদিকে, বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফাব্রিজিও রোমানোও নিশ্চিত করেছেন, জুনের শুরুতেই ব্রাজিল জাতীয় দলের ডাগআউটে দেখা যাবে আনচেলত্তিকে। আগামী ৪ জুন কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়েই সেলেসাও অধ্যায়ে আনচেলত্তির অভিষেক হতে পারে।

জানা গেছে, আনচেলত্তিকে আনতে কোচিং ইতিহাসের রেকর্ড ভেঙে বিশাল অঙ্কের পারিশ্রমিক দিতে চলেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। যদিও ঠিক কত টাকার চুক্তি হয়েছে, তা এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

সব কিছু এখন নির্ভর করছে রিয়াল মাদ্রিদ কবে আনচেলত্তির বিদায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে। তবে ফুটবল বিশ্ব ইতোমধ্যেই প্রস্তুত আরেকটি যুগান্তকারী অধ্যায়ের সাক্ষী হতে।