গাজায় ইসরায়েলি হামলায় একদিনেই নিহত ৫৩, আহত শতাধিক

- আপডেট সময় ১১:৩৮:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
- / 25
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। রোববার একদিনেই অন্তত ৫৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও শতাধিক। সোমবার (২৮ এপ্রিল) এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রোববার গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় ৫৩ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া সোমবার ভোরে আরও ১৭ জন ফিলিস্তিনি নিহত হন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছেন অনেকে, যাদের চিকিৎসা চলছে গাজার বিভিন্ন হাসপাতালে। এক বিবৃতিতে জানানো হয়, নতুন করে আহত হওয়া ১১৫ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। সংঘাত শুরুর পর থেকে আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৭ হাজার ৬৩৯ জনে।
চিকিৎসা কর্মকর্তারা জানিয়েছেন, বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। রাস্তায় পড়ে থাকা অনেক লাশও উদ্ধার করা সম্ভব হয়নি উদ্ধারকারীদের পক্ষে।
গাজায় ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট নিহতের সংখ্যা ৫২ হাজার ২০০ ছাড়িয়েছে। গত ১৫ মাস ধরে চলা ইসরায়েলি সামরিক অভিযানে গাজা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। আন্তর্জাতিক চাপের মুখে চলতি বছরের ১৯ জানুয়ারি ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। এতে গাজায় প্রায় দুই মাস শান্তি বজায় ছিল। কিন্তু ১৮ মার্চ সেই যুদ্ধবিরতি ভেঙে পুনরায় হামলা শুরু করে ইসরায়েল। এরপর থেকে নতুন করে ২১৫১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েলের লাগাতার বর্বর হামলায় গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। গাজার অধিকাংশ অবকাঠামো ধ্বংসপ্রাপ্ত বা ক্ষতিগ্রস্ত হয়েছে। স্কুল, হাসপাতাল, বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ সব স্থাপনাই আজ ধ্বংসের মুখে।
অবরুদ্ধ এই উপত্যকায় মানবিক বিপর্যয় দিন দিন আরও ভয়াবহ রূপ নিচ্ছে। খাবার, পানি, ওষুধের অভাবে মানুষ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন গাজাবাসী।