ঢাকা ০৭:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কেমিক্যাল বিস্ফোরণে দগ্ধ ৩ শ্রমিক, ভর্তি বার্ন ইনস্টিটিউটে ভারতের কোচ হওয়ার ইচ্ছা জানালেন জাভি হার্নান্দেজ ভক্তদের জন্য উপহার, আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক “মিরপুরের উইকেট নিয়ে লিটনের ভিন্ন সুর” আগামী আগস্ট থেকে সিরিয়ায় গ্যাস সরবরাহ করবে আজারবাইজান, তুরস্ক হবে ট্রানজিট পথ তুরস্কের ইউরোফাইটার চুক্তিতে অস্বস্তিতে ইসরায়েল: “গেমচেঞ্জার না হলেও মাথাব্যথা” ওমান সাগরে উত্তেজনা: ইরানি হেলিকপ্টারের হুঁশিয়ারিতে পথ বদলালো মার্কিন যুদ্ধজাহাজ বাগেরহাটে লোকালয়ে ঢুকে পড়া বিশাল অজগর উদ্ধার গাজায় যুদ্ধবিরতির আহ্বান, ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণা দিলেন ম্যাক্রোঁ থানার ভেতরে ছুরিকাঘাত, গাইবান্ধার এএসআই গুরুতর আহত”

ঝিনাইদহ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৫৬:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
  • / 48

ছবি সংগৃহীত

 

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন বলে জানা গেছে। রবিবার (২৭ এপ্রিল) ভোররাতে উপজেলার ভারতীয় সীমান্তসংলগ্ন মধুপুর এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত যুবকদের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- মহেশপুর উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা আবুল কালামের ছেলে মোহাম্মদ মিকাইল (২২) এবং একই গ্রামের হানিফ আলীর ছেলে মো. ওবায়দুল (২৩)।

এ বিষয়ে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা বিষয়টি নিশ্চিত করে জানান, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে দুই যুবক নিহত হয়েছেন বলে স্থানীয়দের কাছ থেকে খবর পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন।

এ ঘটনার পর থেকে সীমান্ত এলাকার বাসিন্দাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। নিহতদের পরিবারের সদস্যরা তাদের সন্তানদের এভাবে হারিয়ে শোকাহত। এলাকাবাসী এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

এদিকে, বিষয়টি নিয়ে সীমান্ত এলাকার আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে এবং ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিহতদের মরদেহ স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। স্থানীয় সূত্র জানায়, ভোররাতে মধুপুর সীমান্তে বিএসএফ সদস্যদের গুলিতে এই দুই যুবক ঘটনাস্থলেই নিহত হন।

উল্লেখ্য, সীমান্ত এলাকায় মাঝে মধ্যেই বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনা ঘটে, যা দুই দেশের কূটনৈতিক মহলে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

নিউজটি শেয়ার করুন

ঝিনাইদহ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত

আপডেট সময় ১১:৫৬:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

 

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন বলে জানা গেছে। রবিবার (২৭ এপ্রিল) ভোররাতে উপজেলার ভারতীয় সীমান্তসংলগ্ন মধুপুর এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত যুবকদের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- মহেশপুর উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা আবুল কালামের ছেলে মোহাম্মদ মিকাইল (২২) এবং একই গ্রামের হানিফ আলীর ছেলে মো. ওবায়দুল (২৩)।

এ বিষয়ে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা বিষয়টি নিশ্চিত করে জানান, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে দুই যুবক নিহত হয়েছেন বলে স্থানীয়দের কাছ থেকে খবর পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন।

এ ঘটনার পর থেকে সীমান্ত এলাকার বাসিন্দাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। নিহতদের পরিবারের সদস্যরা তাদের সন্তানদের এভাবে হারিয়ে শোকাহত। এলাকাবাসী এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

এদিকে, বিষয়টি নিয়ে সীমান্ত এলাকার আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে এবং ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিহতদের মরদেহ স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। স্থানীয় সূত্র জানায়, ভোররাতে মধুপুর সীমান্তে বিএসএফ সদস্যদের গুলিতে এই দুই যুবক ঘটনাস্থলেই নিহত হন।

উল্লেখ্য, সীমান্ত এলাকায় মাঝে মধ্যেই বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনা ঘটে, যা দুই দেশের কূটনৈতিক মহলে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।