আজাদ কাশ্মীরে সতর্কতা জারি, অভিযোগের তীর ভারতের দিকে

- আপডেট সময় ১০:৪৩:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
- / 30
কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর ভয়াবহ হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় প্রতিবেশী পাকিস্তানের প্রত্যক্ষ মদদ রয়েছে বলে অভিযোগ তুলেছে ভারত। ইতোমধ্যে পাল্টাপাল্টি অবস্থান নেওয়ায় দুই পরমাণু শক্তিধর দেশের কূটনৈতিক সম্পর্ক চরম অবনতির দিকে যাচ্ছে। বাড়ছে ফের যুদ্ধাবস্থার আশঙ্কা। এমন উত্তেজনার মধ্যেই পাকিস্তান-নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের প্রধান নদী ঝিলামে হঠাৎ পানি প্রবাহ বেড়ে মাঝারি মাত্রার বন্যা দেখা দিয়েছে। এ ঘটনায় ইসলামাবাদ সরাসরি নয়াদিল্লিকে দোষারোপ করছে।
শনিবার (২৬ এপ্রিল) মুজাফফরাবাদের বিভাগীয় প্রশাসন এক বিবৃতিতে জানায়, ঝিলাম নদীতে ভারত স্বাভাবিকের তুলনায় বেশি পানি ছাড়ায় হঠাৎ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রশাসনের মুখপাত্র বলেন, ‘ঝিলামে অতিরিক্ত পানি ছাড়ার ফলে বন্যা দেখা দিয়েছে, যা আমাদের জন্য উদ্বেগজনক।’ খবর প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।
পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম দুনিয়া নিউজ জানায়, ভারত পাকিস্তানকে না জানিয়ে ঝিলাম নদীতে অতিরিক্ত পানি ছেড়েছে। এর ফলে নদীর পানি হু হু করে বেড়ে যায় এবং নদীতীরবর্তী অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় মসজিদগুলো থেকে মাইকিং করে বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। এই পানি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের অনন্তনাগ অঞ্চল থেকে পাকিস্তানের চাকোঠি দিয়ে প্রবেশ করছে।
ঝিলাম নদী, যা সিন্ধু নদের একটি উপনদী, দুই দেশের মধ্যে বিদ্যমান পানি চুক্তির কেন্দ্রবিন্দুতে রয়েছে। এর আগে ভারত পাকিস্তানের সঙ্গে থাকা সিন্ধু নদের পানি চুক্তি স্থগিত করে এবং হুমকি দেয় যে, পাকিস্তানকে সিন্ধুর এক ফোঁটা পানিও দেওয়া হবে না। পাকিস্তান পাল্টা হুঁশিয়ারি উচ্চারণ করে জানায়, সিন্ধুর প্রবাহ আটকানোর চেষ্টা করা হলে তা যুদ্ধ ঘোষণার শামিল বলে বিবেচিত হবে এবং প্রয়োজনীয় সামরিক ব্যবস্থা নেওয়া হবে।
এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যে পাকিস্তান পিপলস পার্টির নেতা বিলাওয়াল ভুট্টো কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘সিন্ধু দিয়ে বা তো পানি বইবে, না হয় বইবে ভারতীয়দের রক্ত।’
ভারত-পাকিস্তান সীমান্তে এমন উত্তেজনা আবারও নতুন করে যুদ্ধের শঙ্কা বাড়িয়ে তুলেছে।