০৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
শিরোনাম :
নতুন ফাঁস হওয়া নথিতে ইসরায়েলের সঙ্গে অ্যামাজন ও গুগলের গোপন চুক্তি উন্মোচিত তাইওয়ানে প্রথমবারের মতো প্রো ইসরাইলি লবি AIPAC প্রতিনিধিদলের সফর প্রবল বর্ষণে নিউইয়র্ক ও নিউ জার্সির রাস্তাঘাট প্লাবিত, যানবাহন ডুবে গেছে পানিতে নিরাপত্তা হুমকিতে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ‘পারমাণবিক অস্ত্রে সজ্জিত এক দখলদার দানব’ — যুক্তরাষ্ট্রকে কটাক্ষ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর যুদ্ধবিরতি বজায় রাখতে সম্মত পাকিস্তান-আফগানিস্তান, তুরস্ক-কাতারের মধ্যস্থতায় সমঝোতা প্রথম উড্ডয়ন সম্পন্ন করল নাসার নীরব সুপারসনিক জেট X-59 ‘হ্যাঁ’–‘না’ পোস্টে তোলপাড় সোশ্যাল মিডিয়া ইবতেদায়ী শিক্ষকদের মিছিল ছত্রভঙ্গ করে দিলো পুলিশ জুলাই সনদে সাইন করে ভুল করেছেন, এখন কাফফারা দিন: বিএনপিকে নাসীরুদ্দীন

শ্রীনগরে ধান কাটার কার্যক্রম উদ্বোধন করলেন কৃষি উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:১৬:২৬ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
  • / 44

ছবি সংগৃহীত

 

আড়িয়াল বিলের প্রাকৃতিক বৈচিত্র্য যেন বিনষ্ট না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার (২৬ এপ্রিল) বিকেলে মুন্সীগঞ্জের শ্রীনগরের শ্রীধরপুর এলাকায় আড়িয়াল বিলের ধান কাটার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। উদ্বোধনের অংশ হিসেবে তিনি নিজেই ধান কেটে মাড়াই কার্যক্রমের সূচনা করেন।

কৃষি উপদেষ্টা আরও জানান, আড়িয়াল বিলকে কেন্দ্র করে স্থানীয় খালগুলো পুনরায় খননের উদ্যোগ নেওয়া হবে। এতে করে কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি এলাকার পরিবেশও সংরক্ষিত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বিজ্ঞাপন

তিনি বলেন, “আড়িয়াল বিলে অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটা কঠোরভাবে বন্ধ করা হবে। যারা এর সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

এ সময় কৃষকের ধানের ন্যায্য মূল্য প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “সরকার নির্ধারিত ৩৬ টাকা কেজি দরে কৃষকের ধান কেনা সম্ভব হচ্ছে না, যা অত্যন্ত দুঃখজনক। দুর্নীতি বন্ধ করা ছাড়া এই সমস্যার সমাধান সম্ভব নয়। দুর্নীতি বন্ধ হলে কৃষকও বাঁচবে, দেশও স্বনির্ভর হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার, জেলা কৃষি কর্মকর্তা বিপ্লব কুমার মোহন্তসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কৃষি উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন, সরকারি উদ্যোগ এবং জনসচেতনতা বাড়ালে আড়িয়াল বিলের কৃষি ও পরিবেশ উভয়ই সুরক্ষিত থাকবে।

নিউজটি শেয়ার করুন

শ্রীনগরে ধান কাটার কার্যক্রম উদ্বোধন করলেন কৃষি উপদেষ্টা

আপডেট সময় ০৮:১৬:২৬ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

 

আড়িয়াল বিলের প্রাকৃতিক বৈচিত্র্য যেন বিনষ্ট না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার (২৬ এপ্রিল) বিকেলে মুন্সীগঞ্জের শ্রীনগরের শ্রীধরপুর এলাকায় আড়িয়াল বিলের ধান কাটার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। উদ্বোধনের অংশ হিসেবে তিনি নিজেই ধান কেটে মাড়াই কার্যক্রমের সূচনা করেন।

কৃষি উপদেষ্টা আরও জানান, আড়িয়াল বিলকে কেন্দ্র করে স্থানীয় খালগুলো পুনরায় খননের উদ্যোগ নেওয়া হবে। এতে করে কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি এলাকার পরিবেশও সংরক্ষিত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বিজ্ঞাপন

তিনি বলেন, “আড়িয়াল বিলে অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটা কঠোরভাবে বন্ধ করা হবে। যারা এর সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

এ সময় কৃষকের ধানের ন্যায্য মূল্য প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “সরকার নির্ধারিত ৩৬ টাকা কেজি দরে কৃষকের ধান কেনা সম্ভব হচ্ছে না, যা অত্যন্ত দুঃখজনক। দুর্নীতি বন্ধ করা ছাড়া এই সমস্যার সমাধান সম্ভব নয়। দুর্নীতি বন্ধ হলে কৃষকও বাঁচবে, দেশও স্বনির্ভর হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার, জেলা কৃষি কর্মকর্তা বিপ্লব কুমার মোহন্তসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কৃষি উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন, সরকারি উদ্যোগ এবং জনসচেতনতা বাড়ালে আড়িয়াল বিলের কৃষি ও পরিবেশ উভয়ই সুরক্ষিত থাকবে।