প্রিমিয়ার লিগের টিকিট: হামজাদের কাঁদালো বার্নলি

- আপডেট সময় ১১:৫৩:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
- / 28
ইংলিশ প্রিমিয়ার লিগে সরাসরি জায়গা করে নিতে শেফিল্ড ইউনাইটেডকে গতকাল জিততেই হতো। কিন্তু হামজা চৌধুরীর দল ইংলিশ চ্যাম্পিয়নশিপে মুখ থুবড়ে পড়েছে। বার্নলি শেফিল্ডকে ২-১ গোলে হারিয়ে সরাসরি প্রিমিয়ার লিগে উঠে গেছে।
৪৬ ম্যাচের লিগে বার্নলি ৪৪ ম্যাচ শেষে ৯৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে, লিডসও সমান পয়েন্টে শীর্ষে আছে কিন্তু গোল ব্যবধানে এগিয়ে। শেফিল্ডের পয়েন্ট ৮৬, এবং ২ পয়েন্ট না কাটলে তাদের সরাসরি প্রিমিয়ার লিগে খেলার সম্ভাবনা থাকত। এখন বাকি দুই ম্যাচ জিতলেও ৯২ পয়েন্টের বেশি পাওয়ার সম্ভাবনা নেই।
টার্ফ মুরে বার্নলির বিপক্ষে শেফিল্ডের একাদশে ৯০ মিনিট খেলা হামজা চৌধুরী ২৮ মিনিটে দলের প্রথম গোল খায়। বার্নলি মিডফিল্ডার জশ ব্রাউনহিল গোল করে স্বাগতিকদের আনন্দ দেয়। শেফিল্ড গোলরক্ষক মাইকেল কুপার প্রথম শট ফিরিয়ে দেয়, তবে ব্রাউনহিল ফিরতি শটে গোল করে।
শেফিল্ড সমতায় ফিরতে ৩৭ মিনিটে টমাস ক্যাননের গোলের মাধ্যমে সফল হয়। তবে বার্নলি আবারও এগিয়ে যায় ৪৪ মিনিটে পেনাল্টি থেকে ব্রাউনহিলের গোলের মাধ্যমে। প্রথমার্ধে তিনটি গোলই হয়েছে এবং শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্নলি।
শেফিল্ডের এখনও প্রিমিয়ার লিগে ওঠার সুযোগ রয়েছে। নকআউট প্লে-অফে তাদের দুই ম্যাচ জিততে হবে, যার প্রতিপক্ষ এখনো নির্ধারিত হয়নি। চ্যাম্পিয়নশিপে হামজাদের পরবর্তী ম্যাচ স্টোক সিটির বিরুদ্ধে। ২৫ এপ্রিল বাংলাদেশ সময় রাত ১টায় বেট ৩৬৫ স্টেডিয়ামে শেফিল্ড-স্টোক সিটি মুখোমুখি হবে, এবং ৩ মে ঘরের মাঠ ব্রামাল লেনে ব্ল্যাকবার্ন রোভার্সের বিরুদ্ধে খেলবে।