১২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
শিরোনাম :
বিএনপি ক্ষমতায় গেলে আমলাদের দায়িত্ব কমিয়ে আনা হবে: আমীর খসরু শাপলা দেওয়ার সুযোগ নেই, অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি: ইসি সচিব হানিফসহ ৪ জনের অভিযোগ গঠন নিয়ে শুনানি আজ পারমাণবিক চালিত আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষার ঘোষণা পুতিনের নিজামী-মীর কাসেম-সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল ২০২৩ সাল থেকে ইসরায়েলের যুদ্ধের খরচ দাঁড়িয়েছে প্রায় ৫৯ থেকে ৬৭ বিলিয়ন ডলার। মার্কিন সেনা ও সিআইএ এজেন্টদের বহিষ্কারের চিন্তা কলম্বিয়া প্রেসিডেন্ট পেত্রোর পেন্টাগনের বড় চুক্তি পেল ট্রাম্পের ছেলের ড্রোন কোম্পানি কেন ট্রাম্প-পুতিনের বুদাপেস্ট বৈঠক বাতিল হলো? হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি

পাকিস্তানের কাছে পরাজয়ে বিশ্বকাপ খেলার কঠিন সমীকরণে বাংলাদেশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৫৪:০৭ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
  • / 84

ছবি সংগৃহীত

 

টানা তিন ম্যাচে দুর্দান্ত জয়ে বিশ্বকাপের দুয়ার প্রায় ছুঁয়ে ফেলেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। মাত্র একটি জয় দরকার ছিল বিশ্বকাপে নাম লেখাতে। কিন্তু শেষ দুই ম্যাচে হারের ফলে সেই স্বপ্ন যেন চোখের সামনে এসেই হারিয়ে গেল। ওয়েস্ট ইন্ডিজের পর এবার পাকিস্তানের কাছেও হার মানতে হলো নিগার সুলতানাদের।

শনিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে হেরে গেছে টাইগ্রেসরা। টস জিতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১৭৮ রান করতে পারে বাংলাদেশ। জবাবে পাকিস্তান ৬২ বল হাতে রেখে জয় তুলে নেয়।

বিজ্ঞাপন

এই হারে ৫ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে বাংলাদেশ। অন্যদিকে, ৪ ম্যাচে ৪ পয়েন্ট পাওয়া ওয়েস্ট ইন্ডিজ যদি তাদের শেষ ম্যাচে থাইল্যান্ডকে হারায়, তাহলে বাংলাদেশের সঙ্গে সমান পয়েন্ট নিয়ে রান রেটের হিসেব হবে। সেক্ষেত্রে বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য নির্ধারিত হবে ওয়েস্ট ইন্ডিজ-থাইল্যান্ড ম্যাচের ফলাফলের ওপর।

১৭৯ রানের লক্ষ্যে খেলতে নামা পাকিস্তান ইনিংসের দ্বিতীয় বলেই উইকেট হারায়। মারুফা আক্তারের বলে ফেরেন শাওয়াল জুলফিকার। তবে এরপর টাইগ্রেসদের কোনো পরিকল্পনাই কাজে আসেনি। ওপেনার মুনিবা আলী ও সিদরা আমিন গড়ে তোলেন ৮০ রানের দারুণ জুটি। ৫২ বলে ৩৭ রান করে সিদরা আউট হন রাবেয়া খানের বলে।

তবে তৃতীয় উইকেট জুটিতে আবারও ম্যাচে ফেরার সুযোগ হাতছাড়া হয় বাংলাদেশের। মুনিবা আলী ও আলিয়া রিয়াজ ৭৪ রান যোগ করে দলকে জয়ের পথে এগিয়ে নেন। ৯৩ বলে ৬৯ রান করেন মুনিবা। এরপর আলিয়া ও নাতালিয়া পারভেজ সহজেই বাকিটুকু শেষ করেন।

আলিয়া ৬৫ বলে ৫২ রানে অপরাজিত থাকেন, নাতালিয়া করেন ২৬ বলে ১৩ রান।

এর আগে বাংলাদেশের ব্যাটিং ছিল বেশ হতাশাজনক। ২১ রানের মাথায় ৩ উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়ে দল। শারমিনের ২৪ ও রিতু মনির ৪৮ রানের ইনিংস কিছুটা আশা দেখালেও তা যথেষ্ট ছিল না। ফাহিমা খাতুন অপরাজিত থাকেন ৪৪ রানে।

পাকিস্তানের পক্ষে সাদিয়া ইকবাল নেন ৩টি উইকেট, ফাতিমা সানা ও দিয়ানা বেগ ঝুলিতে পুরেন ২টি করে উইকেট।

বিশ্বকাপের মূল পর্বে খেলবে কিনা, এখন সেই সিদ্ধান্ত বাংলাদেশের হাতে নয়। টাইগ্রেসদের এখন তাকিয়ে থাকতে হবে অন্যদের ফলাফলের দিকে।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

পাকিস্তানের কাছে পরাজয়ে বিশ্বকাপ খেলার কঠিন সমীকরণে বাংলাদেশ

আপডেট সময় ০৭:৫৪:০৭ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

 

টানা তিন ম্যাচে দুর্দান্ত জয়ে বিশ্বকাপের দুয়ার প্রায় ছুঁয়ে ফেলেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। মাত্র একটি জয় দরকার ছিল বিশ্বকাপে নাম লেখাতে। কিন্তু শেষ দুই ম্যাচে হারের ফলে সেই স্বপ্ন যেন চোখের সামনে এসেই হারিয়ে গেল। ওয়েস্ট ইন্ডিজের পর এবার পাকিস্তানের কাছেও হার মানতে হলো নিগার সুলতানাদের।

শনিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে হেরে গেছে টাইগ্রেসরা। টস জিতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১৭৮ রান করতে পারে বাংলাদেশ। জবাবে পাকিস্তান ৬২ বল হাতে রেখে জয় তুলে নেয়।

বিজ্ঞাপন

এই হারে ৫ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে বাংলাদেশ। অন্যদিকে, ৪ ম্যাচে ৪ পয়েন্ট পাওয়া ওয়েস্ট ইন্ডিজ যদি তাদের শেষ ম্যাচে থাইল্যান্ডকে হারায়, তাহলে বাংলাদেশের সঙ্গে সমান পয়েন্ট নিয়ে রান রেটের হিসেব হবে। সেক্ষেত্রে বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য নির্ধারিত হবে ওয়েস্ট ইন্ডিজ-থাইল্যান্ড ম্যাচের ফলাফলের ওপর।

১৭৯ রানের লক্ষ্যে খেলতে নামা পাকিস্তান ইনিংসের দ্বিতীয় বলেই উইকেট হারায়। মারুফা আক্তারের বলে ফেরেন শাওয়াল জুলফিকার। তবে এরপর টাইগ্রেসদের কোনো পরিকল্পনাই কাজে আসেনি। ওপেনার মুনিবা আলী ও সিদরা আমিন গড়ে তোলেন ৮০ রানের দারুণ জুটি। ৫২ বলে ৩৭ রান করে সিদরা আউট হন রাবেয়া খানের বলে।

তবে তৃতীয় উইকেট জুটিতে আবারও ম্যাচে ফেরার সুযোগ হাতছাড়া হয় বাংলাদেশের। মুনিবা আলী ও আলিয়া রিয়াজ ৭৪ রান যোগ করে দলকে জয়ের পথে এগিয়ে নেন। ৯৩ বলে ৬৯ রান করেন মুনিবা। এরপর আলিয়া ও নাতালিয়া পারভেজ সহজেই বাকিটুকু শেষ করেন।

আলিয়া ৬৫ বলে ৫২ রানে অপরাজিত থাকেন, নাতালিয়া করেন ২৬ বলে ১৩ রান।

এর আগে বাংলাদেশের ব্যাটিং ছিল বেশ হতাশাজনক। ২১ রানের মাথায় ৩ উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়ে দল। শারমিনের ২৪ ও রিতু মনির ৪৮ রানের ইনিংস কিছুটা আশা দেখালেও তা যথেষ্ট ছিল না। ফাহিমা খাতুন অপরাজিত থাকেন ৪৪ রানে।

পাকিস্তানের পক্ষে সাদিয়া ইকবাল নেন ৩টি উইকেট, ফাতিমা সানা ও দিয়ানা বেগ ঝুলিতে পুরেন ২টি করে উইকেট।

বিশ্বকাপের মূল পর্বে খেলবে কিনা, এখন সেই সিদ্ধান্ত বাংলাদেশের হাতে নয়। টাইগ্রেসদের এখন তাকিয়ে থাকতে হবে অন্যদের ফলাফলের দিকে।