ঢাকা ০৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আওয়ামী লীগের মিছিল রুখতে পুলিশকে কঠোর নির্দেশনা: স্বরাষ্ট্র উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৪৫:০২ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
  • / 49

ছবি সংগৃহীত

 

 

আওয়ামী লীগের নেতাকর্মীদের হঠাৎ মিছিল এবং পুনরায় রাজপথে সক্রিয় হওয়ার চেষ্টাকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। এসব মিছিল ঠেকাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১৯ এপ্রিল) সকালে ঢাকা বিমানবন্দর থানা পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি জানান, সম্প্রতি রাজধানীর বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা হঠাৎ ঝটিকা মিছিল করেছে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকিস্বরূপ। ইতোমধ্যে দুজনকে আটক করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের মিছিল ঠেকাতে পুলিশকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে ক্ষমতা হারানো আওয়ামী লীগ এখন আবার রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। এ দলকে রাজনীতিতে নিষিদ্ধ করার দাবি উঠেছে এবং তাদের বিরুদ্ধে জুলাই মাসের গণহত্যার বিচারও দাবি করছে সাধারণ মানুষ। শুক্রবার উত্তরাসহ কয়েকটি জায়গায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভও হয়েছে।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে আমরা সচেষ্ট। কোনো দল বা গোষ্ঠী যদি অশান্তি সৃষ্টির চেষ্টা করে, আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশ সদস্যদের বদলির পরও পূর্বের কর্মস্থলে অবস্থান করা নিয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “যদি নির্দিষ্ট তথ্য পাওয়া যায়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।” তবে তিনি এও বলেন, পরিবারের সঙ্গে দূরত্বের কারণে পুলিশ সদস্যরা ছুটির সুবিধা থেকে বঞ্চিত হন। তাই নিচের পর্যায়ের সদস্যদের নিজেদের বিভাগেই রাখার চিন্তা করা হচ্ছে।

থানাগুলোর অবকাঠামো ও সদস্যদের থাকা-খাওয়ার মান উন্নয়নের জন্যই তিনি সরেজমিন পরিদর্শন করছেন বলেও জানান উপদেষ্টা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের শৈথিল্য বরদাস্ত করা হবে না। আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা আরও কার্যকর করতে সকল স্তরে নজরদারি বাড়ানোর কথাও উঠে এসেছে।

নিউজটি শেয়ার করুন

আওয়ামী লীগের মিছিল রুখতে পুলিশকে কঠোর নির্দেশনা: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০২:৪৫:০২ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

 

 

আওয়ামী লীগের নেতাকর্মীদের হঠাৎ মিছিল এবং পুনরায় রাজপথে সক্রিয় হওয়ার চেষ্টাকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। এসব মিছিল ঠেকাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১৯ এপ্রিল) সকালে ঢাকা বিমানবন্দর থানা পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি জানান, সম্প্রতি রাজধানীর বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা হঠাৎ ঝটিকা মিছিল করেছে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকিস্বরূপ। ইতোমধ্যে দুজনকে আটক করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের মিছিল ঠেকাতে পুলিশকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে ক্ষমতা হারানো আওয়ামী লীগ এখন আবার রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। এ দলকে রাজনীতিতে নিষিদ্ধ করার দাবি উঠেছে এবং তাদের বিরুদ্ধে জুলাই মাসের গণহত্যার বিচারও দাবি করছে সাধারণ মানুষ। শুক্রবার উত্তরাসহ কয়েকটি জায়গায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভও হয়েছে।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে আমরা সচেষ্ট। কোনো দল বা গোষ্ঠী যদি অশান্তি সৃষ্টির চেষ্টা করে, আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশ সদস্যদের বদলির পরও পূর্বের কর্মস্থলে অবস্থান করা নিয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “যদি নির্দিষ্ট তথ্য পাওয়া যায়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।” তবে তিনি এও বলেন, পরিবারের সঙ্গে দূরত্বের কারণে পুলিশ সদস্যরা ছুটির সুবিধা থেকে বঞ্চিত হন। তাই নিচের পর্যায়ের সদস্যদের নিজেদের বিভাগেই রাখার চিন্তা করা হচ্ছে।

থানাগুলোর অবকাঠামো ও সদস্যদের থাকা-খাওয়ার মান উন্নয়নের জন্যই তিনি সরেজমিন পরিদর্শন করছেন বলেও জানান উপদেষ্টা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের শৈথিল্য বরদাস্ত করা হবে না। আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা আরও কার্যকর করতে সকল স্তরে নজরদারি বাড়ানোর কথাও উঠে এসেছে।