ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ব্রিটেন পরিকল্পিতভাবে সামুদ্রিক দুর্ঘটনা ঘটাতে চায়: দাবি রুশ গোয়েন্দা সংস্থার জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন প্রধান উপদেষ্টা, শহীদদের ‘জাতীয় বীর’ ঘোষণা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বর্ষপূর্তিতে তিনদিনব্যাপী আয়োজন ছাত্রশিবিরের খাগড়াছড়িতে কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১ ৫ আগস্ট ইতিহাস কথা বলে জুলাই শহীদদের আত্মত্যাগই হবে আগামীর বাংলাদেশ রুপরেখা : ড. ইউনূস ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ অনুষ্ঠানে বিএনপির শীর্ষ নেতাদের অংশগ্রহণ কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট খুলবে মঙ্গলবার, বন্দর কর্তৃপক্ষের সতর্কবার্তা ৩৬ জুলাই স্মরণে টেলিটকের বিশেষ অফার সাজিদ হত্যার ইস্যুতে পরিবারের মামলা

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আজ শনিবার বৈঠকে বসছে এনসিপি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:১৩:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
  • / 29

ছবি সংগৃহীত

 

 

রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামীকাল শনিবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসছে। বৈঠকটি অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ ভবনের এলডি হলে, সকাল সাড়ে ১০টায়।

শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন। তিনি জানান, শনিবার সকালেই জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে এনসিপির একটি প্রতিনিধি দল অংশ নেবে এই গুরুত্বপূর্ণ বৈঠকে।
দলীয় সূত্রে জানা গেছে, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল এই সংলাপে অংশ নেবে। প্রতিনিধি দলে দলের নীতিনির্ধারক পর্যায়ের একাধিক সদস্য থাকবেন বলে জানা গেছে।

জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে ধারাবাহিকভাবে আলোচনা চালিয়ে যাচ্ছে কমিশন। এই ধারাবাহিকতায় এনসিপির সঙ্গে শনিবারের বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গণতান্ত্রিক পরিমণ্ডলে একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক ভবিষ্যৎ গঠনে রাজনৈতিক দলগুলোর সক্রিয় অংশগ্রহণ ও আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার উদ্যোগ ইতিবাচক বার্তা বহন করছে। এনসিপির মতো উদীয়মান রাজনৈতিক দলগুলোরও এই প্রক্রিয়ায় অংশগ্রহণ দেশের রাজনৈতিক পরিমণ্ডলে একটি স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক ধারার প্রতিফলন।

উল্লেখ্য, জাতীয় ঐকমত্য কমিশন ইতোমধ্যেই কয়েকটি বড় রাজনৈতিক দলের সঙ্গে প্রাথমিক বৈঠক সম্পন্ন করেছে। এখন পর্যায়ক্রমে আরও দলগুলোর সঙ্গে সংলাপের সূচি রয়েছে।

রাজনৈতিক অঙ্গনে চলমান সংলাপের এই ধারা কতটা ফলপ্রসূ হবে, তা সময়ই বলে দেবে। তবে সংশ্লিষ্টরা মনে করছেন, অন্তত আলোচনার এই টেবিলেই খোঁজা যেতে পারে দেশের আগামী দিনের রাজনৈতিক সমঝোতার পথ।

নিউজটি শেয়ার করুন

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আজ শনিবার বৈঠকে বসছে এনসিপি

আপডেট সময় ১০:১৩:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

 

 

রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামীকাল শনিবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসছে। বৈঠকটি অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ ভবনের এলডি হলে, সকাল সাড়ে ১০টায়।

শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন। তিনি জানান, শনিবার সকালেই জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে এনসিপির একটি প্রতিনিধি দল অংশ নেবে এই গুরুত্বপূর্ণ বৈঠকে।
দলীয় সূত্রে জানা গেছে, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল এই সংলাপে অংশ নেবে। প্রতিনিধি দলে দলের নীতিনির্ধারক পর্যায়ের একাধিক সদস্য থাকবেন বলে জানা গেছে।

জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে ধারাবাহিকভাবে আলোচনা চালিয়ে যাচ্ছে কমিশন। এই ধারাবাহিকতায় এনসিপির সঙ্গে শনিবারের বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গণতান্ত্রিক পরিমণ্ডলে একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক ভবিষ্যৎ গঠনে রাজনৈতিক দলগুলোর সক্রিয় অংশগ্রহণ ও আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার উদ্যোগ ইতিবাচক বার্তা বহন করছে। এনসিপির মতো উদীয়মান রাজনৈতিক দলগুলোরও এই প্রক্রিয়ায় অংশগ্রহণ দেশের রাজনৈতিক পরিমণ্ডলে একটি স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক ধারার প্রতিফলন।

উল্লেখ্য, জাতীয় ঐকমত্য কমিশন ইতোমধ্যেই কয়েকটি বড় রাজনৈতিক দলের সঙ্গে প্রাথমিক বৈঠক সম্পন্ন করেছে। এখন পর্যায়ক্রমে আরও দলগুলোর সঙ্গে সংলাপের সূচি রয়েছে।

রাজনৈতিক অঙ্গনে চলমান সংলাপের এই ধারা কতটা ফলপ্রসূ হবে, তা সময়ই বলে দেবে। তবে সংশ্লিষ্টরা মনে করছেন, অন্তত আলোচনার এই টেবিলেই খোঁজা যেতে পারে দেশের আগামী দিনের রাজনৈতিক সমঝোতার পথ।