০২:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
শিরোনাম :
বিএনপি ক্ষমতায় গেলে আমলাদের দায়িত্ব কমিয়ে আনা হবে: আমীর খসরু শাপলা দেওয়ার সুযোগ নেই, অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি: ইসি সচিব হানিফসহ ৪ জনের অভিযোগ গঠন নিয়ে শুনানি আজ পারমাণবিক চালিত আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষার ঘোষণা পুতিনের নিজামী-মীর কাসেম-সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল ২০২৩ সাল থেকে ইসরায়েলের যুদ্ধের খরচ দাঁড়িয়েছে প্রায় ৫৯ থেকে ৬৭ বিলিয়ন ডলার। মার্কিন সেনা ও সিআইএ এজেন্টদের বহিষ্কারের চিন্তা কলম্বিয়া প্রেসিডেন্ট পেত্রোর পেন্টাগনের বড় চুক্তি পেল ট্রাম্পের ছেলের ড্রোন কোম্পানি কেন ট্রাম্প-পুতিনের বুদাপেস্ট বৈঠক বাতিল হলো? হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি

তালেবান আর সন্ত্রাসী গোষ্ঠী নয়, রায় দিল রাশিয়া

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৪৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
  • / 128

ছবি সংগৃহীত

 

আফগানিস্তানের তালেবান গোষ্ঠীকে নিষিদ্ধ ‘সন্ত্রাসী গোষ্ঠীর’ তালিকা থেকে বাদ দিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার রুশ সুপ্রিম কোর্টের এক রায়ে তালেবানের ওপর দুই দশকের বেশি সময় ধরে চলা নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। রায় কার্যকর হয়েছে তাৎক্ষণিকভাবে।

এই পদক্ষেপের ফলে তালেবান শাসিত আফগানিস্তানের সঙ্গে রাশিয়ার স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক গড়ার পথ খুলে গেল। যদিও এখনও পর্যন্ত তালেবান সরকারকে কোনো দেশই আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি, তবে রাশিয়া ধীরে ধীরে গোষ্ঠীটির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে।

বিজ্ঞাপন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত বছর বলেছিলেন, তালেবান এখন সন্ত্রাসবিরোধী যুদ্ধে রাশিয়ার মিত্র হিসেবে কাজ করছে।

রাশিয়া ২০০৩ সালে তালেবানকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করেছিল। তবে সাম্প্রতিক সময়ে আফগানিস্তানসহ মধ্যপ্রাচ্যে ইসলামিক জঙ্গিগোষ্ঠীগুলোর হুমকি মোকাবেলায় রাশিয়া তালেবানের সহযোগিতা প্রয়োজন বলে মনে করছে।

২০২৪ সালের মার্চে মস্কোর বাইরের একটি কনসার্ট হলে ইসলামিক স্টেটের (আইএস) হামলায় ১৪৫ জন নিহত হওয়ার পর নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। রুশ গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, হামলার পেছনে ছিল আইএসের আফগান শাখা আইএসআইএসকে।

তালেবান দাবি করেছে, তারা আফগানিস্তানে আইএস নির্মূলে কাজ করছে। তবে পশ্চিমা দেশগুলো বলছে, তালেবানের নারী অধিকার লঙ্ঘনের কারণে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার পথ এখনও বন্ধ।

তালেবান নারীদের স্কুল-কলেজে যাওয়া বন্ধ করে দিয়েছে, পাশাপাশি পুরুষ অভিভাবক ছাড়া বাইরে চলাফেরার ওপরও কঠোর নিষেধাজ্ঞা জারি রেখেছে।

নিউজটি শেয়ার করুন

তালেবান আর সন্ত্রাসী গোষ্ঠী নয়, রায় দিল রাশিয়া

আপডেট সময় ০৪:৪৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

 

আফগানিস্তানের তালেবান গোষ্ঠীকে নিষিদ্ধ ‘সন্ত্রাসী গোষ্ঠীর’ তালিকা থেকে বাদ দিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার রুশ সুপ্রিম কোর্টের এক রায়ে তালেবানের ওপর দুই দশকের বেশি সময় ধরে চলা নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। রায় কার্যকর হয়েছে তাৎক্ষণিকভাবে।

এই পদক্ষেপের ফলে তালেবান শাসিত আফগানিস্তানের সঙ্গে রাশিয়ার স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক গড়ার পথ খুলে গেল। যদিও এখনও পর্যন্ত তালেবান সরকারকে কোনো দেশই আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি, তবে রাশিয়া ধীরে ধীরে গোষ্ঠীটির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে।

বিজ্ঞাপন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত বছর বলেছিলেন, তালেবান এখন সন্ত্রাসবিরোধী যুদ্ধে রাশিয়ার মিত্র হিসেবে কাজ করছে।

রাশিয়া ২০০৩ সালে তালেবানকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করেছিল। তবে সাম্প্রতিক সময়ে আফগানিস্তানসহ মধ্যপ্রাচ্যে ইসলামিক জঙ্গিগোষ্ঠীগুলোর হুমকি মোকাবেলায় রাশিয়া তালেবানের সহযোগিতা প্রয়োজন বলে মনে করছে।

২০২৪ সালের মার্চে মস্কোর বাইরের একটি কনসার্ট হলে ইসলামিক স্টেটের (আইএস) হামলায় ১৪৫ জন নিহত হওয়ার পর নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। রুশ গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, হামলার পেছনে ছিল আইএসের আফগান শাখা আইএসআইএসকে।

তালেবান দাবি করেছে, তারা আফগানিস্তানে আইএস নির্মূলে কাজ করছে। তবে পশ্চিমা দেশগুলো বলছে, তালেবানের নারী অধিকার লঙ্ঘনের কারণে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার পথ এখনও বন্ধ।

তালেবান নারীদের স্কুল-কলেজে যাওয়া বন্ধ করে দিয়েছে, পাশাপাশি পুরুষ অভিভাবক ছাড়া বাইরে চলাফেরার ওপরও কঠোর নিষেধাজ্ঞা জারি রেখেছে।