ঢাকা ১১:২৩ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো ভারতীয় আগরবাতি আমদানি ক্ষয়ক্ষতি এড়াতে চেয়েছিলেন ক্যাপ্টেন তৌকির, লড়েছেন শেষ পর্যন্ত উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: হতাহতের খবর এখনও মেলেনি ইতালির প্রধানমন্ত্রী ঢাকায় আসছেন: অভিবাসন বিষয়ক বৈঠক হবে বিশেষ গুরুত্বের সাথে ফার্মগেট স্টেশনে মেট্রোরেল আটকে যাওয়ার পর ফের চালু সাজিদের মৃত্যুর ঘটনায় ইবি প্রশাসনের সংবাদ সম্মেলন, তদন্তে শিক্ষার্থী অন্তর্ভুক্তির আশ্বাস ইকুয়েডরে ভয়াবহ সংঘর্ষ: পিকআপ ট্রাক ও এসইউভিতে নিহত ৯ ৪৮তম বিশেষ বিসিএস: ৫২০৬ জন উত্তীর্ণ ইসরায়েলি সেনার গুলিতে নিহত ৬৭ ফিলিস্তিনি: ত্রাণ নিতে আসার সময় ঘটে এ ঘটনা গাজীপুরে নাসির হত্যার ঘটনায় কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেপ্তার

সুনির্দিষ্ট নয়, খালেদা জিয়ার সঙ্গে কেবল সাধারণ আলোচনা হয়েছে: জামায়াতের আমির

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৫৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
  • / 52

ছবি সংগৃহীত

 

লন্ডনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে কেবল সাধারণ ও সৌজন্য আলোচনা হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান। তিনি বলেন, কোনো নির্দিষ্ট রাজনৈতিক এজেন্ডা নিয়ে নয়, বরং নানা বিষয়ে স্বাভাবিক আলাপ হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। ইউরোপ ও যুক্তরাজ্যে ১১ দিনের সফর শেষে দেশে ফিরে এই আয়োজনে অংশ নেন তিনি। অনুষ্ঠানে আরও জানানো হয়, সফরকালে লন্ডনে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে তিনি ও দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাক্ষাৎ করেন।

ড. শফিকুর রহমান বলেন, “বেগম খালেদা জিয়া ব্যক্তিগতভাবে যেমন নিপীড়নের শিকার, তেমনি বিএনপিও রাষ্ট্রীয় দমন-পীড়নের শিকার। আমরা আগেই চিন্তা করেছিলাম, তাঁর সঙ্গে দেখা করব। যেকোনো কারণে সেটা বাংলাদেশে থাকতে সম্ভব হয়নি। পরে ইউরোপ সফরের সময় যুক্তরাজ্যে গিয়েই দেখা করি।”

তিনি জানান, মূল উদ্দেশ্য ছিল খালেদা জিয়ার খোঁজখবর নেওয়া। যেহেতু তিনি তাঁর ছেলের বাসায় ছিলেন, স্বাভাবিকভাবেই তারেক রহমানও সেখানে উপস্থিত ছিলেন। এই সাক্ষাতে রাজনৈতিক আলাপ-আলোচনার প্রসঙ্গ এড়ানো সম্ভব নয় জানিয়ে তিনি বলেন, “নির্বাচন, বিচারপ্রক্রিয়া বা ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাধারণ আলোচনা হয়েছে, তবে কোনো নির্দিষ্ট পরিকল্পনা হয়নি।”

জামায়াত আমির মতভেদ এবং মতবিরোধের পার্থক্য স্পষ্ট করেন। বলেন, “রাজনীতিতে ভিন্নমত থাকবে, তবে সেটি যেন বিভেদের জায়গায় না যায়। সম্মান ও পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকা জরুরি।”

ইউরোপীয় ইউনিয়নের আমন্ত্রণে ব্রাসেলস সফরের প্রসঙ্গে তিনি বলেন, “সেখানে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। আওয়ামী লীগ সরকারের ভূমিকা ও দেশের বাস্তবতা সম্পর্কে আমরা জানিয়েছি। শহীদ পরিবার ও আন্দোলনের পরিণতি এখনও জাতিকে ব্যথিত করে রেখেছে। পুরো জাতি এক ধরনের ট্রমার মধ্যে আছে।”

আওয়ামী লীগের অধীনে হওয়া নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, “তিনটি নির্বাচন তারা করেছে, কিন্তু সেগুলো বিশ্বাসযোগ্যতা পায়নি। এমনকি তাদের নিজের সমর্থকরাও ভোট দিতে যায়নি। বাস্তবতা হলো, এই মুহূর্তে দেশের মানুষ আওয়ামী লীগের প্রতি আস্থা রাখতে পারছে না।”

তিনি বলেন, “বাস্তবতাকে মেনে নিতে হবে, আর সেটাই আমরা বিদেশিদের জানিয়েছি।”

নিউজটি শেয়ার করুন

সুনির্দিষ্ট নয়, খালেদা জিয়ার সঙ্গে কেবল সাধারণ আলোচনা হয়েছে: জামায়াতের আমির

আপডেট সময় ০৭:৫৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫

 

লন্ডনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে কেবল সাধারণ ও সৌজন্য আলোচনা হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান। তিনি বলেন, কোনো নির্দিষ্ট রাজনৈতিক এজেন্ডা নিয়ে নয়, বরং নানা বিষয়ে স্বাভাবিক আলাপ হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। ইউরোপ ও যুক্তরাজ্যে ১১ দিনের সফর শেষে দেশে ফিরে এই আয়োজনে অংশ নেন তিনি। অনুষ্ঠানে আরও জানানো হয়, সফরকালে লন্ডনে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে তিনি ও দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাক্ষাৎ করেন।

ড. শফিকুর রহমান বলেন, “বেগম খালেদা জিয়া ব্যক্তিগতভাবে যেমন নিপীড়নের শিকার, তেমনি বিএনপিও রাষ্ট্রীয় দমন-পীড়নের শিকার। আমরা আগেই চিন্তা করেছিলাম, তাঁর সঙ্গে দেখা করব। যেকোনো কারণে সেটা বাংলাদেশে থাকতে সম্ভব হয়নি। পরে ইউরোপ সফরের সময় যুক্তরাজ্যে গিয়েই দেখা করি।”

তিনি জানান, মূল উদ্দেশ্য ছিল খালেদা জিয়ার খোঁজখবর নেওয়া। যেহেতু তিনি তাঁর ছেলের বাসায় ছিলেন, স্বাভাবিকভাবেই তারেক রহমানও সেখানে উপস্থিত ছিলেন। এই সাক্ষাতে রাজনৈতিক আলাপ-আলোচনার প্রসঙ্গ এড়ানো সম্ভব নয় জানিয়ে তিনি বলেন, “নির্বাচন, বিচারপ্রক্রিয়া বা ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাধারণ আলোচনা হয়েছে, তবে কোনো নির্দিষ্ট পরিকল্পনা হয়নি।”

জামায়াত আমির মতভেদ এবং মতবিরোধের পার্থক্য স্পষ্ট করেন। বলেন, “রাজনীতিতে ভিন্নমত থাকবে, তবে সেটি যেন বিভেদের জায়গায় না যায়। সম্মান ও পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকা জরুরি।”

ইউরোপীয় ইউনিয়নের আমন্ত্রণে ব্রাসেলস সফরের প্রসঙ্গে তিনি বলেন, “সেখানে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। আওয়ামী লীগ সরকারের ভূমিকা ও দেশের বাস্তবতা সম্পর্কে আমরা জানিয়েছি। শহীদ পরিবার ও আন্দোলনের পরিণতি এখনও জাতিকে ব্যথিত করে রেখেছে। পুরো জাতি এক ধরনের ট্রমার মধ্যে আছে।”

আওয়ামী লীগের অধীনে হওয়া নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, “তিনটি নির্বাচন তারা করেছে, কিন্তু সেগুলো বিশ্বাসযোগ্যতা পায়নি। এমনকি তাদের নিজের সমর্থকরাও ভোট দিতে যায়নি। বাস্তবতা হলো, এই মুহূর্তে দেশের মানুষ আওয়ামী লীগের প্রতি আস্থা রাখতে পারছে না।”

তিনি বলেন, “বাস্তবতাকে মেনে নিতে হবে, আর সেটাই আমরা বিদেশিদের জানিয়েছি।”