০৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

রোমে ইরান-যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা পারমাণবিক আলোচনা, মধ্যস্থতায় আবার ওমান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৩৩:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
  • / 45

ছবি সংগৃহীত

 

পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার উচ্চপর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী সপ্তাহেই। আলোচনার ভেন্যু হিসেবে নির্ধারিত হয়েছে ইতালির রাজধানী রোম। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ঘোষণায় এই তথ্য জানানো হয়েছে।

ঘোষণায় বলা হয়, এই গুরুত্বপূর্ণ বৈঠকে মধ্যস্থতাকারীর দায়িত্ব পালন করবে ওমান, যেভাবে আগের দফার আলোচনাতেও মাসকটে মধ্যস্থতা করেছিল দেশটি। ওমানের পররাষ্ট্রমন্ত্রী সরাসরি আলোচনায় অংশ নিয়ে দুই দেশের মধ্যে সমঝোতা গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এদিকে, ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ভাইস-প্রেসিডেন্টের পদত্যাগপত্রে স্বাক্ষর করার পরপরই এ আলোচনার বিষয়টি সামনে আসে। ইরানের সাবেক ভাইস প্রেসিডেন্ট ২০১৫ সাল থেকে পরাশক্তি দেশগুলোর সঙ্গে পারমাণবিক আলোচনার নেতৃত্ব দিয়ে আসছিলেন।

রাফায়েল গ্রোসি, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রধান, তেহরানে সফর করেছেন বুধবার। তার এই সফরের মূল উদ্দেশ্য ছিল ইরান তাদের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর আইএইএর পর্যবেক্ষণ ক্ষমতা কতটুকু দেবে, সে বিষয়ে সরাসরি আলোচনায় যাওয়া।

বিশ্লেষকরা মনে করছেন, রোমে অনুষ্ঠিতব্য এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ। কারণ, ইরান এর আগেই ঘোষণা দিয়েছে যে, তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এমন পর্যায়ে নিয়ে গেছে যা পারমাণবিক অস্ত্র তৈরির পথে একটি বড় অগ্রগতি।

এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর সম্ভাব্য বিমান হামলার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। যদিও মার্কিন প্রশাসনের বর্তমান অবস্থান কিছুটা নরমভাবাপন্ন হলেও সামরিক বিকল্পের বিষয়টি পুরোপুরি নাকচও করা হয়নি।

বিশ্ব রাজনীতির চোখ এখন রোমের দিকেই। কারণ এই আলোচনা শুধু ইরান-যুক্তরাষ্ট্র নয়, বরং গোটা মধ্যপ্রাচ্যের কৌশলগত ভারসাম্য এবং বিশ্বশান্তির ওপরও সরাসরি প্রভাব ফেলবে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

আগামী শনিবার অনুষ্ঠিতব্য বৈঠকে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সমঝোতার দিকে, না আরও সংঘাতের আশঙ্কা তৈরি হয় সেটিই এখন দেখার বিষয়। 

নিউজটি শেয়ার করুন

রোমে ইরান-যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা পারমাণবিক আলোচনা, মধ্যস্থতায় আবার ওমান

আপডেট সময় ১০:৩৩:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫

 

পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার উচ্চপর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী সপ্তাহেই। আলোচনার ভেন্যু হিসেবে নির্ধারিত হয়েছে ইতালির রাজধানী রোম। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ঘোষণায় এই তথ্য জানানো হয়েছে।

ঘোষণায় বলা হয়, এই গুরুত্বপূর্ণ বৈঠকে মধ্যস্থতাকারীর দায়িত্ব পালন করবে ওমান, যেভাবে আগের দফার আলোচনাতেও মাসকটে মধ্যস্থতা করেছিল দেশটি। ওমানের পররাষ্ট্রমন্ত্রী সরাসরি আলোচনায় অংশ নিয়ে দুই দেশের মধ্যে সমঝোতা গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এদিকে, ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ভাইস-প্রেসিডেন্টের পদত্যাগপত্রে স্বাক্ষর করার পরপরই এ আলোচনার বিষয়টি সামনে আসে। ইরানের সাবেক ভাইস প্রেসিডেন্ট ২০১৫ সাল থেকে পরাশক্তি দেশগুলোর সঙ্গে পারমাণবিক আলোচনার নেতৃত্ব দিয়ে আসছিলেন।

রাফায়েল গ্রোসি, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রধান, তেহরানে সফর করেছেন বুধবার। তার এই সফরের মূল উদ্দেশ্য ছিল ইরান তাদের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর আইএইএর পর্যবেক্ষণ ক্ষমতা কতটুকু দেবে, সে বিষয়ে সরাসরি আলোচনায় যাওয়া।

বিশ্লেষকরা মনে করছেন, রোমে অনুষ্ঠিতব্য এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ। কারণ, ইরান এর আগেই ঘোষণা দিয়েছে যে, তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এমন পর্যায়ে নিয়ে গেছে যা পারমাণবিক অস্ত্র তৈরির পথে একটি বড় অগ্রগতি।

এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর সম্ভাব্য বিমান হামলার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। যদিও মার্কিন প্রশাসনের বর্তমান অবস্থান কিছুটা নরমভাবাপন্ন হলেও সামরিক বিকল্পের বিষয়টি পুরোপুরি নাকচও করা হয়নি।

বিশ্ব রাজনীতির চোখ এখন রোমের দিকেই। কারণ এই আলোচনা শুধু ইরান-যুক্তরাষ্ট্র নয়, বরং গোটা মধ্যপ্রাচ্যের কৌশলগত ভারসাম্য এবং বিশ্বশান্তির ওপরও সরাসরি প্রভাব ফেলবে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

আগামী শনিবার অনুষ্ঠিতব্য বৈঠকে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সমঝোতার দিকে, না আরও সংঘাতের আশঙ্কা তৈরি হয় সেটিই এখন দেখার বিষয়।