ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নির্বাচন করলে তফসিলের আগেই উপদেষ্টার পদ ছেড়ে দেব: আসিফ মাহমুদ রাজনীতি থেকে মাইনাস হবে, যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে: সালাহউদ্দিন ইউক্রেন যুদ্ধ সমাধানে ফিলিস্তিনের পশ্চিম তীর মডেলের প্রস্তাব ডিএমপি আবারো রাজধানীর বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে যান চলাচল বন্ধ, যমুনা সেতুতে শিক্ষার্থীদের ব্লকেড ঢাকা-খুলনা মহাসড়কে বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ইউক্রেনের ক্ষেপণাস্ত্র কারখানায় রাশিয়ার হামলা নির্বাচন ফেব্রুয়ারি মাস যেন ক্রস না করে : শামসুজ্জামান দুদু ভোলাগঞ্জে সাদা পাথর লুট: দায়ীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট, শুনানি ১৭ আগস্ট ত্রিদেশীয় জয় শেষে ইংল্যান্ড সফরে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল

‘মার্চ ফর গাজা’য় মিলবে বিনামূল্যে চিকিৎসা সেবা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৪৫:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
  • / 41

ছবি সংগৃহীত

 

ঢাকায় আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির মাধ্যমে গাজার নিপীড়িত মানুষের প্রতি সংহতি জানাতে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি মেডিকেল ইউনিট গঠন করা হয়েছে। এই ইউনিট দিনব্যাপী অংশগ্রহণকারীদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করবে। পুরো কার্যক্রমে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের চিকিৎসকরা অংশ নেবেন।

শুক্রবার (১১ এপ্রিল) ন্যাশনাল ডক্টরস ফোরামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, গাজাবাসীর প্রতি সহমর্মিতা জানাতে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির জন্য রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ১০টি জরুরি সেবা বুথ স্থাপন করা হবে। প্রতিটি বুথে ১৫-২০ জনের একটি দল কাজ করবে, যেখানে চিকিৎসক, নার্স ও প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকরা থাকবেন।

এই বুথগুলোতে প্রাথমিক চিকিৎসার পাশাপাশি সরবরাহ থাকবে বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধ। অংশগ্রহণকারীরা বিনামূল্যে রক্তচাপ ও গ্লুকোজ পরীক্ষা করানোর সুযোগ পাবেন। জরুরি অবস্থায় রোগী দ্রুত চিকিৎসা কেন্দ্র বা হাসপাতালে স্থানান্তরের জন্য ৬টি অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকবে।

ন্যাশনাল ডক্টরস ফোরামের এক মুখপাত্র জানান, যারা রাজপথে গাজার মানুষের সহায়তায় অংশ নিচ্ছেন, তাদের যেন স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হতে হয়—এই উদ্দেশ্যে আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। তিনি বলেন, চিকিৎসকদের স্বেচ্ছাসেবী অংশগ্রহণ একটি মানবিক দায়িত্ব, যেখানে রাজনীতির ঊর্ধ্বে উঠে কেবল মানুষের পাশে দাঁড়ানোই প্রধান।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

‘মার্চ ফর গাজা’য় মিলবে বিনামূল্যে চিকিৎসা সেবা

আপডেট সময় ০৯:৪৫:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫

 

ঢাকায় আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির মাধ্যমে গাজার নিপীড়িত মানুষের প্রতি সংহতি জানাতে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি মেডিকেল ইউনিট গঠন করা হয়েছে। এই ইউনিট দিনব্যাপী অংশগ্রহণকারীদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করবে। পুরো কার্যক্রমে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের চিকিৎসকরা অংশ নেবেন।

শুক্রবার (১১ এপ্রিল) ন্যাশনাল ডক্টরস ফোরামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, গাজাবাসীর প্রতি সহমর্মিতা জানাতে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির জন্য রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ১০টি জরুরি সেবা বুথ স্থাপন করা হবে। প্রতিটি বুথে ১৫-২০ জনের একটি দল কাজ করবে, যেখানে চিকিৎসক, নার্স ও প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকরা থাকবেন।

এই বুথগুলোতে প্রাথমিক চিকিৎসার পাশাপাশি সরবরাহ থাকবে বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধ। অংশগ্রহণকারীরা বিনামূল্যে রক্তচাপ ও গ্লুকোজ পরীক্ষা করানোর সুযোগ পাবেন। জরুরি অবস্থায় রোগী দ্রুত চিকিৎসা কেন্দ্র বা হাসপাতালে স্থানান্তরের জন্য ৬টি অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকবে।

ন্যাশনাল ডক্টরস ফোরামের এক মুখপাত্র জানান, যারা রাজপথে গাজার মানুষের সহায়তায় অংশ নিচ্ছেন, তাদের যেন স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হতে হয়—এই উদ্দেশ্যে আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। তিনি বলেন, চিকিৎসকদের স্বেচ্ছাসেবী অংশগ্রহণ একটি মানবিক দায়িত্ব, যেখানে রাজনীতির ঊর্ধ্বে উঠে কেবল মানুষের পাশে দাঁড়ানোই প্রধান।