এসএসসি ফল প্রকাশে ৬০ দিনের লক্ষ্য, প্রশ্নফাঁস নিয়ে সতর্কতা জোরদার: শিক্ষা উপদেষ্টা

- আপডেট সময় ০৪:১৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
- / ৫১৬ বার পড়া হয়েছে
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের জন্য নির্ধারিত হয়েছে ৬০ দিনের সময়সীমা।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গিয়ে এমনটি জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল (সি আর) আবরার।
পরিদর্শন শেষে তিনি জানান, “পরীক্ষা সুষ্ঠুভাবে শেষ হলে ফল প্রকাশে ৬০ দিনের মধ্যে চেষ্টা থাকবে।” তিনি আরও বলেন, “প্রশ্নফাঁস নিয়ে গুজব রটানোর অপচেষ্টা আগেও ছিল, এখনো রয়েছে। তবে শিক্ষা মন্ত্রণালয় ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক রয়েছে। শিক্ষার্থীদের উদ্দেশে বলব, কোনো ধরনের গুজবে কান না দিয়ে নিজেদের প্রস্তুতির দিকেই মনোযোগী হতে হবে।”
উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ১০টায় একযোগে সারাদেশে শুরু হয় এবারের এসএসসি ও সমমান পরীক্ষা, যা শেষ হয় দুপুর ১টায়। বাংলা প্রথমপত্রের পরীক্ষার মাধ্যমে শুরু হওয়া এই পরীক্ষা চলবে আগামী ১৩ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ১৫ থেকে ২২ মে’র মধ্যে অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা।
ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবার সারাদেশে মোট পরীক্ষার্থী ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৬১ হাজার ২৩১ জন এবং ছাত্রী ৯ লাখ ৬৭ হাজার ৭৩৯ জন। দেশের ৩ হাজার ৭১৫টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
পরীক্ষার শুরুর দিনেই বিভিন্ন কেন্দ্রে দেখা যায় কড়া নিরাপত্তা ব্যবস্থা। পরীক্ষার্থীদের কেন্দ্রে ঢোকার আগে পাসপোর্ট সাইজ ছবি, প্রবেশপত্র এবং রেজিস্ট্রেশন কার্ড যাচাই করা হয়। অভিভাবকদের পরীক্ষাকেন্দ্রের বাইরে অপেক্ষায় থাকতে দেখা গেছে।
সংশ্লিষ্টরা বলছেন, এবার প্রশ্নপত্র বিতরণ, সময়মতো পরীক্ষার শুরু এবং কেন্দ্রের শৃঙ্খলা রক্ষা নিয়ে সবদিকেই নজর রাখা হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ও জানিয়েছে, যেকোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পরীক্ষা ও ফলাফল নিয়ে শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদের মধ্যে যেমন উৎসাহ দেখা যাচ্ছে, তেমনি রয়েছে সতর্কতাও। সবমিলিয়ে এবারের এসএসসি পরীক্ষা ঘিরে প্রশাসনের উদ্যোগ ও ব্যবস্থাপনা নিয়ে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে।