বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে চায় স্প্যানিশ প্রতিষ্ঠান ইন্ডিটেক্স

- আপডেট সময় ০৮:২৬:৩০ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
- / ৫১০ বার পড়া হয়েছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বের শীর্ষস্থানীয় পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইন্ডিটেক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা অস্কার গার্সিয়া মাসেইরাস। বুধবার (৯ এপ্রিল) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়।
দুই দেশের মধ্যে বাণিজ্য ও সাংস্কৃতিক সম্পর্ক সম্প্রসারণ, করপোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR), এবং বৈশ্বিক বাণিজ্যের বর্তমান চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে এই আলোচনায় উভয়পক্ষ গুরুত্বারোপ করেন।
ইন্ডিটেক্স, যারা জারা, বেরশকা, ম্যাসিমো দত্তিসহ একাধিক নামিদামি ব্র্যান্ডের অধিকারী, বাংলাদেশকে তাদের প্রধান সোর্সিং হাব হিসেবে বিবেচনা করে। মাসেইরাস জানান, “বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই দৃঢ়। আমরা আরও গভীর অংশীদারিতে যেতে প্রস্তুত। এই দেশ ব্যবসাবান্ধব এবং বৈশ্বিক চাহিদা পূরণে সক্ষম।”
বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে ড. ইউনূসের দেওয়া বক্তব্যকে তিনি ‘অনুপ্রেরণামূলক’ হিসেবে অভিহিত করেন। পাশাপাশি, বর্তমান বৈশ্বিক বাণিজ্য পরিবেশে বাংলাদেশের সম্ভাবনা তুলে ধরে বলেন, “বাংলাদেশ এখন এক গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। পরিবর্তনশীল বাণিজ্য গতিশীলতাকে কাজে লাগানোর ক্ষমতা এ দেশের আছে।”
মাসেইরাস বাংলাদেশের বিভিন্ন পোশাক কারখানা পরিদর্শন করে দেশের উৎপাদন বৈচিত্র্য ও গুণগত মানের প্রশংসা করেন। পাশাপাশি, তিনি চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন-এর সঙ্গে একটি চুক্তির মাধ্যমে অন্তত ৫০ জন নারী শ্রমিকের উচ্চশিক্ষা অর্থায়নের ঘোষণা দেন।
ইন্ডিটেক্স ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্প্যানিশ ভাষা ও সংস্কৃতি প্রসারে ‘ইন্ডিটেক্স চেয়ার’ প্রতিষ্ঠা করেছে বলে জানান তিনি।
ড. ইউনূস ইন্ডিটেক্সের সামাজিক উদ্যোগের প্রশংসা করে স্পেনে কাটানো সময় ও সাবেক রানি সোফিয়ার সঙ্গে তার হৃদ্যতা স্মরণ করেন। পাশাপাশি, বাংলাদেশের শ্রমিকদের স্বাস্থ্যসেবা ও কল্যাণে আরও বিনিয়োগের আহ্বান জানান।
বৈঠকে ইন্ডিটেক্স কর্মকর্তারা জানান, প্রতিষ্ঠানটি অচিরেই সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার শিপিং কার্গো পরিষেবা চালু করতে যাচ্ছে, যা রপ্তানিতে নতুন গতি আনবে বলে আশা করা হচ্ছে।
এই বৈঠক দুই দেশের বন্ধুত্ব ও বাণিজ্যিক সম্পর্কের আরও এক নতুন অধ্যায় রচনা করল।