ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশের সামনে দারুণ সুযোগ: বিশ্বকাপ নিশ্চিত করার লড়াই বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামালের ৫৪তম শাহাদাত বার্ষিকী ভাটারায় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে ভীতি প্রদর্শনের ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে ডিবি চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনায় মোটরসাইকেল ও দেশীয় অস্ত্রসহ পেশাদার ছিনতাইকারী শাকিলকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ যুদ্ধবিরতিতে ফিলিস্তিনিদের ‘না’, প্রস্তাবে যা বলেছে ইসরায়েল ড. ইউনূস বাংলাদেশকে নিপীড়নের ছায়া থেকে বের করে আনছেন তালেবান আর সন্ত্রাসী গোষ্ঠী নয়, রায় দিল রাশিয়া গুগল এখন অস্ত্র ও নজরদারির জন্য এআই তৈরি করছে ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে বন্দুকধারীর হামলায় ৫ জন নিহত, ৪ জন আহত — সন্দেহভাজন আটক ইসরায়েল সীমান্তের কাছে হিজবুল্লাহকে হটাতে কাজ করছে লেবানন সেনাবাহিনী

হজযাত্রী নিয়ে অনিশ্চয়তা: ধর্ম উপদেষ্টার হুঁশিয়ারি এজেন্সিগুলোর প্রতি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:১১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
  • / ৫১২ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

 

হজ ব্যবস্থাপনায় দায়িত্বে অবহেলা ও প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থতার অভিযোগ তুলে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, “বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার কথা ছিল এমন ১০ হাজার ৪৮৭ জন হজযাত্রীর ভবিষ্যৎ এখনও অনিশ্চিত।”

মঙ্গলবার (৮ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ উদ্বেগের কথা জানান। ধর্ম উপদেষ্টা স্পষ্ট করে বলেন, “যদি কোনো হজযাত্রী এজেন্সির গাফিলতির কারণে হজে যেতে না পারেন, তাহলে তার পুরো দায়ভার সংশ্লিষ্ট এজেন্সিকেই নিতে হবে। এ দায় ধর্ম মন্ত্রণালয় নেবে না।”

তিনি আরও বলেন, কিছু হজ এজেন্সির দায়িত্বজ্ঞানহীন আচরণ গোটা ব্যবস্থাপনাকে প্রশ্নবিদ্ধ করছে। মন্ত্রণালয় এ ধরনের অব্যবস্থাপনা ও অনিয়ম সহ্য করবে না বলে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

এ বছরের হজ কার্যক্রমের অগ্রগতি প্রসঙ্গে ধর্ম উপদেষ্টা জানান, আগামী ২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে এবং তার আগেই হজযাত্রীদের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তিনি বলেন, “আমরা দ্রুততার সঙ্গে প্রক্রিয়াগুলো সম্পন্ন করছি, যাতে হজযাত্রীরা নির্ধারিত সময়ে সৌদি আরবে পৌঁছাতে পারেন।”

ধর্ম মন্ত্রণালয় সূত্র জানায়, যারা সরকারি ব্যবস্থাপনায় হজে যাচ্ছেন তাদের প্রস্তুতি অনেকটাই চূড়ান্ত হলেও, বেসরকারি খাতে কিছু এজেন্সির অব্যবস্থাপনা ও বিলম্ব হজযাত্রীদের নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।

প্রসঙ্গত, প্রতি বছর বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ হজ পালন করতে সৌদি আরবে যান। এ সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে হজ ব্যবস্থাপনায় সুশৃঙ্খলতা ও জবাবদিহিতার প্রয়োজন আরও বেশি করে অনুভূত হচ্ছে।

ধর্ম উপদেষ্টা হজ ব্যবস্থাপনায় নিয়োজিত সকল পক্ষকে সময়মতো এবং সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, “হজ একটি পবিত্র আমানত, এখানে ব্যবসার মতো লাভ-লোকসানের চিন্তা নয়, বরং সেবা ও দায়িত্ববোধের মনোভাব থাকা জরুরি।”

সকল হজযাত্রী যেন নির্বিঘ্নে এবং সম্মানের সঙ্গে হজ পালন করতে পারেন, সেজন্য সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বস্ত করেন তিনি।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

হজযাত্রী নিয়ে অনিশ্চয়তা: ধর্ম উপদেষ্টার হুঁশিয়ারি এজেন্সিগুলোর প্রতি

আপডেট সময় ১০:১১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫

 

হজ ব্যবস্থাপনায় দায়িত্বে অবহেলা ও প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থতার অভিযোগ তুলে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, “বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার কথা ছিল এমন ১০ হাজার ৪৮৭ জন হজযাত্রীর ভবিষ্যৎ এখনও অনিশ্চিত।”

মঙ্গলবার (৮ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ উদ্বেগের কথা জানান। ধর্ম উপদেষ্টা স্পষ্ট করে বলেন, “যদি কোনো হজযাত্রী এজেন্সির গাফিলতির কারণে হজে যেতে না পারেন, তাহলে তার পুরো দায়ভার সংশ্লিষ্ট এজেন্সিকেই নিতে হবে। এ দায় ধর্ম মন্ত্রণালয় নেবে না।”

তিনি আরও বলেন, কিছু হজ এজেন্সির দায়িত্বজ্ঞানহীন আচরণ গোটা ব্যবস্থাপনাকে প্রশ্নবিদ্ধ করছে। মন্ত্রণালয় এ ধরনের অব্যবস্থাপনা ও অনিয়ম সহ্য করবে না বলে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

এ বছরের হজ কার্যক্রমের অগ্রগতি প্রসঙ্গে ধর্ম উপদেষ্টা জানান, আগামী ২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে এবং তার আগেই হজযাত্রীদের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তিনি বলেন, “আমরা দ্রুততার সঙ্গে প্রক্রিয়াগুলো সম্পন্ন করছি, যাতে হজযাত্রীরা নির্ধারিত সময়ে সৌদি আরবে পৌঁছাতে পারেন।”

ধর্ম মন্ত্রণালয় সূত্র জানায়, যারা সরকারি ব্যবস্থাপনায় হজে যাচ্ছেন তাদের প্রস্তুতি অনেকটাই চূড়ান্ত হলেও, বেসরকারি খাতে কিছু এজেন্সির অব্যবস্থাপনা ও বিলম্ব হজযাত্রীদের নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।

প্রসঙ্গত, প্রতি বছর বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ হজ পালন করতে সৌদি আরবে যান। এ সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে হজ ব্যবস্থাপনায় সুশৃঙ্খলতা ও জবাবদিহিতার প্রয়োজন আরও বেশি করে অনুভূত হচ্ছে।

ধর্ম উপদেষ্টা হজ ব্যবস্থাপনায় নিয়োজিত সকল পক্ষকে সময়মতো এবং সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, “হজ একটি পবিত্র আমানত, এখানে ব্যবসার মতো লাভ-লোকসানের চিন্তা নয়, বরং সেবা ও দায়িত্ববোধের মনোভাব থাকা জরুরি।”

সকল হজযাত্রী যেন নির্বিঘ্নে এবং সম্মানের সঙ্গে হজ পালন করতে পারেন, সেজন্য সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বস্ত করেন তিনি।