ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতিসংঘের জুলাই অভ্যুত্থান রিপোর্টকে ঐতিহাসিক দলিল হিসেবে সংরক্ষণে রুল জারি রাশিয়ার বিরুদ্ধে ইইউ-এর ১৭তম প্যাকেজের নিষেধাজ্ঞা: তুরস্ক সহ একাধিক দেশও এর অন্তর্ভুক্ত সুন্দরবন সুরক্ষায় নতুন কৌশলে বন বিভাগ, ফাঁদ জমা দিলে মিলছে পুরস্কার ভারতের অরুণাচলের ২৭ জায়গার নতুন নামকরণ করল চীন ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা নিয়ে সৌদির পূর্ণ সমর্থন আছে: সৌদি পররাষ্ট্রমন্ত্রী শান্তি প্রতিষ্ঠায় বিশ্বনেতাদের সংলাপে আহ্বান নতুন পোপ লিও চতুর্দশের ভিসা সংকটে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে যাত্রী কমেছে, কমেছে রাজস্ব আয় মৌলভীবাজার সীমান্ত দিয়ে ৪৪ জন বাংলাদেশিকে পুশ-ইন করলো বিএসএফ ডিপ্লোমা নার্সিংকে ডিগ্রির মর্যাদা দেওয়ার দাবিতে শাহবাগ নার্সিং শিক্ষার্থীদের অবরোধ আইপিএলে ৬ কোটি রুপিতে মোস্তাফিজকে দলে নিল দিল্লি ক্যাপিটালস

ছাত্র-জনতার আহত ৮ হাজার জনের পুনর্বাসনে ইইউর ২০ লাখ ইউরোর সহায়তা প্রকল্প শুরু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৫১:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
  • / 39

ছবি: সংগৃহীত

 

জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আহত ৮ হাজার ব্যক্তির চিকিৎসা, পুনর্বাসন ও আর্থিক স্থিতিশীলতা নিশ্চিতে বিশেষ সহায়তা প্রকল্প চালু করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) মাধ্যমে বাস্তবায়িত এই প্রকল্পটি গতকাল বুধবার (১৯ মার্চ) আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এতে বাংলাদেশ সরকারও সহায়তা দিচ্ছে। ইইউ ২০ লাখ ইউরো বরাদ্দ দিয়েছে, যা ২০২৬ সালের আগস্ট পর্যন্ত ব্যয় করা হবে।

গত বছরের অভ্যুত্থানে আহত ছাত্র, শ্রমিক, সাংবাদিক এবং তাঁদের পরিবার এই সহায়তার আওতায় আসবেন। প্রকল্পের মাধ্যমে তাঁদের শারীরিক ও মানসিক পুনর্বাসন, স্বাস্থ্যসেবা ও আর্থিক সহায়তা নিশ্চিত করা হবে।

শারীরিকভাবে গুরুতর আহতদের চিকিৎসাসেবা, পুনর্বাসন এবং প্রতিবন্ধীদের সহায়ক উপকরণ সরবরাহ করা হবে। মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য কাউন্সেলিং ও মনস্তাত্ত্বিক সহায়তা দেওয়া হবে। পাশাপাশি, অর্থনৈতিক পুনর্বাসনের জন্য বিভিন্ন উপার্জনের সুযোগ তৈরি করতে সহায়তা করা হবে।

ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। ইইউর দূতাবাস জানিয়েছে, সরকার ও অন্যান্য সংস্থার সহায়তায় প্রকল্পের মেয়াদ শেষ হলেও এর কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

এই সহায়তা প্রকল্পের মাধ্যমে শুধুমাত্র ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন নয়, বরং সমাজে তাঁদের সামাজিক সংহতি ও আত্মনির্ভরশীলতা নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে। ইইউর এই উদ্যোগ আহতদের সুস্থ জীবনে ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ছাত্র-জনতার আহত ৮ হাজার জনের পুনর্বাসনে ইইউর ২০ লাখ ইউরোর সহায়তা প্রকল্প শুরু

আপডেট সময় ০৫:৫১:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫

 

জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আহত ৮ হাজার ব্যক্তির চিকিৎসা, পুনর্বাসন ও আর্থিক স্থিতিশীলতা নিশ্চিতে বিশেষ সহায়তা প্রকল্প চালু করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) মাধ্যমে বাস্তবায়িত এই প্রকল্পটি গতকাল বুধবার (১৯ মার্চ) আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এতে বাংলাদেশ সরকারও সহায়তা দিচ্ছে। ইইউ ২০ লাখ ইউরো বরাদ্দ দিয়েছে, যা ২০২৬ সালের আগস্ট পর্যন্ত ব্যয় করা হবে।

গত বছরের অভ্যুত্থানে আহত ছাত্র, শ্রমিক, সাংবাদিক এবং তাঁদের পরিবার এই সহায়তার আওতায় আসবেন। প্রকল্পের মাধ্যমে তাঁদের শারীরিক ও মানসিক পুনর্বাসন, স্বাস্থ্যসেবা ও আর্থিক সহায়তা নিশ্চিত করা হবে।

শারীরিকভাবে গুরুতর আহতদের চিকিৎসাসেবা, পুনর্বাসন এবং প্রতিবন্ধীদের সহায়ক উপকরণ সরবরাহ করা হবে। মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য কাউন্সেলিং ও মনস্তাত্ত্বিক সহায়তা দেওয়া হবে। পাশাপাশি, অর্থনৈতিক পুনর্বাসনের জন্য বিভিন্ন উপার্জনের সুযোগ তৈরি করতে সহায়তা করা হবে।

ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। ইইউর দূতাবাস জানিয়েছে, সরকার ও অন্যান্য সংস্থার সহায়তায় প্রকল্পের মেয়াদ শেষ হলেও এর কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

এই সহায়তা প্রকল্পের মাধ্যমে শুধুমাত্র ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন নয়, বরং সমাজে তাঁদের সামাজিক সংহতি ও আত্মনির্ভরশীলতা নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে। ইইউর এই উদ্যোগ আহতদের সুস্থ জীবনে ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।