১০:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
শিরোনাম :
আচরণবিধি লঙ্ঘন: অপসাংবাদিকতার শিকার বললেন মামুনুল হক পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনছে ইসি গুম ও নির্যাতনের শিকার পরিবারের পাশে তারেক রহমান জাতিসংঘের এলডিসি উত্তরণবিষয়ক প্রতিনিধিদলের বাংলাদেশ সফর স্থগিত ব্রিটিশ নৌবাহিনীর প্রথম স্বয়ংক্রিয় হেলিকপ্টারের সফল প্রথম উড্ডয়ন ৬ কোটি টন ধ্বংসস্তূপের নিচে গা*জা, অপসারণে লাগবে কমপক্ষে সাত বছর ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প গ্রিনল্যান্ড ইস্যুতে কঠোর ট্রাম্প: বিরোধী দেশে শুল্ক আরোপের হুমকি মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে অপ্রয়োজনীয় বিমান সরিয়ে নেওয়া হচ্ছে গাজা প্রশাসনের জন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বে নতুন বেসামরিক কমিটি গঠন

ছাত্র-জনতার আহত ৮ হাজার জনের পুনর্বাসনে ইইউর ২০ লাখ ইউরোর সহায়তা প্রকল্প শুরু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৫১:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
  • / 127

ছবি: সংগৃহীত

 

জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আহত ৮ হাজার ব্যক্তির চিকিৎসা, পুনর্বাসন ও আর্থিক স্থিতিশীলতা নিশ্চিতে বিশেষ সহায়তা প্রকল্প চালু করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) মাধ্যমে বাস্তবায়িত এই প্রকল্পটি গতকাল বুধবার (১৯ মার্চ) আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এতে বাংলাদেশ সরকারও সহায়তা দিচ্ছে। ইইউ ২০ লাখ ইউরো বরাদ্দ দিয়েছে, যা ২০২৬ সালের আগস্ট পর্যন্ত ব্যয় করা হবে।

বিজ্ঞাপন

গত বছরের অভ্যুত্থানে আহত ছাত্র, শ্রমিক, সাংবাদিক এবং তাঁদের পরিবার এই সহায়তার আওতায় আসবেন। প্রকল্পের মাধ্যমে তাঁদের শারীরিক ও মানসিক পুনর্বাসন, স্বাস্থ্যসেবা ও আর্থিক সহায়তা নিশ্চিত করা হবে।

শারীরিকভাবে গুরুতর আহতদের চিকিৎসাসেবা, পুনর্বাসন এবং প্রতিবন্ধীদের সহায়ক উপকরণ সরবরাহ করা হবে। মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য কাউন্সেলিং ও মনস্তাত্ত্বিক সহায়তা দেওয়া হবে। পাশাপাশি, অর্থনৈতিক পুনর্বাসনের জন্য বিভিন্ন উপার্জনের সুযোগ তৈরি করতে সহায়তা করা হবে।

ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। ইইউর দূতাবাস জানিয়েছে, সরকার ও অন্যান্য সংস্থার সহায়তায় প্রকল্পের মেয়াদ শেষ হলেও এর কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

এই সহায়তা প্রকল্পের মাধ্যমে শুধুমাত্র ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন নয়, বরং সমাজে তাঁদের সামাজিক সংহতি ও আত্মনির্ভরশীলতা নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে। ইইউর এই উদ্যোগ আহতদের সুস্থ জীবনে ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ছাত্র-জনতার আহত ৮ হাজার জনের পুনর্বাসনে ইইউর ২০ লাখ ইউরোর সহায়তা প্রকল্প শুরু

আপডেট সময় ০৫:৫১:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫

 

জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আহত ৮ হাজার ব্যক্তির চিকিৎসা, পুনর্বাসন ও আর্থিক স্থিতিশীলতা নিশ্চিতে বিশেষ সহায়তা প্রকল্প চালু করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) মাধ্যমে বাস্তবায়িত এই প্রকল্পটি গতকাল বুধবার (১৯ মার্চ) আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এতে বাংলাদেশ সরকারও সহায়তা দিচ্ছে। ইইউ ২০ লাখ ইউরো বরাদ্দ দিয়েছে, যা ২০২৬ সালের আগস্ট পর্যন্ত ব্যয় করা হবে।

বিজ্ঞাপন

গত বছরের অভ্যুত্থানে আহত ছাত্র, শ্রমিক, সাংবাদিক এবং তাঁদের পরিবার এই সহায়তার আওতায় আসবেন। প্রকল্পের মাধ্যমে তাঁদের শারীরিক ও মানসিক পুনর্বাসন, স্বাস্থ্যসেবা ও আর্থিক সহায়তা নিশ্চিত করা হবে।

শারীরিকভাবে গুরুতর আহতদের চিকিৎসাসেবা, পুনর্বাসন এবং প্রতিবন্ধীদের সহায়ক উপকরণ সরবরাহ করা হবে। মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য কাউন্সেলিং ও মনস্তাত্ত্বিক সহায়তা দেওয়া হবে। পাশাপাশি, অর্থনৈতিক পুনর্বাসনের জন্য বিভিন্ন উপার্জনের সুযোগ তৈরি করতে সহায়তা করা হবে।

ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। ইইউর দূতাবাস জানিয়েছে, সরকার ও অন্যান্য সংস্থার সহায়তায় প্রকল্পের মেয়াদ শেষ হলেও এর কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

এই সহায়তা প্রকল্পের মাধ্যমে শুধুমাত্র ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন নয়, বরং সমাজে তাঁদের সামাজিক সংহতি ও আত্মনির্ভরশীলতা নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে। ইইউর এই উদ্যোগ আহতদের সুস্থ জীবনে ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।