ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শিক্ষকের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন কোনো কাজ শিক্ষার্থীদের করা উচিত নয়: শিক্ষা উপদেষ্টা জলমহাল নীতিমালা পরিবর্তন করে প্রকৃত মৎস্যজীবীদের পাবে অগ্রাধিকার: প্রাণিসম্পদ উপদেষ্টা বাংলাদেশ ব্যাংক পেতে যাচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা জুলাই অভ্যুত্থানে শহীদ হয়েছে ১১ জন মেয়ে ও ১৩৫ জন শিশু: শারমিন মুরশিদ চীন ও তুরস্কের সহায়তার অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করল পাকিস্তান লাগামহীন ও অবিশ্বাস্য মাত্রার লুটপাট আওয়ামী লীগ সরকারের বড় দৃষ্টান্ত: আসিফ মাহমুদ সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে ১৪৫৪ জন গ্রেপ্তার সব শ্রেণির মানুষের রক্ত-ঘামে জুলাই বিপ্লবের সাফল্য: আসিফ মাহমুদ ট্রাম্পের শুল্কনীতিতে বিপর্যস্ত মার্কিন অর্থনীতি, ছাঁটাই-ব্যয় সংকটে ব্যবসা খাত গাজীপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু

ফেনী সীমান্তে বিএসএফ-এর পুশইন, ৬ পরিবারের ২৭ জন আটক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৫১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • / 23

ছবি সংগৃহীত

 

ফেনীর ছাগলনাইয়া উপজেলার পূর্ব ছাগলনাইয়া ও ফুলগাজী কালিকাপুর সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পুশব্যাকের মাধ্যমে ছয়টি পরিবারের ২৭ জন সদস্যকে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে। বৃহস্পতিবার (২২ মে) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই সময় জোসপুর ও খাজুরিয়া বিওপির টহলরত বিজিবি সদস্যরা স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দ্রুত পুলিশের সহায়তায় ঘটনাস্থলে পৌঁছায় এবং সবাইকে আটক করে। আটক ব্যক্তিদের মধ্যে সাতজন পুরুষ, ছয়জন নারী এবং ১৪ জন শিশু রয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, পুশব্যাককৃত ব্যক্তিরা কুড়িগ্রামের বিভিন্ন এলাকার বাসিন্দা। তবে কীভাবে তারা ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছিল, সে বিষয়ে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

আটকদের বর্তমানে ছাগলনাইয়া ও ফুলগাজী থানায় হস্তান্তর করা হয়েছে। স্থানীয় প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এ প্রসঙ্গে ফেনী ৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররাফ হোসেন বলেন, “বৃহস্পতিবার ভোররাতে ভারতীয় বিএসএফ পুশব্যাকের মাধ্যমে যেসব বাংলাদেশিকে সীমান্তে প্রবেশ করিয়েছে, তাদের আমরা আটক করেছি এবং নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছি।”

তিনি আরও জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আটক ব্যক্তিদের পরিচয় যাচাই শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সীমান্তে বিএসএফের এ ধরনের আচরণ নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। মানবিক বিবেচনায় শিশু ও নারীদের বিষয়টি বিশেষভাবে দেখার দাবি জানিয়েছেন অনেকে। প্রশাসন জানিয়েছে, আটককৃতদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সীমান্তবর্তী অঞ্চলে এ ধরনের পুশব্যাক ঘটনা নতুন নয়। তবে বারবার এমন ঘটনার পুনরাবৃত্তি সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার ইস্যুতে প্রশ্ন তুলে দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

ফেনী সীমান্তে বিএসএফ-এর পুশইন, ৬ পরিবারের ২৭ জন আটক

আপডেট সময় ১২:৫১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

 

ফেনীর ছাগলনাইয়া উপজেলার পূর্ব ছাগলনাইয়া ও ফুলগাজী কালিকাপুর সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পুশব্যাকের মাধ্যমে ছয়টি পরিবারের ২৭ জন সদস্যকে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে। বৃহস্পতিবার (২২ মে) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই সময় জোসপুর ও খাজুরিয়া বিওপির টহলরত বিজিবি সদস্যরা স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দ্রুত পুলিশের সহায়তায় ঘটনাস্থলে পৌঁছায় এবং সবাইকে আটক করে। আটক ব্যক্তিদের মধ্যে সাতজন পুরুষ, ছয়জন নারী এবং ১৪ জন শিশু রয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, পুশব্যাককৃত ব্যক্তিরা কুড়িগ্রামের বিভিন্ন এলাকার বাসিন্দা। তবে কীভাবে তারা ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছিল, সে বিষয়ে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

আটকদের বর্তমানে ছাগলনাইয়া ও ফুলগাজী থানায় হস্তান্তর করা হয়েছে। স্থানীয় প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এ প্রসঙ্গে ফেনী ৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররাফ হোসেন বলেন, “বৃহস্পতিবার ভোররাতে ভারতীয় বিএসএফ পুশব্যাকের মাধ্যমে যেসব বাংলাদেশিকে সীমান্তে প্রবেশ করিয়েছে, তাদের আমরা আটক করেছি এবং নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছি।”

তিনি আরও জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আটক ব্যক্তিদের পরিচয় যাচাই শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সীমান্তে বিএসএফের এ ধরনের আচরণ নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। মানবিক বিবেচনায় শিশু ও নারীদের বিষয়টি বিশেষভাবে দেখার দাবি জানিয়েছেন অনেকে। প্রশাসন জানিয়েছে, আটককৃতদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সীমান্তবর্তী অঞ্চলে এ ধরনের পুশব্যাক ঘটনা নতুন নয়। তবে বারবার এমন ঘটনার পুনরাবৃত্তি সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার ইস্যুতে প্রশ্ন তুলে দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।