টারবাইন বিস্ফোরণে নর্থ বেঙ্গল সুগার মিলে স্থবিরতা, বন্ধ চিনি উৎপাদন
নাটোরের লালপুরে অবস্থিত নর্থবেঙ্গল সুগার মিলে টারবাইন বিস্ফোরণের ঘটনায় আখমাড়াই ও চিনি উৎপাদন বন্ধ হয়ে গেছে। আজ শনিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মিল সূত্রে জানা গেছে, ভোররাত তিনটার দিকে হঠাৎ টারবাইনে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে টারবাইনের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং মেশিন বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার ফলে মিলের ভেতরে ও বাইরের সব আখ ক্রয়কেন্দ্রেও কার্যক্রম স্থগিত করা হয়েছে। এতে আখ পরিবহনকারীরা বিপাকে পড়েছেন।
খবর পেয়ে ঢাকা থেকে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের বিশেষজ্ঞ দল মিল পরিদর্শন করে মেরামত কার্যক্রম শুরু করেছে। জানা যাচ্ছে, টারবাইন মেরামত শেষ হতে বেশ সময় লাগবে । এরই মধ্যে বিকল্প উপায়ে আখমাড়াই শুরুর চেষ্টা চলছে। মিলের উৎপাদন স্থগিত থাকলেও দ্রুত মেরামতের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।