নাট্যাঙ্গনের প্রিয় মুখ গুলশান আরা আহমেদের চিরবিদায়
বাংলাদেশের নাট্য ও চলচ্চিত্র জগতে পরিচিত মুখ, জনপ্রিয় অভিনেত্রী গুলশান আরা আহমেদ আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর ৬টা ৪০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেন নির্মাতা কাজল আরেফিন অমি। তিনি লিখেছেন, “আমাদের গুলশান আরা আপা আজ সকাল ৬:৪০ মিনিটে ইন্তেকাল করেছেন। আমরা তাকে অনেক মিস করবো। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।”
নাটকপ্রেমী দর্শকদের কাছে গুলশান আরা আহমেদ সবচেয়ে বেশি পরিচিত হয়ে উঠেছিলেন জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর মাধ্যমে। সেখানে তিনি কাবিলার মা ও নোয়াখালীর চেয়ারম্যান চরিত্রে অনবদ্য অভিনয়ের মাধ্যমে দর্শকের হৃদয় জয় করেন।
২০০২ সালে বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী হিসেবে নাটকে অভিষেক ঘটে গুলশান আরার। এরপর ধীরে ধীরে তিনি ছোটপর্দায় নিজের অবস্থান দৃঢ় করেন। তবে টেলিভিশনের বাইরেও তার ছিলো রূপালী পর্দায় কাজের গভীর আগ্রহ। সেই আগ্রহ থেকেই তিনি অভিনয় করেন প্রয়াত নির্মাতা এনায়েত করিম পরিচালিত ‘কদম আলী মাস্তান’ চলচ্চিত্রে।
গুলশান আরা আহমেদ ছিলেন এমন একজন অভিনেত্রী, যিনি প্রতিটি চরিত্রে প্রাণ ঢেলে দিতেন। তার অভিনয়ে থাকত বাস্তবতার ছোঁয়া, সহজাত এক আবেগ। বিশেষ করে গ্রামের চেয়ারম্যান কিংবা মা চরিত্রে তিনি ছিলেন অবিশ্বাস্যরকম গ্রহণযোগ্য।
শিল্পী জীবনের বাইরেও তিনি ছিলেন এক প্রাণবন্ত, হাস্যোজ্জ্বল মানুষ। সহকর্মীদের স্নেহ ও শ্রদ্ধার পাত্র ছিলেন তিনি সবসময়। তার মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী, পরিচালক এবং ভক্তরা সবাই সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করছেন।
বাংলা নাট্যাঙ্গন হারালো এক নিবেদিতপ্রাণ শিল্পীকে। গুলশান আরা আহমেদের এই চলে যাওয়া অপূরণীয় এক শূন্যতা তৈরি করলো, যা সহজে পূরণ হবার নয়।
আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন এই প্রার্থনাই করছেন তার অগণিত ভক্ত-অনুরাগী।