ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতিসংঘ মানবাধিকার রক্ষায় কার্যকর ভাবে কাজ করতে চায় : ফরিদা আখতার হাতিয়ায় বিস্তীর্ণ জনপদ প্লাবিত আওয়ামীলীগের চৌদ্দগোষ্ঠীরও ক্ষমতা হবে না আমাদের কেনার : তাজুল ইসলাম মসজিদের বারান্দা নির্মাণ নিয়ে দফায় দফায় সংঘর্ষ-বাড়িঘর ভাঙচুর, ১৪৪ ধারা জারি ফিলিস্তিন সংকট নিয়ে সম্মেলনে,যুক্তরাষ্ট্রে গেছেন পররাষ্ট্র উপদেষ্টা সনদের প্রাথমিক খসড়া কমিশন তৈরি করেছে সোমবার দলগুলো হাতে পাবে : আলী রীয়াজ নোয়াখালীর এক পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার ট্রাম্প ও ইব্রাহিমের প্রস্তাবে সম্মত হলেও কম্বোডিয়া-থাইল্যান্ড সীমান্তে মৃত্যু থামছে না সমাজে ছেয়ে গেছে সন্ত্রাস : নাহিদ ইসলাম বার বার ভাঙনে অস্থিত্ব সংকটে অনেক রাজনৈতিক দল

দোকানের বারান্দায় শুয়ে ছিলেন ভিক্ষুক দম্পতি, ধসে স্বামীর মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:০৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
  • / 33

ছবি: সংগৃহীত

 

মেহেরপুরের গাংনী বাসস্ট্যান্ড এলাকায় পৌরসভার নির্মাণাধীন ড্রেনের পাশের দোকান ধসে আমজাদ হোসেন নামে এক ভিক্ষুক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী রহিমা খাতুন।

বুধবার (৩০ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১১টার দিকে দোকানের বারান্দায় শুয়ে থাকা অবস্থায় ধসে পড়লে তারা গুরুতর আহত হন। পরে বৃহস্পতিবার (১ মে) সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আমজাদ হোসেন মারা যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, গাংনী বাসস্ট্যান্ড থেকে পূর্বদিকে পৌরসভার ড্রেন নির্মাণ করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। নির্মাণাধীন ড্রেনের পাশে সাবেক উপজেলা চেয়ারম্যান দাউদ হোসেনের পুরাতন দোকান ভবন ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। বুধবার সন্ধ্যায় বৃষ্টির পর ঝুঁকি বেড়ে যায়। প্রতিদিনের মতো ভিক্ষুক ওই দোকানের বারান্দায় শুয়ে ছিলেন। একপর্যায়ে দোকানের সামনের অংশ ধসে ড্রেনের মধ্যে পড়ে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক। সেখানে বৃহস্পতিবার (১ মে) সকালে মৃত্যু হয় আমজাদ হোসেনের।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি তদন্ত করছে পুলিশ।

এ বিষয়ে গাংনী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মাহফুজুর রহমান জানিয়েছেন, ড্রেন খননের জন্য ভবন মালিকদের ঝুঁকির কথা বারবার বলা হলেও তারা কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

দোকানের বারান্দায় শুয়ে ছিলেন ভিক্ষুক দম্পতি, ধসে স্বামীর মৃত্যু

আপডেট সময় ০২:০৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫

 

মেহেরপুরের গাংনী বাসস্ট্যান্ড এলাকায় পৌরসভার নির্মাণাধীন ড্রেনের পাশের দোকান ধসে আমজাদ হোসেন নামে এক ভিক্ষুক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী রহিমা খাতুন।

বুধবার (৩০ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১১টার দিকে দোকানের বারান্দায় শুয়ে থাকা অবস্থায় ধসে পড়লে তারা গুরুতর আহত হন। পরে বৃহস্পতিবার (১ মে) সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আমজাদ হোসেন মারা যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, গাংনী বাসস্ট্যান্ড থেকে পূর্বদিকে পৌরসভার ড্রেন নির্মাণ করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। নির্মাণাধীন ড্রেনের পাশে সাবেক উপজেলা চেয়ারম্যান দাউদ হোসেনের পুরাতন দোকান ভবন ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। বুধবার সন্ধ্যায় বৃষ্টির পর ঝুঁকি বেড়ে যায়। প্রতিদিনের মতো ভিক্ষুক ওই দোকানের বারান্দায় শুয়ে ছিলেন। একপর্যায়ে দোকানের সামনের অংশ ধসে ড্রেনের মধ্যে পড়ে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক। সেখানে বৃহস্পতিবার (১ মে) সকালে মৃত্যু হয় আমজাদ হোসেনের।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি তদন্ত করছে পুলিশ।

এ বিষয়ে গাংনী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মাহফুজুর রহমান জানিয়েছেন, ড্রেন খননের জন্য ভবন মালিকদের ঝুঁকির কথা বারবার বলা হলেও তারা কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।