০৫:৫১ পূর্বাহ্ন, রবিবার, ০২ নভেম্বর ২০২৫
শিরোনাম :
জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল যারা আগে গণভোট চায় না তারা গণতন্ত্রে বিশ্বাসী না: মুজিবুর রহমান আজ থেকে শুরু জাটকা শিকারে ৮ মাসের নিষেধাজ্ঞা ঘরোয়া সাজে স্নিগ্ধ জয়া আহসান, নতুন লুকে মুগ্ধ ভক্তরা নতুন ফাঁস হওয়া নথিতে ইসরায়েলের সঙ্গে অ্যামাজন ও গুগলের গোপন চুক্তি উন্মোচিত তাইওয়ানে প্রথমবারের মতো প্রো ইসরাইলি লবি AIPAC প্রতিনিধিদলের সফর প্রবল বর্ষণে নিউইয়র্ক ও নিউ জার্সির রাস্তাঘাট প্লাবিত, যানবাহন ডুবে গেছে পানিতে নিরাপত্তা হুমকিতে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ‘পারমাণবিক অস্ত্রে সজ্জিত এক দখলদার দানব’ — যুক্তরাষ্ট্রকে কটাক্ষ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর যুদ্ধবিরতি বজায় রাখতে সম্মত পাকিস্তান-আফগানিস্তান, তুরস্ক-কাতারের মধ্যস্থতায় সমঝোতা

দোকানের বারান্দায় শুয়ে ছিলেন ভিক্ষুক দম্পতি, ধসে স্বামীর মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:০৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
  • / 66

ছবি: সংগৃহীত

 

মেহেরপুরের গাংনী বাসস্ট্যান্ড এলাকায় পৌরসভার নির্মাণাধীন ড্রেনের পাশের দোকান ধসে আমজাদ হোসেন নামে এক ভিক্ষুক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী রহিমা খাতুন।

বুধবার (৩০ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১১টার দিকে দোকানের বারান্দায় শুয়ে থাকা অবস্থায় ধসে পড়লে তারা গুরুতর আহত হন। পরে বৃহস্পতিবার (১ মে) সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আমজাদ হোসেন মারা যান।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, গাংনী বাসস্ট্যান্ড থেকে পূর্বদিকে পৌরসভার ড্রেন নির্মাণ করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। নির্মাণাধীন ড্রেনের পাশে সাবেক উপজেলা চেয়ারম্যান দাউদ হোসেনের পুরাতন দোকান ভবন ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। বুধবার সন্ধ্যায় বৃষ্টির পর ঝুঁকি বেড়ে যায়। প্রতিদিনের মতো ভিক্ষুক ওই দোকানের বারান্দায় শুয়ে ছিলেন। একপর্যায়ে দোকানের সামনের অংশ ধসে ড্রেনের মধ্যে পড়ে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক। সেখানে বৃহস্পতিবার (১ মে) সকালে মৃত্যু হয় আমজাদ হোসেনের।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি তদন্ত করছে পুলিশ।

এ বিষয়ে গাংনী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মাহফুজুর রহমান জানিয়েছেন, ড্রেন খননের জন্য ভবন মালিকদের ঝুঁকির কথা বারবার বলা হলেও তারা কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

দোকানের বারান্দায় শুয়ে ছিলেন ভিক্ষুক দম্পতি, ধসে স্বামীর মৃত্যু

আপডেট সময় ০২:০৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫

 

মেহেরপুরের গাংনী বাসস্ট্যান্ড এলাকায় পৌরসভার নির্মাণাধীন ড্রেনের পাশের দোকান ধসে আমজাদ হোসেন নামে এক ভিক্ষুক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী রহিমা খাতুন।

বুধবার (৩০ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১১টার দিকে দোকানের বারান্দায় শুয়ে থাকা অবস্থায় ধসে পড়লে তারা গুরুতর আহত হন। পরে বৃহস্পতিবার (১ মে) সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আমজাদ হোসেন মারা যান।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, গাংনী বাসস্ট্যান্ড থেকে পূর্বদিকে পৌরসভার ড্রেন নির্মাণ করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। নির্মাণাধীন ড্রেনের পাশে সাবেক উপজেলা চেয়ারম্যান দাউদ হোসেনের পুরাতন দোকান ভবন ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। বুধবার সন্ধ্যায় বৃষ্টির পর ঝুঁকি বেড়ে যায়। প্রতিদিনের মতো ভিক্ষুক ওই দোকানের বারান্দায় শুয়ে ছিলেন। একপর্যায়ে দোকানের সামনের অংশ ধসে ড্রেনের মধ্যে পড়ে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক। সেখানে বৃহস্পতিবার (১ মে) সকালে মৃত্যু হয় আমজাদ হোসেনের।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি তদন্ত করছে পুলিশ।

এ বিষয়ে গাংনী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মাহফুজুর রহমান জানিয়েছেন, ড্রেন খননের জন্য ভবন মালিকদের ঝুঁকির কথা বারবার বলা হলেও তারা কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।