০৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।

‘মার্চ ফর গাজা’য় মিলবে বিনামূল্যে চিকিৎসা সেবা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৪৫:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
  • / 80

ছবি সংগৃহীত

 

ঢাকায় আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির মাধ্যমে গাজার নিপীড়িত মানুষের প্রতি সংহতি জানাতে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি মেডিকেল ইউনিট গঠন করা হয়েছে। এই ইউনিট দিনব্যাপী অংশগ্রহণকারীদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করবে। পুরো কার্যক্রমে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের চিকিৎসকরা অংশ নেবেন।

শুক্রবার (১১ এপ্রিল) ন্যাশনাল ডক্টরস ফোরামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, গাজাবাসীর প্রতি সহমর্মিতা জানাতে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির জন্য রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ১০টি জরুরি সেবা বুথ স্থাপন করা হবে। প্রতিটি বুথে ১৫-২০ জনের একটি দল কাজ করবে, যেখানে চিকিৎসক, নার্স ও প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকরা থাকবেন।

বিজ্ঞাপন

এই বুথগুলোতে প্রাথমিক চিকিৎসার পাশাপাশি সরবরাহ থাকবে বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধ। অংশগ্রহণকারীরা বিনামূল্যে রক্তচাপ ও গ্লুকোজ পরীক্ষা করানোর সুযোগ পাবেন। জরুরি অবস্থায় রোগী দ্রুত চিকিৎসা কেন্দ্র বা হাসপাতালে স্থানান্তরের জন্য ৬টি অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকবে।

ন্যাশনাল ডক্টরস ফোরামের এক মুখপাত্র জানান, যারা রাজপথে গাজার মানুষের সহায়তায় অংশ নিচ্ছেন, তাদের যেন স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হতে হয়—এই উদ্দেশ্যে আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। তিনি বলেন, চিকিৎসকদের স্বেচ্ছাসেবী অংশগ্রহণ একটি মানবিক দায়িত্ব, যেখানে রাজনীতির ঊর্ধ্বে উঠে কেবল মানুষের পাশে দাঁড়ানোই প্রধান।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

‘মার্চ ফর গাজা’য় মিলবে বিনামূল্যে চিকিৎসা সেবা

আপডেট সময় ০৯:৪৫:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫

 

ঢাকায় আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির মাধ্যমে গাজার নিপীড়িত মানুষের প্রতি সংহতি জানাতে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি মেডিকেল ইউনিট গঠন করা হয়েছে। এই ইউনিট দিনব্যাপী অংশগ্রহণকারীদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করবে। পুরো কার্যক্রমে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের চিকিৎসকরা অংশ নেবেন।

শুক্রবার (১১ এপ্রিল) ন্যাশনাল ডক্টরস ফোরামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, গাজাবাসীর প্রতি সহমর্মিতা জানাতে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির জন্য রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ১০টি জরুরি সেবা বুথ স্থাপন করা হবে। প্রতিটি বুথে ১৫-২০ জনের একটি দল কাজ করবে, যেখানে চিকিৎসক, নার্স ও প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকরা থাকবেন।

বিজ্ঞাপন

এই বুথগুলোতে প্রাথমিক চিকিৎসার পাশাপাশি সরবরাহ থাকবে বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধ। অংশগ্রহণকারীরা বিনামূল্যে রক্তচাপ ও গ্লুকোজ পরীক্ষা করানোর সুযোগ পাবেন। জরুরি অবস্থায় রোগী দ্রুত চিকিৎসা কেন্দ্র বা হাসপাতালে স্থানান্তরের জন্য ৬টি অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকবে।

ন্যাশনাল ডক্টরস ফোরামের এক মুখপাত্র জানান, যারা রাজপথে গাজার মানুষের সহায়তায় অংশ নিচ্ছেন, তাদের যেন স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হতে হয়—এই উদ্দেশ্যে আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। তিনি বলেন, চিকিৎসকদের স্বেচ্ছাসেবী অংশগ্রহণ একটি মানবিক দায়িত্ব, যেখানে রাজনীতির ঊর্ধ্বে উঠে কেবল মানুষের পাশে দাঁড়ানোই প্রধান।