০৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
শিরোনাম :
হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার হুঁশিয়ারি: “আমাদের হাতে ৫ হাজার রুশ ক্ষেপণাস্ত্র” সিইসির সঙ্গে বিএনপির বৈঠক বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যাত্রা নিষেধ আতলেতিকোর জালে ১৪ মিনিটে ৪ গোল, দাপুটে জয়ে আর্সেনাল ১৫ সেনা কর্মকর্তার বিরুদ্ধে ট্রাইব্যুনালের কড়া পদক্ষেপ, পাঠানো হলো কারাগারে অগ্নি দুর্ঘটনা রোধে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সতর্কতা নির্দেশনা দিল মাউশি ইয়েমেনে জাতিসংঘ কার্যালয়ে হুথি বাহিনীর অভিযান, আটক ২০ কর্মী হংকং বিমানবন্দরে বড় দুর্ঘটনা: সাগরে পড়ল কার্গো প্লেন, নিহত ২ কর্মী ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন যেতে পারবেন পর্যটকরা: পরিবেশ উপদেষ্টা

এসএমই খাতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর আহ্বান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিনের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৫২:২২ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • / 179

ছবি সংগৃহীত

 

ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের অগ্রগতিতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বুধবার (২ জুলাই) রাজধানীতে অনুষ্ঠিত ‘এসএমই ফাউন্ডেশন-ইআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫’ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, এসএমই খাতে অর্থায়ন এখনো একটি বড় চ্যালেঞ্জ। উদ্যোক্তারা ব্যাংক থেকে ঋণ পেতে নানা জটিলতার মুখে পড়েন, যার ফলে অনেক সময় তাদের ব্যবসায়িক কার্যক্রমে বিঘ্ন ঘটে। তবে সুখবর হলো, এই খাতের উদ্যোক্তাদের ঋণ পরিশোধের হার অন্যান্য খাতের তুলনায় বেশ সন্তোষজনক।

তিনি বলেন, “ক্ষুদ্র ও মাঝারি শিল্পে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। এই উদ্যোগে ব্যাংকারদের পাশাপাশি নীতিনির্ধারকদেরও অগ্রণী ভূমিকা রাখতে হবে। বাংলাদেশ ব্যাংক এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, আর অর্থ মন্ত্রণালয় প্রয়োজনীয় সহায়তা করবে।”

এসএমই খাতের তথ্যভাণ্ডার বা ডেটাবেজকে আরও শক্তিশালী এবং হালনাগাদ করার পরামর্শ দিয়ে তিনি বলেন, দ্রুত এই প্রক্রিয়াকে ডিজিটালাইজ করতে হবে। কাগজপত্রের ওপর নির্ভরশীলতা কমিয়ে আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যবস্থা চালু করা জরুরি।

ড. সালেহউদ্দিন আহমেদ মনে করেন, এসএমই খাত শক্তিশালী হলে দেশের শিল্প-বাণিজ্যে ইতিবাচক পরিবর্তন আসবে এবং সামগ্রিক অর্থনীতিতেও এর প্রভাব পড়বে। তিনি আরও উল্লেখ করেন, উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন, বাজার সম্প্রসারণ এবং সহজ শর্তে অর্থায়নের ব্যবস্থা করলে এই খাত দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

অনুষ্ঠানে অন্যান্য বক্তারাও এসএমই খাতে স্বচ্ছতা, জবাবদিহি এবং আধুনিক ব্যবস্থাপনার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। উদ্যোক্তাদের প্রতি সহানুভূতিশীল মনোভাব নিয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর এগিয়ে আসার আহ্বান জানান তারা।

অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ প্রতিবেদনের জন্য সাংবাদিকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এসএমই খাতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর আহ্বান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিনের

আপডেট সময় ১২:৫২:২২ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫

 

ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের অগ্রগতিতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বুধবার (২ জুলাই) রাজধানীতে অনুষ্ঠিত ‘এসএমই ফাউন্ডেশন-ইআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫’ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, এসএমই খাতে অর্থায়ন এখনো একটি বড় চ্যালেঞ্জ। উদ্যোক্তারা ব্যাংক থেকে ঋণ পেতে নানা জটিলতার মুখে পড়েন, যার ফলে অনেক সময় তাদের ব্যবসায়িক কার্যক্রমে বিঘ্ন ঘটে। তবে সুখবর হলো, এই খাতের উদ্যোক্তাদের ঋণ পরিশোধের হার অন্যান্য খাতের তুলনায় বেশ সন্তোষজনক।

তিনি বলেন, “ক্ষুদ্র ও মাঝারি শিল্পে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। এই উদ্যোগে ব্যাংকারদের পাশাপাশি নীতিনির্ধারকদেরও অগ্রণী ভূমিকা রাখতে হবে। বাংলাদেশ ব্যাংক এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, আর অর্থ মন্ত্রণালয় প্রয়োজনীয় সহায়তা করবে।”

এসএমই খাতের তথ্যভাণ্ডার বা ডেটাবেজকে আরও শক্তিশালী এবং হালনাগাদ করার পরামর্শ দিয়ে তিনি বলেন, দ্রুত এই প্রক্রিয়াকে ডিজিটালাইজ করতে হবে। কাগজপত্রের ওপর নির্ভরশীলতা কমিয়ে আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যবস্থা চালু করা জরুরি।

ড. সালেহউদ্দিন আহমেদ মনে করেন, এসএমই খাত শক্তিশালী হলে দেশের শিল্প-বাণিজ্যে ইতিবাচক পরিবর্তন আসবে এবং সামগ্রিক অর্থনীতিতেও এর প্রভাব পড়বে। তিনি আরও উল্লেখ করেন, উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন, বাজার সম্প্রসারণ এবং সহজ শর্তে অর্থায়নের ব্যবস্থা করলে এই খাত দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

অনুষ্ঠানে অন্যান্য বক্তারাও এসএমই খাতে স্বচ্ছতা, জবাবদিহি এবং আধুনিক ব্যবস্থাপনার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। উদ্যোক্তাদের প্রতি সহানুভূতিশীল মনোভাব নিয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর এগিয়ে আসার আহ্বান জানান তারা।

অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ প্রতিবেদনের জন্য সাংবাদিকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।