শ্রমিক ও মালিকের ভারসাম্য রক্ষায় শ্রম আইন নতুনভাবেসংশোধন হচ্ছে : শ্রম উপদেষ্টা

- আপডেট সময় ০৩:৩৬:১৭ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
- / ১৫ বার পড়া হয়েছে
মহান মে দিবস উপলক্ষে সরকার নানা কর্মসূচির আয়োজন করেছে। আজ বুধবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের শ্রম উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন জানান, দিনটি উপলক্ষে সকাল থেকেই শুরু হবে নানা অনুষ্ঠান।
তিনি বলেন, “সকালে একটি বর্ণাঢ্য র্যালির মাধ্যমে শুরু হবে দিবসের আনুষ্ঠানিকতা। এরপর অনুষ্ঠিত হবে আলোচনা সভা। দিনব্যাপী চলবে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে বিভিন্ন সচেতনতামূলক ও উৎসবমুখর আয়োজন।”
এসময় শ্রম উপদেষ্টা জানান, শ্রমিক ও মালিক উভয়পক্ষের স্বার্থকে সমান গুরুত্ব দিয়ে শ্রম আইন সংশোধনের কাজ চলমান রয়েছে। তিনি বলেন, “জুন মাসে সুইজারল্যান্ডে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর সঙ্গে বৈঠকের পর সংশোধিত শ্রম আইনের খসড়া চূড়ান্ত করা হবে।”
তিনি আরও জানান, “বর্তমান সরকার শ্রমিকবান্ধব সরকার হিসেবে কাজ করে যাচ্ছে। তাই শ্রম আইনের সংশোধনেও থাকবে এই প্রতিশ্রুতির প্রতিফলন। সংশোধনীতে শ্রমিকদের স্বার্থ সংরক্ষণের পাশাপাশি মালিকপক্ষের দিকও বিবেচনায় রাখা হচ্ছে।”
শ্রম উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করে বলেন, “সকল কাজ শেষ করে চলতি বছরের মধ্যেই নতুন শ্রম আইন চূড়ান্ত করা সম্ভব হবে।”
এছাড়া এ বছরের মে দিবসের প্রতিপাদ্য হিসেবে নির্ধারণ করা হয়েছে ‘শ্রমিক মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে’। এ প্রতিপাদ্যই শ্রমজীবী মানুষ এবং শিল্পখাতের মধ্যে সহযোগিতা ও সহমর্মিতা বৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচিত হবে বলে জানান উপদেষ্টা।
উল্লেখ্য, শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে মহান মে দিবস বিশ্বব্যাপী পালিত হয়। বাংলাদেশেও এই দিনটি প্রতি বছর গুরুত্বের সঙ্গে উদযাপিত হয়ে আসছে।