জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: সাজা বাতিল চেয়ে খালেদা জিয়ার আপিলের রায় আজ
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় হাইকোর্টের দেয়া ১০ বছরের সাজার বিরুদ্ধে আপিলের রায় আজ। গতকাল আপিল বিভাগে শুনানি শেষে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চ রায়ের দিন নির্ধারণ করেন।
আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন জয়নুল আবেদীন ও মাহবুব উদ্দিন খোকনসহ সিনিয়র আইনজীবীরা। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ এবং দুদকের পক্ষে মো: আসিফ হাসান শুনানি করেন।
খালেদা জিয়ার আইনজীবীরা দাবি করেন, প্রমাণ ছাড়াই নিম্ন আদালত পাঁচ বছরের সাজা দেন এবং হাইকোর্ট তা বাড়িয়ে ১০ বছর করে। এটি রাজনৈতিক প্রতিহিংসার অংশ বলে তারা মন্তব্য করেন।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বিশেষ জজ আদালত-৫ খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। পরে হাইকোর্ট সেই সাজা ১০ বছরে উন্নীত করে। আপিল বিভাগ সেই রায় স্থগিত করে পুনর্বিচার নির্দেশ দেয়। আজকের রায়ে খালেদা জিয়া ন্যায়বিচার পাবেন বলে তার আইনজীবীদের আশা।