বাংলাদেশকে ভারতের বার্তা: সীমান্ত সুরক্ষায় সব চুক্তি অনুসরণ করা হচ্ছে
ভারত জানিয়েছে, সীমান্ত সুরক্ষায় বেড়া নির্মাণসহ অন্যান্য পদক্ষেপে দুই দেশের সরকার এবং সীমান্ত বাহিনীর মধ্যে স্বাক্ষরিত সব চুক্তি ও প্রোটোকল মেনে চলা হচ্ছে। সোমবার (১৩ জানুয়ারি) নয়া দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার নুরুল ইসলামকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বার্তা দেয়।
এর আগে, রোববার (১২ জানুয়ারি) ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে সীমান্তে বিএসএফের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ।
ভারত জানায়, আন্তঃসীমান্ত অপরাধ, চোরাচালান ও পাচার রোধে তারা কার্যকর ব্যবস্থা নিচ্ছে। এ লক্ষ্যে কাঁটাতারের বেড়া, সীমান্ত বাতি এবং উন্নত প্রযুক্তি স্থাপন করা হচ্ছে। বিশেষ করে গবাদি পশু পাচার রোধে বেড়া নির্মাণের ওপর জোর দেওয়া হয়েছে।
সীমান্ত অপরাধমুক্ত রাখতে দুই দেশের মধ্যে সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে ভারত আশা প্রকাশ করেছে, বাংলাদেশ সব আগের সমঝোতা বাস্তবায়ন করবে এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে যৌথ পদক্ষেপ নেবে।