কুয়াশার কবলে আরিচা-কাজিরহাট রুট, ফেরি চলাচল স্থগিত
ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শনিবার ভোরে কুয়াশার তীব্রতা বাড়ায় সকাল ৬টা ৩০ মিনিটে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধের সিদ্ধান্ত নেয় ঘাট কর্তৃপক্ষ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)-এর আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক নাসির হোসেন জানান, ঘন কুয়াশার কারণে নদীপথে দৃষ্টিসীমা অনেক কমে যায়, যা ফেরি চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। নিরাপত্তার স্বার্থে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কমলেই আবার ফেরি চলাচল শুরু হবে।
এদিকে, কুয়াশার কারণে মাঝ নদীতে আটকা পড়েছে কয়েকটি ফেরি, যা যাত্রী ও পরিবহন মালিকদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কুয়াশার প্রভাব কেটে গেলে নৌযানগুলো তাদের গন্তব্যে পৌঁছাতে পারবে বলে আশা করা হচ্ছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে, তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে সড়ক ও নৌপথে যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে। জনগণকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।