ঢাকা ১০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শতাব্দীর আতঙ্ক ‘নর’ইস্টার’ ঝড় নিয়ে প্রকাশিত হলো চাঞ্চল্যকর সব সত্য ভালুকায় গৃহবধূ ও দুই সন্তান হত্যা: প্রধান আসামি দেবর নজরুল গ্রেপ্তার উদ্ভিদের গোপন শব্দে সাড়া দেয় পতঙ্গ ও প্রাণীরা: গবেষণায় উদ্ভিদের ভাষার রহস্য উদঘাটন বাংলাদেশের জাহাজ ও বন্দর খাতে বিনিয়োগে সিঙ্গাপুরকে আহ্বান: নৌ উপদেষ্টা শামীম ওসমান ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ২ মামলা, সন্তানদের সম্পদ বিবরণীর নোটিশ সংখ্যাগরিষ্ঠ দল ও জোট দ্বিকক্ষবিশিষ্ট সংসদ প্রতিষ্ঠায় একমত হয়েছে: আলী রীয়াজ অপরাধী যেন কেউ ছাড়া না পায়, কঠোরভাবে দমন করতে হবে: ডিএমপি কমিশনার জনগণের সেন্টিমেন্ট বুঝে আগামী রমজানের আগেই নির্বাচন দিন: কুড়িগ্রামে রিজভী মাদরাসা আমাদের ঐতিহ্যের ধারক, এটিকে টিকিয়ে রাখতে হবে: ধর্ম উপদেষ্টা প্রধান উপদেষ্টা ইউনূস কখনো ‘জাতীয় সংস্কারক’ উপাধির স্বীকৃতি চান নি: প্রেস উইং

বঙ্গোপসাগরে নিম্নচাপ: পটুয়াখালীর ১৭টি অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:১৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
  • / 19

ছবি সংগৃহীত

 

 

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ এবং বিরাজমান দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পটুয়াখালীর ১৭টি অভ্যন্তরীণ নৌরুটে ছোট-বড় সব ধরনের লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে নৌ-বন্দর কর্তৃপক্ষ। তবে ঢাকা-পটুয়াখালী রুটে চলাচলকারী বড় আকারের দোতলা যাত্রীবাহী লঞ্চগুলো যথারীতি চলবে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) সকালে পটুয়াখালী নৌ-বন্দরের পক্ষ থেকে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

পটুয়াখালী নৌ-বন্দরের সহকারী পরিচালক মো. জাকী শাহরিয়া জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে ২ নম্বর সংকেত জারি রয়েছে। এই সতর্কতার পরিপ্রেক্ষিতে দুর্ঘটনা এড়াতে জেলার ১৭টি অভ্যন্তরীণ রুটে সকল ধরনের লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে জেলার সব স্পিডবোট চলাচলও সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে।

তিনি আরও জানান, ঢাকা-পটুয়াখালী রুটে চলাচলকারী দোতলা বড় যাত্রীবাহী লঞ্চগুলো যথারীতি চলবে এবং বৃহস্পতিবার বিকেলে এগুলো ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।

এরই মধ্যে সকালে ঢাকা থেকে দুটি দোতলা লঞ্চসহ মোট সাতটি লঞ্চ পটুয়াখালীতে পৌঁছেছে। এসব লঞ্চ পল্টনে শক্তভাবে বেঁধে রাখা হয়েছে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে।

এ বিষয়ে রূপসী তুষার লঞ্চের মালিক মো. ছাবু গাজী বলেন, “আজ সকাল থেকে নদীতে ২ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তাই ৬৫ ফুটের নিচে থাকা আমাদের ছোট লঞ্চগুলো আজ থেকে বন্ধ রাখা হয়েছে এবং নিজস্ব ঘাটে নিরাপদে নোঙর করে রাখা হয়েছে। আবহাওয়া অনুকূলে এলে পুনরায় চলাচল শুরু হবে।”

অপরদিকে, হঠাৎ লঞ্চ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন অভ্যন্তরীণ রুটের সাধারণ যাত্রীরা। বিশেষ করে যাদের জরুরি প্রয়োজনে যাতায়াতের প্রয়োজন ছিল, তারা বিপাকে পড়েছেন।

আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত অভ্যন্তরীণ রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ থাকবে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ: পটুয়াখালীর ১৭টি অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ

আপডেট সময় ০১:১৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

 

 

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ এবং বিরাজমান দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পটুয়াখালীর ১৭টি অভ্যন্তরীণ নৌরুটে ছোট-বড় সব ধরনের লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে নৌ-বন্দর কর্তৃপক্ষ। তবে ঢাকা-পটুয়াখালী রুটে চলাচলকারী বড় আকারের দোতলা যাত্রীবাহী লঞ্চগুলো যথারীতি চলবে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) সকালে পটুয়াখালী নৌ-বন্দরের পক্ষ থেকে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

পটুয়াখালী নৌ-বন্দরের সহকারী পরিচালক মো. জাকী শাহরিয়া জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে ২ নম্বর সংকেত জারি রয়েছে। এই সতর্কতার পরিপ্রেক্ষিতে দুর্ঘটনা এড়াতে জেলার ১৭টি অভ্যন্তরীণ রুটে সকল ধরনের লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে জেলার সব স্পিডবোট চলাচলও সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে।

তিনি আরও জানান, ঢাকা-পটুয়াখালী রুটে চলাচলকারী দোতলা বড় যাত্রীবাহী লঞ্চগুলো যথারীতি চলবে এবং বৃহস্পতিবার বিকেলে এগুলো ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।

এরই মধ্যে সকালে ঢাকা থেকে দুটি দোতলা লঞ্চসহ মোট সাতটি লঞ্চ পটুয়াখালীতে পৌঁছেছে। এসব লঞ্চ পল্টনে শক্তভাবে বেঁধে রাখা হয়েছে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে।

এ বিষয়ে রূপসী তুষার লঞ্চের মালিক মো. ছাবু গাজী বলেন, “আজ সকাল থেকে নদীতে ২ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তাই ৬৫ ফুটের নিচে থাকা আমাদের ছোট লঞ্চগুলো আজ থেকে বন্ধ রাখা হয়েছে এবং নিজস্ব ঘাটে নিরাপদে নোঙর করে রাখা হয়েছে। আবহাওয়া অনুকূলে এলে পুনরায় চলাচল শুরু হবে।”

অপরদিকে, হঠাৎ লঞ্চ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন অভ্যন্তরীণ রুটের সাধারণ যাত্রীরা। বিশেষ করে যাদের জরুরি প্রয়োজনে যাতায়াতের প্রয়োজন ছিল, তারা বিপাকে পড়েছেন।

আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত অভ্যন্তরীণ রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ থাকবে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।