পীরগাছায় বজ্রাঘাতে শিশুর মৃত্যু, আহত আরও ৩ জন

- আপডেট সময় ০৪:৩০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
- / 11
রংপুরের পীরগাছায় বজ্রাঘাতে সিপন (১০) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শিশুসহ তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কান্দি ইউনিয়নের পাঠক শিকড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিপন ওই গ্রামের আব্দুর ছাত্তার মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র ও নিহতের পরিবার জানায়, সিপন বাড়ির পাশে একটি খোলা মাঠে সমবয়সী কয়েকজন বন্ধুর সঙ্গে ফুটবল খেলছিল। খেলার একপর্যায়ে হঠাৎ করে আকাশে মেঘ জমে এবং বৃষ্টি শুরু হয়। এ সময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই সিপনের মৃত্যু হয়।
বজ্রাঘাতে আহতদের মধ্যে শাহিন (৩৮) গুরুতর আহত হন। তাকে দ্রুত রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া মুন্না (১২) ও শাওন (১৩) নামের আরও দুই শিশু আহত হলে স্থানীয়ভাবে তাদের চিকিৎসা দেওয়া হয়।
নিহত সিপনের মা মনি বেগম জানান, তার ছেলে বাড়ির পাশে মাঠে খেলছিল। হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে একটি বজ্রপাত সরাসরি সিপনের ওপর পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। আইনগত প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলেন, বর্ষাকালে বজ্রপাতের ঝুঁকি বাড়ে। মাঠে খেলা বা খোলা স্থানে অবস্থান করা বিপজ্জনক হতে পারে।
প্রসঙ্গত, প্রতি বছর বর্ষা মৌসুমে দেশের বিভিন্ন এলাকায় বজ্রপাতে প্রাণহানির ঘটনা ঘটে। বিশেষজ্ঞদের মতে, খোলা মাঠে খেলা বা মোবাইল ফোন ব্যবহার করা বজ্রপাতের সময় বিপজ্জনক হতে পারে। সচেতনতা ও সাবধানতা বজায় রাখলে এ ধরনের দুর্ঘটনা কিছুটা হলেও এড়ানো সম্ভব।