ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামালের ৫৪তম শাহাদাত বার্ষিকী ভাটারায় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে ভীতি প্রদর্শনের ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে ডিবি চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনায় মোটরসাইকেল ও দেশীয় অস্ত্রসহ পেশাদার ছিনতাইকারী শাকিলকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ যুদ্ধবিরতিতে ফিলিস্তিনিদের ‘না’, প্রস্তাবে যা বলেছে ইসরায়েল ড. ইউনূস বাংলাদেশকে নিপীড়নের ছায়া থেকে বের করে আনছেন তালেবান আর সন্ত্রাসী গোষ্ঠী নয়, রায় দিল রাশিয়া গুগল এখন অস্ত্র ও নজরদারির জন্য এআই তৈরি করছে ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে বন্দুকধারীর হামলায় ৫ জন নিহত, ৪ জন আহত — সন্দেহভাজন আটক ইসরায়েল সীমান্তের কাছে হিজবুল্লাহকে হটাতে কাজ করছে লেবানন সেনাবাহিনী সিরিয়ার স্বৈরশাসকের মূল্যবান সম্পদ পাচারে গোপন বিমান মিশন

মেটার নতুন এআই অ্যাপ: চ্যাটজিপিটির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:১৩:১৩ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
  • / ৫৩২ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

 

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে আরও এক ধাপ এগোতে যাচ্ছে মেটা। চলতি বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে চ্যাটজিপিটির মতো স্বতন্ত্র একটি এআই অ্যাপ উন্মোচনের পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনবিসি নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে।

বর্তমানে মেটার এআই ফিচার ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত রয়েছে। ওয়েবেও এটি ব্যবহার করা যায়, তবে এখনো পর্যন্ত এর কোনো স্বতন্ত্র মোবাইল বা ডেস্কটপ অ্যাপ নেই। নতুন অ্যাপ উন্মোচনের মাধ্যমে মেটা সরাসরি চ্যাটজিপিটির সঙ্গে প্রতিযোগিতায় নামতে যাচ্ছে।

বর্তমানে চ্যাটজিপিটি ব্যবহারকারীরা ডেস্কটপ, মোবাইল অ্যাপ (আইওএস ও অ্যান্ড্রয়েড) এবং ওয়েব ব্রাউজারের মাধ্যমে সহজেই এটি অ্যাক্সেস করতে পারেন। অন্যদিকে, মেটা এআই ব্যবহারের জন্য এখন ফেসবুক অ্যাকাউন্টে লগইন করতে হয়, যা অনেকের কাছে সীমাবদ্ধতার মতো মনে হতে পারে।

মেটার স্বতন্ত্র এআই অ্যাপ বাজারে এলে এটি আরও বেশি ব্যবহারবান্ধব হবে বলে ধারণা করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমের ভেতরে এআই ইন্টিগ্রেশন সুবিধাজনক হলেও, অনেক ব্যবহারকারী কখনো কখনো এটি বিরক্তিকর বলে মনে করেন। আলাদা অ্যাপ চালু হলে ব্যবহারকারীরা মেটা এআইয়ের সেবা আরও সহজে এবং স্বাধীনভাবে উপভোগ করতে পারবেন।

এদিকে, মেটার সম্ভাব্য নতুন এআই অ্যাপের খবর প্রকাশের পর এক রসিকতামূলক পোস্টে ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান লিখেছেন, “ঠিক আছে, হয়তো আমরাও একটি সামাজিক অ্যাপ বানাব।”

তবে কবে নাগাদ মেটার নতুন এআই অ্যাপ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে, সে বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি কোম্পানিটি। প্রযুক্তি বিশ্ব এখন অধীর আগ্রহে মেটার পরবর্তী পদক্ষেপের অপেক্ষায়।

নিউজটি শেয়ার করুন

মেটার নতুন এআই অ্যাপ: চ্যাটজিপিটির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি

আপডেট সময় ০৬:১৩:১৩ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫

 

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে আরও এক ধাপ এগোতে যাচ্ছে মেটা। চলতি বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে চ্যাটজিপিটির মতো স্বতন্ত্র একটি এআই অ্যাপ উন্মোচনের পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনবিসি নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে।

বর্তমানে মেটার এআই ফিচার ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত রয়েছে। ওয়েবেও এটি ব্যবহার করা যায়, তবে এখনো পর্যন্ত এর কোনো স্বতন্ত্র মোবাইল বা ডেস্কটপ অ্যাপ নেই। নতুন অ্যাপ উন্মোচনের মাধ্যমে মেটা সরাসরি চ্যাটজিপিটির সঙ্গে প্রতিযোগিতায় নামতে যাচ্ছে।

বর্তমানে চ্যাটজিপিটি ব্যবহারকারীরা ডেস্কটপ, মোবাইল অ্যাপ (আইওএস ও অ্যান্ড্রয়েড) এবং ওয়েব ব্রাউজারের মাধ্যমে সহজেই এটি অ্যাক্সেস করতে পারেন। অন্যদিকে, মেটা এআই ব্যবহারের জন্য এখন ফেসবুক অ্যাকাউন্টে লগইন করতে হয়, যা অনেকের কাছে সীমাবদ্ধতার মতো মনে হতে পারে।

মেটার স্বতন্ত্র এআই অ্যাপ বাজারে এলে এটি আরও বেশি ব্যবহারবান্ধব হবে বলে ধারণা করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমের ভেতরে এআই ইন্টিগ্রেশন সুবিধাজনক হলেও, অনেক ব্যবহারকারী কখনো কখনো এটি বিরক্তিকর বলে মনে করেন। আলাদা অ্যাপ চালু হলে ব্যবহারকারীরা মেটা এআইয়ের সেবা আরও সহজে এবং স্বাধীনভাবে উপভোগ করতে পারবেন।

এদিকে, মেটার সম্ভাব্য নতুন এআই অ্যাপের খবর প্রকাশের পর এক রসিকতামূলক পোস্টে ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান লিখেছেন, “ঠিক আছে, হয়তো আমরাও একটি সামাজিক অ্যাপ বানাব।”

তবে কবে নাগাদ মেটার নতুন এআই অ্যাপ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে, সে বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি কোম্পানিটি। প্রযুক্তি বিশ্ব এখন অধীর আগ্রহে মেটার পরবর্তী পদক্ষেপের অপেক্ষায়।