ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ডিএসইতে সূচক ও লেনদেনে চাঙ্গাভাব, আট মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থান বড়াইগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: র‍্যাবের অভিযানে ঘাতক চালক গ্রেপ্তার ইসলামি ব্যাংকের নতুন চেয়ারম্যান প্রফেসর জুবায়দুর রহমান টেকনাফে ৩ লাখ টাকার মাছসহ অবৈধ ট্রলিং বোট জব্দ, জরিমানা ৬.৬৩ লাখ টাকা বঙ্গপসাগর থেকে ১৮ জন অসহায় জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী তিব্বতে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্পের উদ্যোগে চীন, উদ্বিগ্ন ভাটির দেশগুলো গণমাধ্যম কর্মীদের জন্য ইসির নানা শর্ত গুলিস্তানে ককটেলসহ গ্রেপ্তার ২ নিজেরটাকে এস্টাবলিশ করার চেষ্টা করায় রাজনীতি : মীর্জ ফখরুল প্রফেসর আবুল বারকাতের ২ দিনের রিমান্ড মঞ্জুর

বিভ্রান্তি তৈরি করলে ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটতে পারে: রিজভী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৫১:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
  • / 37

ছবি সংগৃহীত

 

নাটোরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী হুঁশিয়ারি দিয়ে বলেন, “সরকার যদি নানা কৌশলে জনগণকে বিভ্রান্ত করতে থাকে, তাহলে দেশে আবারও ফ্যাসিবাদের উত্থান ঘটতে পারে।”

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে নাটোর জেলা পরিষদ মিলনায়তনে জিয়া পরিষদ আয়োজিত ‘গণতন্ত্র ও জিয়াউর রহমান’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, “বর্তমান সরকারের কর্মকাণ্ডে বৈপরীত্য স্পষ্ট। একদিকে গণতন্ত্রের কথা বলা হয়, অন্যদিকে নির্বাচনবিহীন শাসন চলে। এতে জনগণের আস্থা হারাচ্ছে সরকার। গত ১৫ বছরে দেশে কোনো সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হয়নি। ফলে জনগণ এখন একটি নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন চায়।”

তিনি অভিযোগ করেন, “অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টা আছেন যারা ঠিক কী উদ্দেশ্যে কথা বলেন, তা স্পষ্ট নয়। তারা একেক সময় একেক কথা বলেন, যা বিভ্রান্তির সৃষ্টি করছে। এই ধরনের কথাবার্তা জনমনে সন্দেহ বাড়ায়।”

সংস্কার প্রক্রিয়া প্রসঙ্গে রিজভী বলেন, “আট মাস পার হয়ে গেছে, সংস্কার কাজ এখনো শেষ হয়নি। আসলে এটি একটি রাজনৈতিক এজেন্ডা। নির্বাচন ছাড়া এবং জনগণের প্রতিনিধিদের ছাড়া কোনো টেকসই সংস্কার সম্ভব নয়। নির্বাচিত সরকার সংসদে আলোচনা করে সংস্কার কার্যক্রম চালাবে, এটাই গণতন্ত্রের পথ।”

সেমিনারে সভাপতিত্ব করেন নাটোর জেলা জিয়া পরিষদের সভাপতি আহমেদুল হক চৌধুরী। বক্তব্য রাখেন জিয়া পরিষদের কেন্দ্রীয় মহাসচিব ড. এমতাজ হোসেন, বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি কাজী গোলাম মোর্শেদসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ।

সেমিনার শুরুর আগে শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়, যেখানে দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও অংশ নেন।

রিজভীর বক্তব্যে স্পষ্ট বর্তমান সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হলো নিরপেক্ষ সরকারের অধীনে একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন, যাতে জনগণের প্রকৃত মত প্রতিফলিত হয়।

নিউজটি শেয়ার করুন

বিভ্রান্তি তৈরি করলে ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটতে পারে: রিজভী

আপডেট সময় ০৭:৫১:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

 

নাটোরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী হুঁশিয়ারি দিয়ে বলেন, “সরকার যদি নানা কৌশলে জনগণকে বিভ্রান্ত করতে থাকে, তাহলে দেশে আবারও ফ্যাসিবাদের উত্থান ঘটতে পারে।”

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে নাটোর জেলা পরিষদ মিলনায়তনে জিয়া পরিষদ আয়োজিত ‘গণতন্ত্র ও জিয়াউর রহমান’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, “বর্তমান সরকারের কর্মকাণ্ডে বৈপরীত্য স্পষ্ট। একদিকে গণতন্ত্রের কথা বলা হয়, অন্যদিকে নির্বাচনবিহীন শাসন চলে। এতে জনগণের আস্থা হারাচ্ছে সরকার। গত ১৫ বছরে দেশে কোনো সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হয়নি। ফলে জনগণ এখন একটি নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন চায়।”

তিনি অভিযোগ করেন, “অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টা আছেন যারা ঠিক কী উদ্দেশ্যে কথা বলেন, তা স্পষ্ট নয়। তারা একেক সময় একেক কথা বলেন, যা বিভ্রান্তির সৃষ্টি করছে। এই ধরনের কথাবার্তা জনমনে সন্দেহ বাড়ায়।”

সংস্কার প্রক্রিয়া প্রসঙ্গে রিজভী বলেন, “আট মাস পার হয়ে গেছে, সংস্কার কাজ এখনো শেষ হয়নি। আসলে এটি একটি রাজনৈতিক এজেন্ডা। নির্বাচন ছাড়া এবং জনগণের প্রতিনিধিদের ছাড়া কোনো টেকসই সংস্কার সম্ভব নয়। নির্বাচিত সরকার সংসদে আলোচনা করে সংস্কার কার্যক্রম চালাবে, এটাই গণতন্ত্রের পথ।”

সেমিনারে সভাপতিত্ব করেন নাটোর জেলা জিয়া পরিষদের সভাপতি আহমেদুল হক চৌধুরী। বক্তব্য রাখেন জিয়া পরিষদের কেন্দ্রীয় মহাসচিব ড. এমতাজ হোসেন, বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি কাজী গোলাম মোর্শেদসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ।

সেমিনার শুরুর আগে শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়, যেখানে দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও অংশ নেন।

রিজভীর বক্তব্যে স্পষ্ট বর্তমান সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হলো নিরপেক্ষ সরকারের অধীনে একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন, যাতে জনগণের প্রকৃত মত প্রতিফলিত হয়।