স্বাধীনতা দিবসে ছয়টি জাহাজ উন্মুক্ত: কোস্ট গার্ডের আয়োজনে জনসাধারণে উৎসবমুখর পরিবেশ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। স্বাধীনতা দিবসের সম্মানে ছয়টি আধুনিক জাহাজ জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়, যা নতুন মাত্রা যোগ করে জাতীয় দিবসের উদযাপনে।
বুধবার (২৬ মার্চ) দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ছয়টি ভিন্ন ভিন্ন স্থানে কোস্ট গার্ডের জাহাজসমূহ সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়। উন্মুক্ত রাখা হয় বিসিজিএস শেট গাং (মুন্সিগঞ্জ লঞ্চঘাট, ঢাকা), বিসিজিএস সৈয়দ নজরুল (১৫ নম্বর ঘাট, পতেঙ্গা), বিসিজিএস শ্যামল বাংলা (বিসিজি বেইস চট্টগ্রাম, ইছানগর), বিসিজিএস কামরুজ্জামান (দিগরাজ, মোংলা), বিসিজিএস তৌহিদ (রূপসা, খুলনা) এবং বিসিজিএস অপরাজেয় বাংলা (পায়রা বন্দর, পটুয়াখালী)।
দিনব্যাপী চলা এই আয়োজনে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। পরিবার-পরিজন নিয়ে অনেকেই ছুটে আসেন জাহাজ দেখতে। শিশু-কিশোরদের কৌতূহল, তরুণদের আগ্রহ আর বয়োজ্যেষ্ঠদের প্রশংসায় মুখর হয় পুরো আয়োজন।
জাহাজ পরিদর্শনে এসে সাধারণ মানুষ পরিচিত হন কোস্ট গার্ডের কর্মকৌশল ও প্রযুক্তিগত সক্ষমতার সঙ্গে। তারা জানতে পারেন গভীর সমুদ্রে টহল, উদ্ধার অভিযান, চোরাচালান ও জলদস্যুতা দমন, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, উপকূলীয় এলাকায় নজরদারি এবং প্রাকৃতিক সম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ডের অবদান সম্পর্কে।
উপস্থিত কর্মকর্তারা আগত দর্শনার্থীদের নানা প্রশ্নের উত্তর দেন এবং জাহাজের বিভিন্ন অংশ ঘুরিয়ে দেখান। এতে জনসচেতনতা যেমন বৃদ্ধি পায়, তেমনি দেশের নিরাপত্তা বাহিনীর প্রতি মানুষের আস্থা ও সম্মানও জোরদার হয়।
বিশেষ করে খুলনার রূপসা নদীর তীরে খানজাহান আলী (রহ.) সেতুর পূর্বপাড়ে বিসিজিএস তৌহিদ জাহাজটি পরিদর্শনের জন্য জনতার ঢল নামে।
বাংলাদেশ কোস্ট গার্ডের এমন আয়োজন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাদের অঙ্গীকারের এক অনন্য প্রকাশ বলেই মনে করছেন সচেতন মহল।