ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
আকাশে বিরল বিস্ফোরণের দৃশ্য: আজ দেখা যেতে পারে ‘নোভা’র চমক গাড়ি আমদানিতে ২৫ শতাংশ শুল্ক: ট্রাম্পের ঘোষণা ঘিরে বৈশ্বিক উদ্বেগ কৃত্রিম বুদ্ধিমত্তায় সজ্জিত সুইসাইড’ বা আত্মঘাতী ড্রোনের সফল পরীক্ষা তদারকি করেলন কিম জং উন: নতুন সামরিক রূপে উত্তর কোরিয়া ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার সুপারিশে ক্ষুব্ধ দিল্লি ঈদ উৎসবে ঐতিহ্যের ছোঁয়া: উত্তরে প্রস্তুতি চলছে বর্ণিল ঈদ মিছিলের- জানালেন আসিফ মাহমুদ দুর্নীতির মামলায় জি কে শামীমের সাড়ে পাঁচ বছরের কারাদণ্ড, খালাস পেয়েছেন মা, বাজেয়াপ্ত ২৯৭ কোটি টাকা ঐতিহ্য আর ভক্তির মিলনমেলা—তিতাস নদীতে গঙ্গাস্নান ও লোকজ উৎসব ভারত থেকে আসল আরও ৯ হাজার ৫০০ মেট্রিক টন চাল, মোট আমদানির পরিমাণ ছাড়াল প্রায় ৩ লাখ টন এশিয়ার অভিন্ন ভবিষ্যৎ গঠনে যৌথ রোডম্যাপের আহ্বান ড. ইউনূসের ঈদের ৯ দিনের ছুটি, তবুও স্থবির হবে না অর্থনীতি: ড. সালেহউদ্দিন

স্বাধীনতা দিবসে ছয়টি জাহাজ উন্মুক্ত: কোস্ট গার্ডের আয়োজনে জনসাধারণে উৎসবমুখর পরিবেশ

খবরের কথা ডেস্ক

ছবি: সংগৃহীত

 

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। স্বাধীনতা দিবসের সম্মানে ছয়টি আধুনিক জাহাজ জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়, যা নতুন মাত্রা যোগ করে জাতীয় দিবসের উদযাপনে।

বুধবার (২৬ মার্চ) দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ছয়টি ভিন্ন ভিন্ন স্থানে কোস্ট গার্ডের জাহাজসমূহ সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়। উন্মুক্ত রাখা হয় বিসিজিএস শেট গাং (মুন্সিগঞ্জ লঞ্চঘাট, ঢাকা), বিসিজিএস সৈয়দ নজরুল (১৫ নম্বর ঘাট, পতেঙ্গা), বিসিজিএস শ্যামল বাংলা (বিসিজি বেইস চট্টগ্রাম, ইছানগর), বিসিজিএস কামরুজ্জামান (দিগরাজ, মোংলা), বিসিজিএস তৌহিদ (রূপসা, খুলনা) এবং বিসিজিএস অপরাজেয় বাংলা (পায়রা বন্দর, পটুয়াখালী)।

দিনব্যাপী চলা এই আয়োজনে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। পরিবার-পরিজন নিয়ে অনেকেই ছুটে আসেন জাহাজ দেখতে। শিশু-কিশোরদের কৌতূহল, তরুণদের আগ্রহ আর বয়োজ্যেষ্ঠদের প্রশংসায় মুখর হয় পুরো আয়োজন।

জাহাজ পরিদর্শনে এসে সাধারণ মানুষ পরিচিত হন কোস্ট গার্ডের কর্মকৌশল ও প্রযুক্তিগত সক্ষমতার সঙ্গে। তারা জানতে পারেন গভীর সমুদ্রে টহল, উদ্ধার অভিযান, চোরাচালান ও জলদস্যুতা দমন, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, উপকূলীয় এলাকায় নজরদারি এবং প্রাকৃতিক সম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ডের অবদান সম্পর্কে।

উপস্থিত কর্মকর্তারা আগত দর্শনার্থীদের নানা প্রশ্নের উত্তর দেন এবং জাহাজের বিভিন্ন অংশ ঘুরিয়ে দেখান। এতে জনসচেতনতা যেমন বৃদ্ধি পায়, তেমনি দেশের নিরাপত্তা বাহিনীর প্রতি মানুষের আস্থা ও সম্মানও জোরদার হয়।

বিশেষ করে খুলনার রূপসা নদীর তীরে খানজাহান আলী (রহ.) সেতুর পূর্বপাড়ে বিসিজিএস তৌহিদ জাহাজটি পরিদর্শনের জন্য জনতার ঢল নামে।

বাংলাদেশ কোস্ট গার্ডের এমন আয়োজন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাদের অঙ্গীকারের এক অনন্য প্রকাশ বলেই মনে করছেন সচেতন মহল।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:০৩:২৩ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
৫১২ বার পড়া হয়েছে

স্বাধীনতা দিবসে ছয়টি জাহাজ উন্মুক্ত: কোস্ট গার্ডের আয়োজনে জনসাধারণে উৎসবমুখর পরিবেশ

আপডেট সময় ০৬:০৩:২৩ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫

 

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। স্বাধীনতা দিবসের সম্মানে ছয়টি আধুনিক জাহাজ জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়, যা নতুন মাত্রা যোগ করে জাতীয় দিবসের উদযাপনে।

বুধবার (২৬ মার্চ) দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ছয়টি ভিন্ন ভিন্ন স্থানে কোস্ট গার্ডের জাহাজসমূহ সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়। উন্মুক্ত রাখা হয় বিসিজিএস শেট গাং (মুন্সিগঞ্জ লঞ্চঘাট, ঢাকা), বিসিজিএস সৈয়দ নজরুল (১৫ নম্বর ঘাট, পতেঙ্গা), বিসিজিএস শ্যামল বাংলা (বিসিজি বেইস চট্টগ্রাম, ইছানগর), বিসিজিএস কামরুজ্জামান (দিগরাজ, মোংলা), বিসিজিএস তৌহিদ (রূপসা, খুলনা) এবং বিসিজিএস অপরাজেয় বাংলা (পায়রা বন্দর, পটুয়াখালী)।

দিনব্যাপী চলা এই আয়োজনে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। পরিবার-পরিজন নিয়ে অনেকেই ছুটে আসেন জাহাজ দেখতে। শিশু-কিশোরদের কৌতূহল, তরুণদের আগ্রহ আর বয়োজ্যেষ্ঠদের প্রশংসায় মুখর হয় পুরো আয়োজন।

জাহাজ পরিদর্শনে এসে সাধারণ মানুষ পরিচিত হন কোস্ট গার্ডের কর্মকৌশল ও প্রযুক্তিগত সক্ষমতার সঙ্গে। তারা জানতে পারেন গভীর সমুদ্রে টহল, উদ্ধার অভিযান, চোরাচালান ও জলদস্যুতা দমন, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, উপকূলীয় এলাকায় নজরদারি এবং প্রাকৃতিক সম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ডের অবদান সম্পর্কে।

উপস্থিত কর্মকর্তারা আগত দর্শনার্থীদের নানা প্রশ্নের উত্তর দেন এবং জাহাজের বিভিন্ন অংশ ঘুরিয়ে দেখান। এতে জনসচেতনতা যেমন বৃদ্ধি পায়, তেমনি দেশের নিরাপত্তা বাহিনীর প্রতি মানুষের আস্থা ও সম্মানও জোরদার হয়।

বিশেষ করে খুলনার রূপসা নদীর তীরে খানজাহান আলী (রহ.) সেতুর পূর্বপাড়ে বিসিজিএস তৌহিদ জাহাজটি পরিদর্শনের জন্য জনতার ঢল নামে।

বাংলাদেশ কোস্ট গার্ডের এমন আয়োজন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাদের অঙ্গীকারের এক অনন্য প্রকাশ বলেই মনে করছেন সচেতন মহল।