০৮:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
শিরোনাম :
মার্কিন সেনা ও সিআইএ এজেন্টদের বহিষ্কারের চিন্তা কলম্বিয়া প্রেসিডেন্ট পেত্রোর পেন্টাগনের বড় চুক্তি পেল ট্রাম্পের ছেলের ড্রোন কোম্পানি কেন ট্রাম্প-পুতিনের বুদাপেস্ট বৈঠক বাতিল হলো? হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার হুঁশিয়ারি: “আমাদের হাতে ৫ হাজার রুশ ক্ষেপণাস্ত্র” সিইসির সঙ্গে বিএনপির বৈঠক বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যাত্রা নিষেধ আতলেতিকোর জালে ১৪ মিনিটে ৪ গোল, দাপুটে জয়ে আর্সেনাল ১৫ সেনা কর্মকর্তার বিরুদ্ধে ট্রাইব্যুনালের কড়া পদক্ষেপ, পাঠানো হলো কারাগারে অগ্নি দুর্ঘটনা রোধে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সতর্কতা নির্দেশনা দিল মাউশি

দেশের আকাশে জিলহজের চাঁদ দেখা গেছে, ৭ জুন পবিত্র ঈদুল আজহা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:০৮:১১ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • / 61

ছবি সংগৃহীত

 

বাংলাদেশের আকাশে আজ বুধবার (২৮ মে) পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল বৃহস্পতিবার থেকে ১৪৪৬ হিজরি সনের জিলহজ মাসের গণনা শুরু হবে। এই হিসেবে জিলহজের ১০ তারিখ অর্থাৎ ৭ জুন (শুক্রবার) সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর ধর্ম বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. আ. ফ. ম খালিদ হোসেন।

বিজ্ঞাপন

ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের মাঠ পর্যায়ের কার্যালয় এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া গেছে যে আজ দেশের বিভিন্ন স্থান থেকে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে।

চাঁদ দেখা সংক্রান্ত তথ্য দ্রুত সংগ্রহ ও যাচাই করার জন্য ধর্ম মন্ত্রণালয় টেলিফোন ও ফ্যাক্স নম্বর চালু রেখেছিল। বিভিন্ন জেলা থেকে আসা চাঁদ দেখার তথ্যের ভিত্তিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয় বলে জানানো হয়েছে।

সভায় আরো উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক, আবহাওয়া অধিদপ্তরের প্রতিনিধি, জাতীয় মসজিদের খতিব এবং জাতীয় চাঁদ দেখা কমিটির অন্যান্য সদস্যরা।

ইসলাম ধর্মে জিলহজ মাসের প্রথম দশ দিন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। হাদিসে বর্ণিত হয়েছে, রাসুলুল্লাহ (সা.) বলেছেন “আল্লাহর নিকট অন্য কোনো দিনের তুলনায় জিলহজের প্রথম দশকের আমল অধিক প্রিয়।” [সহিহ বুখারি]

ঈদুল আজহা মুসলিমদের জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। কোরবানি, ত্যাগ ও আত্মশুদ্ধির বার্তা নিয়ে এ উৎসব উদ্‌যাপন করা হয় বিশ্ব মুসলিম সমাজে। বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিমরাও প্রতি বছর এই দিনে ধর্মীয় আবেগ ও উৎসাহে উদ্‌যাপন করে ঈদুল আজহা।

আগামী ৭ জুন পবিত্র ঈদুল আজহার দিন সারা দেশে মুসলমানরা ঈদের নামাজ আদায় করে পশু কোরবানি করবেন। এর মধ্য দিয়ে তারা ইব্রাহিম (আ.) এর ত্যাগ ও আনুগত্যের শিক্ষা স্মরণ করবেন।

নিউজটি শেয়ার করুন

দেশের আকাশে জিলহজের চাঁদ দেখা গেছে, ৭ জুন পবিত্র ঈদুল আজহা

আপডেট সময় ০৮:০৮:১১ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫

 

বাংলাদেশের আকাশে আজ বুধবার (২৮ মে) পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল বৃহস্পতিবার থেকে ১৪৪৬ হিজরি সনের জিলহজ মাসের গণনা শুরু হবে। এই হিসেবে জিলহজের ১০ তারিখ অর্থাৎ ৭ জুন (শুক্রবার) সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর ধর্ম বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. আ. ফ. ম খালিদ হোসেন।

বিজ্ঞাপন

ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের মাঠ পর্যায়ের কার্যালয় এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া গেছে যে আজ দেশের বিভিন্ন স্থান থেকে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে।

চাঁদ দেখা সংক্রান্ত তথ্য দ্রুত সংগ্রহ ও যাচাই করার জন্য ধর্ম মন্ত্রণালয় টেলিফোন ও ফ্যাক্স নম্বর চালু রেখেছিল। বিভিন্ন জেলা থেকে আসা চাঁদ দেখার তথ্যের ভিত্তিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয় বলে জানানো হয়েছে।

সভায় আরো উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক, আবহাওয়া অধিদপ্তরের প্রতিনিধি, জাতীয় মসজিদের খতিব এবং জাতীয় চাঁদ দেখা কমিটির অন্যান্য সদস্যরা।

ইসলাম ধর্মে জিলহজ মাসের প্রথম দশ দিন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। হাদিসে বর্ণিত হয়েছে, রাসুলুল্লাহ (সা.) বলেছেন “আল্লাহর নিকট অন্য কোনো দিনের তুলনায় জিলহজের প্রথম দশকের আমল অধিক প্রিয়।” [সহিহ বুখারি]

ঈদুল আজহা মুসলিমদের জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। কোরবানি, ত্যাগ ও আত্মশুদ্ধির বার্তা নিয়ে এ উৎসব উদ্‌যাপন করা হয় বিশ্ব মুসলিম সমাজে। বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিমরাও প্রতি বছর এই দিনে ধর্মীয় আবেগ ও উৎসাহে উদ্‌যাপন করে ঈদুল আজহা।

আগামী ৭ জুন পবিত্র ঈদুল আজহার দিন সারা দেশে মুসলমানরা ঈদের নামাজ আদায় করে পশু কোরবানি করবেন। এর মধ্য দিয়ে তারা ইব্রাহিম (আ.) এর ত্যাগ ও আনুগত্যের শিক্ষা স্মরণ করবেন।