গ্রেনাডায় ১৩৩ রানের বড় জয়ে সিরিজ নিজেদের করলো অস্ট্রেলিয়া

- আপডেট সময় ১১:০২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
- / 15
বার্বাডোজে প্রথম টেস্টের পর গ্রেনাডাতেও দাপট দেখাল অস্ট্রেলিয়া। চতুর্থ দিনেই শেষ হয়ে গেল দ্বিতীয় টেস্ট। ১৩৩ রানের বিশাল জয়ে সিরিজও নিশ্চিত করল প্যাট কামিন্সের দল।
৭ উইকেটে ২২১ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল অস্ট্রেলিয়া। বাকি ২২ রান যোগ করতে না করতেই শেষ তিন উইকেট হারায় সফরকারীরা। ফলে দ্বিতীয় ইনিংস থামে ২৪৩ রানে। এ ইনিংসে স্টিভ স্মিথ করেন সর্বোচ্চ ৭১ রান। প্রথম ইনিংসে ৩৩ রানের লিড থাকায় ওয়েস্ট ইন্ডিজের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৭৭ রান।
কিন্তু শুরুতেই চাপে পড়ে যায় স্বাগতিকরা। মাত্র ৩৩ রানেই চার উইকেট হারিয়ে লাঞ্চে যায় ওয়েস্ট ইন্ডিজ। এরপরও ঘুরে দাঁড়াতে পারেনি তারা। শাই হোপ ও রোস্টন চেজ মিলে পঞ্চম উইকেটে ৩৮ রানের জুটি গড়লেও তা বেশি দূর টেকেনি। এই জুটি ভাঙার পর মাত্র ৩২ রানের ব্যবধানে আরও চার উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ১০৩ রানে ৮ উইকেটের পতন ঘটলে পরাজয় হয়ে যায় সময়ের ব্যাপার। শেষ তিন উইকেট তুলে নিয়ে জয় নিশ্চিত করেন নাথান লায়ন।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেন অধিনায়ক রোস্টন চেজ, দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান আসে শামারের ব্যাট থেকে। শেষ পর্যন্ত মাত্র ৩৪.৩ ওভারে ১৪৩ রানে গুটিয়ে যায় ক্যারিবিয়ানদের দ্বিতীয় ইনিংস।
অস্ট্রেলিয়ার বোলারদের কথা আলাদাভাবে বলতেই হয়। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও তাদের দাপট ছিল চোখে পড়ার মতো। মিচেল স্টার্ক ও নাথান লায়ন তিনটি করে উইকেট নেন, জশ হ্যাজেলউড নেন দুটি, আর কামিন্স ও বিউ ওয়েবস্টার শিকার করেন একটি করে উইকেট।
দুই ইনিংসেই গুরুত্বপূর্ণ অবদান রাখা অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ব্যাটার অ্যালেক্স ক্যারি হয়েছেন ম্যাচ সেরা। প্রথম ইনিংসে করেন ৬৩ রান, দ্বিতীয় ইনিংসে যোগ করেন আরও ৩০ রান।
এখন তিন ম্যাচের এই সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে শেষ ম্যাচ খেলতে নামবে অস্ট্রেলিয়া। ১৩ জুলাই কিংস্টনে শুরু হবে তৃতীয় ও শেষ টেস্ট।