ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: হতাহতের খবর এখনও মেলেনি ইতালির প্রধানমন্ত্রী ঢাকায় আসছেন: অভিবাসন বিষয়ক বৈঠক হবে বিশেষ গুরুত্বের সাথে ফার্মগেট স্টেশনে মেট্রোরেল আটকে যাওয়ার পর ফের চালু সাজিদের মৃত্যুর ঘটনায় ইবি প্রশাসনের সংবাদ সম্মেলন, তদন্তে শিক্ষার্থী অন্তর্ভুক্তির আশ্বাস ইকুয়েডরে ভয়াবহ সংঘর্ষ: পিকআপ ট্রাক ও এসইউভিতে নিহত ৯ ৪৮তম বিশেষ বিসিএস: ৫২০৬ জন উত্তীর্ণ ইসরায়েলি সেনার গুলিতে নিহত ৬৭ ফিলিস্তিনি: ত্রাণ নিতে আসার সময় ঘটে এ ঘটনা গাজীপুরে নাসির হত্যার ঘটনায় কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেপ্তার চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ: একদিনে ৩২ জন আক্রান্ত ভিয়েতনামে পর্যটকবাহী নৌকা ডুবে ৩৪ জনের মৃত্যু

দুপুরের মধ্যে ঢাকাসহ ১০ জেলায় ঝড়ের পূর্বাভাস

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:১৯:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
  • / 89

ছবি সংগৃহীত

 

বৈশাখের শুরুতেই দেশের নানা অঞ্চলে স্বস্তির বৃষ্টি নেমেছে। এতে খানিকটা স্বস্তি পেলেও, সামনে ঝড়-বৃষ্টি বাড়তে পারে বলে সতর্ক করছে আবহাওয়া অফিস। আজ শনিবার (১৯ এপ্রিল) দুপুরের মধ্যে রাজধানী ঢাকাসহ দেশের অন্তত ১০টি জেলায় ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে জানানো হয়, দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি এবং বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, টাঙ্গাইল, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির আরও জানান, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত একটি লঘুচাপের বর্ধিতাংশ এবং দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমী লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন বিভাগে ঝড়-বৃষ্টির প্রবণতা বাড়ছে।

শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হওয়ার আশঙ্কাও রয়েছে। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৈশাখের শুরুতেই এই বৃষ্টি একদিকে যেমন গরমের তীব্রতা কমিয়ে এনেছে, অন্যদিকে ঝড়ের আশঙ্কায় জনমনে কিছুটা উদ্বেগও তৈরি হয়েছে। বিশেষ করে নদীপথে চলাচলকারী যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদেরকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়ার এমন বৈচিত্র্যময় রূপে প্রকৃতি যেমন প্রাণ ফিরে পাচ্ছে, তেমনি ঝড়-বৃষ্টির সতর্কতা মেনে চললে ক্ষয়ক্ষতির সম্ভাবনাও কমিয়ে আনা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

দুপুরের মধ্যে ঢাকাসহ ১০ জেলায় ঝড়ের পূর্বাভাস

আপডেট সময় ১০:১৯:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

 

বৈশাখের শুরুতেই দেশের নানা অঞ্চলে স্বস্তির বৃষ্টি নেমেছে। এতে খানিকটা স্বস্তি পেলেও, সামনে ঝড়-বৃষ্টি বাড়তে পারে বলে সতর্ক করছে আবহাওয়া অফিস। আজ শনিবার (১৯ এপ্রিল) দুপুরের মধ্যে রাজধানী ঢাকাসহ দেশের অন্তত ১০টি জেলায় ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে জানানো হয়, দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি এবং বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, টাঙ্গাইল, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির আরও জানান, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত একটি লঘুচাপের বর্ধিতাংশ এবং দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমী লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন বিভাগে ঝড়-বৃষ্টির প্রবণতা বাড়ছে।

শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হওয়ার আশঙ্কাও রয়েছে। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৈশাখের শুরুতেই এই বৃষ্টি একদিকে যেমন গরমের তীব্রতা কমিয়ে এনেছে, অন্যদিকে ঝড়ের আশঙ্কায় জনমনে কিছুটা উদ্বেগও তৈরি হয়েছে। বিশেষ করে নদীপথে চলাচলকারী যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদেরকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়ার এমন বৈচিত্র্যময় রূপে প্রকৃতি যেমন প্রাণ ফিরে পাচ্ছে, তেমনি ঝড়-বৃষ্টির সতর্কতা মেনে চললে ক্ষয়ক্ষতির সম্ভাবনাও কমিয়ে আনা সম্ভব হবে।