০৯:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
শিরোনাম :
জাতিসংঘের এলডিসি উত্তরণবিষয়ক প্রতিনিধিদলের বাংলাদেশ সফর স্থগিত ব্রিটিশ নৌবাহিনীর প্রথম স্বয়ংক্রিয় হেলিকপ্টারের সফল প্রথম উড্ডয়ন ৬ কোটি টন ধ্বংসস্তূপের নিচে গা*জা, অপসারণে লাগবে কমপক্ষে সাত বছর ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প গ্রিনল্যান্ড ইস্যুতে কঠোর ট্রাম্প: বিরোধী দেশে শুল্ক আরোপের হুমকি মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে অপ্রয়োজনীয় বিমান সরিয়ে নেওয়া হচ্ছে গাজা প্রশাসনের জন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বে নতুন বেসামরিক কমিটি গঠন গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান মোতায়েন বিবেচনা করছে জার্মানি চীনা বৈদ্যুতিক গাড়ির উপর শুল্ক কমালো কানাডা খালে পড়ে ট্রাক, পাকিস্তানে একই পরিবারের ১৪ জনের মৃত্যু

দুপুরের মধ্যে ঢাকাসহ ১০ জেলায় ঝড়ের পূর্বাভাস

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:১৯:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
  • / 156

ছবি সংগৃহীত

 

বৈশাখের শুরুতেই দেশের নানা অঞ্চলে স্বস্তির বৃষ্টি নেমেছে। এতে খানিকটা স্বস্তি পেলেও, সামনে ঝড়-বৃষ্টি বাড়তে পারে বলে সতর্ক করছে আবহাওয়া অফিস। আজ শনিবার (১৯ এপ্রিল) দুপুরের মধ্যে রাজধানী ঢাকাসহ দেশের অন্তত ১০টি জেলায় ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে জানানো হয়, দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি এবং বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, টাঙ্গাইল, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির আরও জানান, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত একটি লঘুচাপের বর্ধিতাংশ এবং দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমী লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন বিভাগে ঝড়-বৃষ্টির প্রবণতা বাড়ছে।

শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হওয়ার আশঙ্কাও রয়েছে। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৈশাখের শুরুতেই এই বৃষ্টি একদিকে যেমন গরমের তীব্রতা কমিয়ে এনেছে, অন্যদিকে ঝড়ের আশঙ্কায় জনমনে কিছুটা উদ্বেগও তৈরি হয়েছে। বিশেষ করে নদীপথে চলাচলকারী যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদেরকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়ার এমন বৈচিত্র্যময় রূপে প্রকৃতি যেমন প্রাণ ফিরে পাচ্ছে, তেমনি ঝড়-বৃষ্টির সতর্কতা মেনে চললে ক্ষয়ক্ষতির সম্ভাবনাও কমিয়ে আনা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

দুপুরের মধ্যে ঢাকাসহ ১০ জেলায় ঝড়ের পূর্বাভাস

আপডেট সময় ১০:১৯:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

 

বৈশাখের শুরুতেই দেশের নানা অঞ্চলে স্বস্তির বৃষ্টি নেমেছে। এতে খানিকটা স্বস্তি পেলেও, সামনে ঝড়-বৃষ্টি বাড়তে পারে বলে সতর্ক করছে আবহাওয়া অফিস। আজ শনিবার (১৯ এপ্রিল) দুপুরের মধ্যে রাজধানী ঢাকাসহ দেশের অন্তত ১০টি জেলায় ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে জানানো হয়, দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি এবং বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, টাঙ্গাইল, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির আরও জানান, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত একটি লঘুচাপের বর্ধিতাংশ এবং দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমী লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন বিভাগে ঝড়-বৃষ্টির প্রবণতা বাড়ছে।

শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হওয়ার আশঙ্কাও রয়েছে। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৈশাখের শুরুতেই এই বৃষ্টি একদিকে যেমন গরমের তীব্রতা কমিয়ে এনেছে, অন্যদিকে ঝড়ের আশঙ্কায় জনমনে কিছুটা উদ্বেগও তৈরি হয়েছে। বিশেষ করে নদীপথে চলাচলকারী যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদেরকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়ার এমন বৈচিত্র্যময় রূপে প্রকৃতি যেমন প্রাণ ফিরে পাচ্ছে, তেমনি ঝড়-বৃষ্টির সতর্কতা মেনে চললে ক্ষয়ক্ষতির সম্ভাবনাও কমিয়ে আনা সম্ভব হবে।