ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লেস্টারে ইতিহাস গড়া দাওয়াতি সম্মেলন, শুরু হলো নতুন দাওয়াতি যুগ নিখোঁজের পর ইউনিয়ন পরিষদের টয়লেট থেকে শিশুর মরদেহ উদ্ধার রিয়ালে ১০ নম্বর জার্সির নতুন উত্তরাধিকারী এমবাপে অভিনেত্রী নন্দিনীর গাড়ির ধাক্কায় আহত যুবকের মৃত্যু শুল্কবিরতির মেয়াদ বাড়বে কিনা, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ট্রাম্প রাশিয়ায় দশকের শক্তিশালী ভূমিকম্প, জাপান-হাওয়াইয়ে সুনামির আশঙ্কা ভয়াবহ ভূমিকম্পের পর সুনামি সতর্কতায় ফুকুশিমা পারমাণবিক কেন্দ্র খালি কঙ্গনাকে ‘সেরা অভিনেত্রী’ বলায় যা করলেন তিনি আজ থেকে শুরু একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন, ৪৫ দিনের মধ্যে শেষ হবে পুরো প্রক্রিয়া কালকিনিতে আড়িয়াল খাঁ নদী ভাঙনে দিশেহারা দুই শতাধিক পরিবার!

সুপার ওভারে ইতিহাসের নতুন রেকর্ড, শূন্য রানেই থামল বাহরাইনের ইনিংস

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৪০:২০ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
  • / 51

ছবি: সংগৃহীত

 

ক্রিকেটের উত্তেজনা আর নাটকীয়তা সবসময়ই সমর্থকদের আকর্ষণ করে, বিশেষ করে সুপার ওভার নিয়ে। সুপার ওভার মানেই শেষ মুহূর্তের টানটান উত্তেজনা, যেখানে খেলা ঝুলে থাকে এক রান বা একটি উইকেটের ওপর। তবে মালয়েশিয়ার ত্রিদেশীয় সিরিজের বাহরাইন ও হংকং ম্যাচে যা ঘটেছে, তা ক্রিকেট ইতিহাসে নতুন এক দৃষ্টান্ত স্থাপন করেছে।

হংকংয়ের বিরুদ্ধে সুপার ওভার খেলতে নেমে বাহরাইন কোন রান না করেই অলআউট হয়ে যায়। আন্তর্জাতিক ক্রিকেটে এটি ছিল প্রথম এমন ঘটনা। এর আগে সর্বনিম্ন রান ছিল আফগানিস্তানের করা ১ রান, যা গত বছরের জানুয়ারিতে ভারতের বিপক্ষে খেলানো হয়েছিল। সেই ম্যাচে দ্বিতীয় সুপার ওভারে আফগানিস্তান দুটি উইকেট হারিয়ে ১ রান করেছিল।

বাহরাইন কিন্তু সুপার ওভারে ব্যাটিং করতে নেমে প্রথম বল ডট খেলেছিল। এরপর পরপর দুই বলেই উইকেট হারিয়ে তারা চুপসে যায়। হংকংয়ের পেসার ইহসান খান এভাবে বাহরাইনের সুপার ওভারকে মেডেন করেন, যা ক্রিকেট বিশ্বে বিরল একটি ঘটনা।

হংকংয়ের ব্যাটসম্যান বাবর হায়াত ১ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে প্রথম দুই বল ডট খেলেন। তবে শেষ পর্যন্ত তিনি তৃতীয় বলের মাধ্যমে এক রান নিয়ে হংকংকে জয় এনে দেন।

এটি আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে নতুন হলেও, টি-টোয়েন্টি লিগে এ ধরনের ঘটনা আগেও ঘটেছে। ২০০৯ সালে চ্যাম্পিয়নস লিগে সাসেক্সের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার দল ঈগলসের হয়ে সিজে ডি ভিলিয়ার্স একটি মেডেন সুপার ওভার করেছিলেন। আর ২০১৪ সালের সিপিএলে সুপার ওভারে মেডেন দেন সুনীল নারাইন, যিনি ৬টি বলেই ডট করেন।

এভাবে আন্তর্জাতিক ক্রিকেটে সুপার ওভারের ইতিহাসের নতুন অধ্যায় শুরু হলেও, টি-টোয়েন্টি লিগগুলোতে এর আগে অনেকবার এমন ঘটনা ঘটেছে। তবে বাহরাইনের শূন্য রান অবশ্যই একটি বিশেষ নজির।

নিউজটি শেয়ার করুন

সুপার ওভারে ইতিহাসের নতুন রেকর্ড, শূন্য রানেই থামল বাহরাইনের ইনিংস

আপডেট সময় ০২:৪০:২০ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫

 

ক্রিকেটের উত্তেজনা আর নাটকীয়তা সবসময়ই সমর্থকদের আকর্ষণ করে, বিশেষ করে সুপার ওভার নিয়ে। সুপার ওভার মানেই শেষ মুহূর্তের টানটান উত্তেজনা, যেখানে খেলা ঝুলে থাকে এক রান বা একটি উইকেটের ওপর। তবে মালয়েশিয়ার ত্রিদেশীয় সিরিজের বাহরাইন ও হংকং ম্যাচে যা ঘটেছে, তা ক্রিকেট ইতিহাসে নতুন এক দৃষ্টান্ত স্থাপন করেছে।

হংকংয়ের বিরুদ্ধে সুপার ওভার খেলতে নেমে বাহরাইন কোন রান না করেই অলআউট হয়ে যায়। আন্তর্জাতিক ক্রিকেটে এটি ছিল প্রথম এমন ঘটনা। এর আগে সর্বনিম্ন রান ছিল আফগানিস্তানের করা ১ রান, যা গত বছরের জানুয়ারিতে ভারতের বিপক্ষে খেলানো হয়েছিল। সেই ম্যাচে দ্বিতীয় সুপার ওভারে আফগানিস্তান দুটি উইকেট হারিয়ে ১ রান করেছিল।

বাহরাইন কিন্তু সুপার ওভারে ব্যাটিং করতে নেমে প্রথম বল ডট খেলেছিল। এরপর পরপর দুই বলেই উইকেট হারিয়ে তারা চুপসে যায়। হংকংয়ের পেসার ইহসান খান এভাবে বাহরাইনের সুপার ওভারকে মেডেন করেন, যা ক্রিকেট বিশ্বে বিরল একটি ঘটনা।

হংকংয়ের ব্যাটসম্যান বাবর হায়াত ১ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে প্রথম দুই বল ডট খেলেন। তবে শেষ পর্যন্ত তিনি তৃতীয় বলের মাধ্যমে এক রান নিয়ে হংকংকে জয় এনে দেন।

এটি আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে নতুন হলেও, টি-টোয়েন্টি লিগে এ ধরনের ঘটনা আগেও ঘটেছে। ২০০৯ সালে চ্যাম্পিয়নস লিগে সাসেক্সের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার দল ঈগলসের হয়ে সিজে ডি ভিলিয়ার্স একটি মেডেন সুপার ওভার করেছিলেন। আর ২০১৪ সালের সিপিএলে সুপার ওভারে মেডেন দেন সুনীল নারাইন, যিনি ৬টি বলেই ডট করেন।

এভাবে আন্তর্জাতিক ক্রিকেটে সুপার ওভারের ইতিহাসের নতুন অধ্যায় শুরু হলেও, টি-টোয়েন্টি লিগগুলোতে এর আগে অনেকবার এমন ঘটনা ঘটেছে। তবে বাহরাইনের শূন্য রান অবশ্যই একটি বিশেষ নজির।