মেসির জোড়া গোল, লিগস কাপের ফাইনালে ইন্টার মায়ামি

- আপডেট সময় ১১:১০:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
- / 9
ইনজুরি থেকে ফিরলেও ধারাবাহিকভাবে খেলতে পারছিলেন না লিওনেল মেসি। মাঝের দুটি ম্যাচ মিস করার পর এবার লিগস কাপ সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ লড়াইয়ে তাকে একাদশে ফেরালেন কোচ হাভিয়ের মাশ্চেরানো। মাঠে নেমেই প্রত্যাশার প্রতিদান দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। বিতর্কিত এক পেনাল্টিসহ জোড়া গোল করে ইন্টার মায়ামিকে ফাইনালে তুলেছেন তিনি।
বৃহস্পতিবার ভোরে ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে অরল্যান্ডো সিটিকে ৩-১ গোলে হারিয়েছে মায়ামি। যদিও ম্যাচের প্রথমে এগিয়ে গিয়েছিল সফরকারীরা। প্রথমার্ধের যোগ করা সময়ে ১৮ গজ দূর থেকে অসাধারণ শটে গোল করেন মারকো পাসালিচ।
৭৭ মিনিট পর্যন্ত এগিয়ে থাকলেও ডেভিড ব্রেকালো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হলে ১০ জনের দলে পরিণত হয় অরল্যান্ডো। ওই সময়ই মায়ামির তাদেও আলেন্দেকে ফাউল করা হয়, যেটি নিয়ে বিতর্ক রয়েছে। তবে সেই ফাউল থেকে পাওয়া পেনাল্টি সফলভাবে রূপান্তর করেন মেসি।
৮৮ মিনিটে জর্দি আলবার সঙ্গে দারুণ ওয়ান-টু করে বক্সে ঢুকে মাটি কামড়ানো শটে নিজের দ্বিতীয় গোলটি করেন বিশ্বকাপজয়ী এই তারকা। যোগ করা সময়ে লুইস সুয়ারেজের পাস থেকে তেলাস্কো সেগোভিয়া মায়ামির তৃতীয় গোল নিশ্চিত করেন।
পুরো ম্যাচে বল দখলে আধিপত্য ছিল মায়ামিরই। ৫৯ শতাংশ সময় বল নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি তারা ১৪টি শট নেয়, যার মধ্যে ৬টি ছিল লক্ষ্যে। অন্যদিকে অরল্যান্ডোর ১১ শটের মধ্যে লক্ষ্যে ছিল ৪টি।
এই জয়ে শুধু লিগস কাপ ফাইনালই নয়, ২০২৬ কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপেও জায়গা নিশ্চিত করেছে ইন্টার মায়ামি। ৩১ আগস্ট শিরোপার লড়াইয়ে মেসি-সুয়ারেজদের প্রতিপক্ষ হবে এলএ গ্যালাক্সি অথবা সিয়েটল সাউন্ডার্স।