নির্বাচন ঘোষিত সময়ের মধ্যেই হবে: মির্জা ফখরুল

- আপডেট সময় ০৩:৪৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
- / 8
নির্বাচন ঘোষিত সময়ের মধ্যেই হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সৈয়দা ফাতেমা সালামের ‘রক্তাক্ত জুলাই’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘রাজনীতিতে মতভেদ থাকবেই। এখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে জনগণ বিভ্রান্তিতে পড়ে যাচ্ছে। মানুষ বলছে নির্বাচন হবে তো? নির্বাচন নিয়ে মানুষের মধ্যে একধরনের আশঙ্কা রয়েছে। তবে নির্বাচন হবেই এবং ঘোষিত সময়ের মধ্যেই হবে। নির্বাচন যদি না হয়, তাহলে এই জাতি প্রচন্ড রকমের ক্ষতিগ্রস্ত হবে। ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বাড়বে। বিভিন্ন জায়গা থেকে অনেকে চেষ্টা করছে ফ্যাসিবাদেকে নিয়ে কথা বলার জন্য। বিদেশেও এটা নিয়ে কাজ হচ্ছে। তাই নির্বাচন খুব দরকার।’
তিনি বলেন, ‘একটা ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্র হচ্ছে— মধ্যমপন্থার রাজনীতি, উদারপন্থী রাজনীতি, উদারপন্থী গণতন্ত্রকে সরিয়ে উগ্রবাদের রাজনীতিকে নিয়ে আসা। এটা বাংলাদেশের জন্য চরম ক্ষতিকর হবে। উদারপন্থী গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’